ETV Bharat / state

ফোন নম্বর না-দেওয়ায় তরুণীর শ্লীলতাহানি ! বিক্ষোভ পুলিশকে ঘিরে - GIRL MOLESTED IN BANKURA - GIRL MOLESTED IN BANKURA

Molestation Incident in Bankura: বাঁকুড়ায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ৷ ঘটনার প্রতিবাদে বেলিয়াতোড় থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ৷ বিকেলে স্থানীয় এক গৃহবধূর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন ওই তরুণী ৷ অভিযোগ, সেই সময় তিন বাইক আরোহী যুবক তরুণীর শ্লীলতাহানি করেন ৷

Girl Molested in Bankura
প্রতীকী ছবি (ইটিভি ভারত গ্রাফিক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 5:38 PM IST

বেলিয়াতোড়, 10 সেপ্টেম্বর: স্থানীয় এক গৃহবধূর সঙ্গে গ্রামের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন কলেজ পড়ুয়া তরুণী ৷ অভিযোগ, সেই সময় তিন যুবক বাইকে করে তরুণীর সামনে চলে আসেন এবং তাঁর পথ আটকে শ্লীলতাহানি করেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার বেলিয়াতোড়ে ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ৷ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আরেক অভিযুক্ত যুবকের খোঁজ চলছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন ওই তরুণী ৷ সঙ্গে স্থানীয় এক মহিলাও ছিলেন ৷ গ্রামের পাশে রাস্তা দিয়ে হাঁটছিলেন তাঁরা ৷ অভিযোগ, সেই সময় একটি বাইকে সওয়ার তিন যুবক তাঁদের রাস্তা আটকান ৷ তরুণীর কাছে ফোন নম্বর চান তাঁরা ৷ কিন্তু, ফোন নম্বর দিতে রাজি না-হওয়ায়, তরুণীর সঙ্গে অসভ্যতা শুরু করেন তিন যুবক ৷ এই সময় সঙ্গে থাকা মহিলা চিৎকার শুরু করলে গ্রামের লোকজন বেরিয়ে আসেন ৷ ধরা পড়ে যাওয়ার ভয়ে বাইক ফেলে সেখান থেকে পালিয়ে যায় তিনজনে ৷ এরপর গ্রামবাসীরা বাইকটি আটকে রাখেন ৷

অন্ধকার নামলে অভিযুক্তদের মধ্যে দু’জন বাইকটি নিতে গ্রামে আসেন ৷ তখনই গ্রামবাসীরা তাঁদের ধরে ফেলেন এবং আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ খবর দেওয়া হয় পুলিশেও ৷ খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ গ্রামে পৌঁছলে, গ্রামবাসীরা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান ৷ দীর্ঘক্ষণ পুলিশকে ঘেরাও করে চলে বিক্ষোভ ৷ কেন রাস্তাঘাটে বেরলে মেয়েদের হেনস্তার শিকার হতে হবে ? এই প্রশ্নে পুলিশকে ঘেরাও করেন গ্রামবাসীরা ৷ বেলিয়াতোড় এলাকায় মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি তোলা হয় ৷

সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি তোলা হয় বিক্ষোভকারী গ্রামবাসীদের তরফে ৷ এমনকি তৃতীয় অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেফতার করতে হবে বলেও দাবি জানান আন্দোলনকারীরা ৷ এই ঘটনায় বেলিয়াতোড় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ৷ আশপাশের গ্রামবাসীরাও মহিলা সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে বিক্ষোভে সামিল হন ৷

বেলিয়াতোড়, 10 সেপ্টেম্বর: স্থানীয় এক গৃহবধূর সঙ্গে গ্রামের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন কলেজ পড়ুয়া তরুণী ৷ অভিযোগ, সেই সময় তিন যুবক বাইকে করে তরুণীর সামনে চলে আসেন এবং তাঁর পথ আটকে শ্লীলতাহানি করেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার বেলিয়াতোড়ে ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ৷ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আরেক অভিযুক্ত যুবকের খোঁজ চলছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন ওই তরুণী ৷ সঙ্গে স্থানীয় এক মহিলাও ছিলেন ৷ গ্রামের পাশে রাস্তা দিয়ে হাঁটছিলেন তাঁরা ৷ অভিযোগ, সেই সময় একটি বাইকে সওয়ার তিন যুবক তাঁদের রাস্তা আটকান ৷ তরুণীর কাছে ফোন নম্বর চান তাঁরা ৷ কিন্তু, ফোন নম্বর দিতে রাজি না-হওয়ায়, তরুণীর সঙ্গে অসভ্যতা শুরু করেন তিন যুবক ৷ এই সময় সঙ্গে থাকা মহিলা চিৎকার শুরু করলে গ্রামের লোকজন বেরিয়ে আসেন ৷ ধরা পড়ে যাওয়ার ভয়ে বাইক ফেলে সেখান থেকে পালিয়ে যায় তিনজনে ৷ এরপর গ্রামবাসীরা বাইকটি আটকে রাখেন ৷

অন্ধকার নামলে অভিযুক্তদের মধ্যে দু’জন বাইকটি নিতে গ্রামে আসেন ৷ তখনই গ্রামবাসীরা তাঁদের ধরে ফেলেন এবং আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ খবর দেওয়া হয় পুলিশেও ৷ খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ গ্রামে পৌঁছলে, গ্রামবাসীরা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান ৷ দীর্ঘক্ষণ পুলিশকে ঘেরাও করে চলে বিক্ষোভ ৷ কেন রাস্তাঘাটে বেরলে মেয়েদের হেনস্তার শিকার হতে হবে ? এই প্রশ্নে পুলিশকে ঘেরাও করেন গ্রামবাসীরা ৷ বেলিয়াতোড় এলাকায় মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি তোলা হয় ৷

সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি তোলা হয় বিক্ষোভকারী গ্রামবাসীদের তরফে ৷ এমনকি তৃতীয় অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেফতার করতে হবে বলেও দাবি জানান আন্দোলনকারীরা ৷ এই ঘটনায় বেলিয়াতোড় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ৷ আশপাশের গ্রামবাসীরাও মহিলা সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে বিক্ষোভে সামিল হন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.