ETV Bharat / state

একুশের সমাবেশের মাঝেই চিড়িয়াখানায় ঢুঁ, ভিড় সামলাতে আগে খুলল গেট - TMC 21st July Rally - TMC 21ST JULY RALLY

TMC 21st July Rally: 21 জুলাইয়ের সমাবেশের ভিড় চলে গেল আলিপুর চিড়িয়াখানায় ৷ বৃষ্টি মাথায় ঘণ্টার পর ঘণ্টা ভিড়ে বসে থাকার বদলে পরিবার নিয়ে চিড়িয়াখানা ঘুরে দেখলেন অনেকে ৷ আর রবিবারে একুশের সমাবেশের ভিড় সামলাতে সময়ের আগেই খুলে গেল চিড়িয়াখানার গেট ৷

ETV BHARAT
একুশের সমাবেশের মাঝেই চিড়িয়াখানায় ঢুঁ সভায় আসা মানুষজনের ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 8:04 PM IST

কলকাতা, 21 জুলাই: প্রতিবছর 21 জুলাই কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে ভিড় জমা হয় ৷ মূলত, জেলা থেকে আগত সাধারণ মানুষ সমাবেশে এসে, কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলিতে চলে যান ৷ রবিবার ছিল তেমনই এক একুশে জুলাই। তৃণমূলের শহিদ দিবস ৷ আর আজও তার অন্যথা হল না ৷

সকাল থেকে আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া কিম্বা ভারতীয় জাদুঘরে ঢুঁ মারতে দেখা গেল একুশের জনসভায় আসা লোকজনকে ৷ কেউ আবার একুশে জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষে এই সমস্ত দর্শনীয় স্থানগুলিতে ঘুরলেন ৷ আর তাই দর্শনীয় স্থানগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং কর্মীরা সকাল থেকেই সমস্ত রকম বন্দোবস্ত নিয়ে প্রস্তুত ছিলেন ৷

একুশের সমাবেশের মাঝেই চিড়িয়াখানায় ঢুঁ সভায় আসা মানুষজনের ৷ (ইটিভি ভারত)

এবার আলিপুর চিড়িয়াখানায় সকাল আটটা নাগাদ প্রবেশদ্বার খুলে দেওয়া হয় ৷ মূলত, ভিড় সামলাতে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই এ বছর চিড়িয়াখানার দরজা খুলে দেওয়া হয়েছিল ৷ স্বাভাবিকভাবেই বহু মানুষ চিড়িয়াখানায় প্রবেশ করেন ৷ কিন্তু, দিনভর বৃষ্টিতে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা বা অন্যান্য খোলা দর্শনীয় স্থানগুলিতে সাধারণ দর্শকদের যাতায়াতের বা সেখানে ঘুরতে সমস্যা হয়েছে ৷

মূলত, একুশে জুলাই উপলক্ষে প্রতিবছরই জেলা থেকে আগত মানুষজন কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, কেনাকাটিও করেন ৷ মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জেলার বহু মানুষ আবার সরাসরি ধর্মতলার শহিদ সমাবেশে যোগ না দিয়ে, সকাল থেকেই দর্শনীয় স্থানে ঢুঁ মারতে থাকেন ৷ এবছর বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর থেকে আসা মানুষজন ভাষণ শুরু হওয়ার পরপরই সভাস্থল থেকে বের হতে থাকেন ৷

এই সমস্ত দর্শকদের সঙ্গে কথা বলেছে ইটিভি ভারত ৷ বাঁকুড়া থেকে আগত একাধিক দর্শক চিড়িয়াখানায় জানিয়েছেন, অপর্যাপ্ত বৃষ্টির কারণে মাঠে চাষবাস হচ্ছে না ৷ ফলে কাজের চাপ কম থাকায়, পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এবারের শহিদ সমাবেশে অনেকেই এসেছিলেন ৷ স্বাভাবিকভাবে তাঁরা চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান ঘোরার পাশাপাশি কলকাতা মেট্রো চাপার সাধও পূরণ করেছেন ৷ কেউ কেউ আবার অতিরিক্ত ভিড়ের কারণে, পায়ে হেঁটে ধর্মতলা থেকে ভিক্টোরিয়ার পাশ দিয়ে ময়দান পেরিয়ে চিড়িয়াখানায় পৌঁছন ৷

