দার্জিলিং, 2 মে: পর্যটকদের জন্য দারুন খুশির খবর! দু'মাস অপেক্ষার পর অবশেষে নাইট শেল্টার থেকে বের করে আনা হল শীলার পাঁচ রয়্যাল শাবককে। তবে এখনই খোলা এনক্লোজারে সাফারির জন্য ছাড়া হবে না ওই শাবকদের। তবে পর্যটকদের সেই শাবকদের দেখার সুযোগ করে দিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।
মঙ্গলবার বন দফতর ও জু অথরিটির উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে তাদের "ক্রালে" ছাড়া হয়। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, "শীলার পাঁচটি শাবকই সুস্থ রয়েছে। শাবকদের মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে। প্রত্যেকেই ভালো রয়েছে। আমরা চব্বিশ ঘন্টা মনিটরিং করছি। তবে এখনই তাদের এনক্লোজারে ছাড়া হবে না। কারণ ওরা খুবই ছোট। শীলাও তাদের আগলে আগলে রাখছে। তবে নাইট শেল্টার থেকে তাদের ক্রাল বা ছোট এনক্লোজারে ছাড়া হয়েছে।"
এদিন উপস্থিত ছিলেন রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী, প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি, বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার, সহকারি ডিরেক্টর অভিষেক চৌধুরী সহ অন্যান্যরা। আর শাবকরা সুস্থ থাকায় সন্তোষ প্রকাশ করেছেন জু অথরিটির সদস্য সচিব।
জানা গিয়েছে, 6 মার্চ বেঙ্গল সাফারি পার্কে পাঁচ শাবকের জন্ম দেয় শীলা। এই নিয়ে চতুর্থবার মা হয়েছে শীলা। এর আগে সাতটি শাবকের জন্ম দিয়েছে শীলা। এবার শীলা ও বিভান দম্পতি পাঁচ শাবকের জন্ম দেয়। শাবকদের জন্মের ফলে সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হল 14টি। যার মধ্যে ছ'টি পুরুষ ও আটটি স্ত্রী লিঙ্গের। বৃহস্পতিবার থেকেই ক্রালে ওই পাঁচ শাবকদের চাক্ষুস করতে পারবেন পর্যটকরা। আর শাবকগুলো আগামীতে পর্যটকদের বেঙ্গল সাফারির অন্যতম আকর্ষণ হতে চলেছে বলে মনে করছে পার্ক কর্তৃপক্ষ।
আরও পড়ুন
1. বেঙ্গল সাফারি পার্কে তিন রয়্যাল শাবকের জন্ম দিল রিকা
2. শীতের আগে নতুন চমক, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ব্যাঘ্রশাবক
3. বাড়ির পাঁচিলে বাঘমামাকে দেখে চক্ষু ছানাবড়া কর্তার, তারপর কী হল! দেখুন ভিডিয়ো