ETV Bharat / state

ভাঙড়ে চায়ের দোকান থেকে উদ্ধার ব্যক্তির গলা কাটা দেহ

প্রতিদিন রাতে দোকানেই ঘুমাতেন ওই ব্যক্তি ৷ মঙ্গলবার দোকান না-খোলায় সন্দেহ হয় এলাকাবাসীর ৷

MAN BODY RECOVERED
উদ্ধার এক ব্যক্তির গলা কাটা দেহ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

ভাঙড়, 22 অক্টোবর: রক্তে ভেসে যাচ্ছে চারিদিক ৷ দরজা খুলতেই হতবাক পরিবারের লোকজন ৷ দোকানের মেঝেতে পরে রয়েছে গলা কাটা দেহ ৷ মঙ্গলবার সকালে এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ভাঙড়ের শাকসা এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম জব্বর মোল্লা (55) ৷ শাকসা এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি । সেখানে একটি ছোট চায়ের দোকান চালাতেন ওই ব্যক্তি । রাতে দোকানেই ঘুমাতেন তিনি। অন্যান্য দিনের মতো সোমবার রাতেও দোকানেই ঘুমিয়েছিলেন জব্বর মোল্লা ৷ মঙ্গলবার অনেক বেলা হয়ে যাওয়ার পর দোকান না খোলায় এলাকার লোকজন উুঁকি মেরে দেখেন, দোকান ঘর রক্তে ভেসে যাচ্ছে ৷ এরপর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় ৷ তারা দোকানে এসে দেখেন, পড়ে রয়েছে জব্বরের গলা কাটা দেহ । রক্তে ভেসে যাচ্ছে চারিদিক । খবর দেওয়া ভাঙড় থানায় ৷

চাঞ্চল্য ভাঙড়ে (ইটিভি ভারত)

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ ঘটনাটি জানাজানি হতেই প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত রয়েছে, তার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের অন্তর্গত ভাঙড় থানার পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ে দলের পর্যবেক্ষক শওকত মোল্লা ।

তিনি বলেন, "মৃত ব্যক্তি তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলেন । তৃণমূলের প্রতিটি মিটিং কিংবা মিছিলে ওঁনাকে দেখা যেত । কী কারণে, কে বা কারা খুন করেছে ? তার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ । পুলিশের উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে ৷ খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।"

পুলিশ সূত্রে খবর, জব্বরের দেহে একাধিক ক্ষত রয়েছে ৷ এমনকী, গোপনাঙ্গেও ক্ষত রয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

আরও পড়ুন:

ধর্ষক তোর বাড়ির কেউ ? আরজি কর কাণ্ডে মালদা তৃণমূল সভাপতিকে প্রশ্ন শতরূপের

ভাঙড়, 22 অক্টোবর: রক্তে ভেসে যাচ্ছে চারিদিক ৷ দরজা খুলতেই হতবাক পরিবারের লোকজন ৷ দোকানের মেঝেতে পরে রয়েছে গলা কাটা দেহ ৷ মঙ্গলবার সকালে এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ভাঙড়ের শাকসা এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম জব্বর মোল্লা (55) ৷ শাকসা এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি । সেখানে একটি ছোট চায়ের দোকান চালাতেন ওই ব্যক্তি । রাতে দোকানেই ঘুমাতেন তিনি। অন্যান্য দিনের মতো সোমবার রাতেও দোকানেই ঘুমিয়েছিলেন জব্বর মোল্লা ৷ মঙ্গলবার অনেক বেলা হয়ে যাওয়ার পর দোকান না খোলায় এলাকার লোকজন উুঁকি মেরে দেখেন, দোকান ঘর রক্তে ভেসে যাচ্ছে ৷ এরপর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় ৷ তারা দোকানে এসে দেখেন, পড়ে রয়েছে জব্বরের গলা কাটা দেহ । রক্তে ভেসে যাচ্ছে চারিদিক । খবর দেওয়া ভাঙড় থানায় ৷

চাঞ্চল্য ভাঙড়ে (ইটিভি ভারত)

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ ঘটনাটি জানাজানি হতেই প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত রয়েছে, তার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের অন্তর্গত ভাঙড় থানার পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ে দলের পর্যবেক্ষক শওকত মোল্লা ।

তিনি বলেন, "মৃত ব্যক্তি তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলেন । তৃণমূলের প্রতিটি মিটিং কিংবা মিছিলে ওঁনাকে দেখা যেত । কী কারণে, কে বা কারা খুন করেছে ? তার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ । পুলিশের উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে ৷ খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।"

পুলিশ সূত্রে খবর, জব্বরের দেহে একাধিক ক্ষত রয়েছে ৷ এমনকী, গোপনাঙ্গেও ক্ষত রয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

আরও পড়ুন:

ধর্ষক তোর বাড়ির কেউ ? আরজি কর কাণ্ডে মালদা তৃণমূল সভাপতিকে প্রশ্ন শতরূপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.