অন্যদিকে, ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত বলেন, "কলকাতায় এ ধরনের জমায়েত থাকলে চিড়িয়াখানা-সহ একাধিক জায়গায় ভিড় বাড়ে ৷ আলিপুর চিড়িয়াখানায় যাতে কোনও রকম সমস্যা না হয়, তাই নির্ধারিত সময়ের অনেক আগেই আজকে গেট খুলে দেওয়া হয়েছিল ৷ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি দর্শকদের ৷"

কলকাতা, 21 জুলাই: প্রতিবছর 21 জুলাই কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে ভিড় জমা হয় ৷ মূলত, জেলা থেকে আগত সাধারণ মানুষ সমাবেশে এসে, কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলিতে চলে যান ৷ রবিবার ছিল তেমনই এক একুশে জুলাই। তৃণমূলের শহিদ দিবস ৷ আর আজও তার অন্যথা হল না ৷

সকাল থেকে আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া কিম্বা ভারতীয় জাদুঘরে ঢুঁ মারতে দেখা গেল একুশের জনসভায় আসা লোকজনকে ৷ কেউ আবার একুশে জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষে এই সমস্ত দর্শনীয় স্থানগুলিতে ঘুরলেন ৷ আর তাই দর্শনীয় স্থানগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং কর্মীরা সকাল থেকেই সমস্ত রকম বন্দোবস্ত নিয়ে প্রস্তুত ছিলেন ৷

একুশের সমাবেশের মাঝেই চিড়িয়াখানায় ঢুঁ সভায় আসা মানুষজনের ৷ (ইটিভি ভারত)

এবার আলিপুর চিড়িয়াখানায় সকাল আটটা নাগাদ প্রবেশদ্বার খুলে দেওয়া হয় ৷ মূলত, ভিড় সামলাতে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই এ বছর চিড়িয়াখানার দরজা খুলে দেওয়া হয়েছিল ৷ স্বাভাবিকভাবেই বহু মানুষ চিড়িয়াখানায় প্রবেশ করেন ৷ কিন্তু, দিনভর বৃষ্টিতে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা বা অন্যান্য খোলা দর্শনীয় স্থানগুলিতে সাধারণ দর্শকদের যাতায়াতের বা সেখানে ঘুরতে সমস্যা হয়েছে ৷

মূলত, একুশে জুলাই উপলক্ষে প্রতিবছরই জেলা থেকে আগত মানুষজন কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, কেনাকাটিও করেন ৷ মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জেলার বহু মানুষ আবার সরাসরি ধর্মতলার শহিদ সমাবেশে যোগ না দিয়ে, সকাল থেকেই দর্শনীয় স্থানে ঢুঁ মারতে থাকেন ৷ এবছর বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর থেকে আসা মানুষজন ভাষণ শুরু হওয়ার পরপরই সভাস্থল থেকে বের হতে থাকেন ৷

এই সমস্ত দর্শকদের সঙ্গে কথা বলেছে ইটিভি ভারত ৷ বাঁকুড়া থেকে আগত একাধিক দর্শক চিড়িয়াখানায় জানিয়েছেন, অপর্যাপ্ত বৃষ্টির কারণে মাঠে চাষবাস হচ্ছে না ৷ ফলে কাজের চাপ কম থাকায়, পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এবারের শহিদ সমাবেশে অনেকেই এসেছিলেন ৷ স্বাভাবিকভাবে তাঁরা চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান ঘোরার পাশাপাশি কলকাতা মেট্রো চাপার সাধও পূরণ করেছেন ৷ কেউ কেউ আবার অতিরিক্ত ভিড়ের কারণে, পায়ে হেঁটে ধর্মতলা থেকে ভিক্টোরিয়ার পাশ দিয়ে ময়দান পেরিয়ে চিড়িয়াখানায় পৌঁছন ৷

অন্যদিকে, ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত বলেন, "কলকাতায় এ ধরনের জমায়েত থাকলে চিড়িয়াখানা-সহ একাধিক জায়গায় ভিড় বাড়ে ৷ আলিপুর চিড়িয়াখানায় যাতে কোনও রকম সমস্যা না হয়, তাই নির্ধারিত সময়ের অনেক আগেই আজকে গেট খুলে দেওয়া হয়েছিল ৷ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি দর্শকদের ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.