ETV Bharat / state

ক্ষোভ সামাল দিতে সন্দেশখালিতে তিন মন্ত্রী, সাংগঠনিক রদবদল শাসক শিবিরে - সুজিত বোস

Sandeshkhali Incident: সন্দেশখালি-ক্ষতে প্রলেপ দিতে এবার আসরে রাজ‍্যের তিন মন্ত্রী। সার্বিক পরিস্থিতি বুঝে নিতে ন‍্যাজাট গেলেন সুজিত, পার্থ, বীরবাহারা।

Sandeshkhali Incident
পরিস্থিতি দেখতে সন্দেশখালি পৌঁছলেন তিন মন্ত্রী
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 8:31 PM IST

Updated : Feb 19, 2024, 12:12 PM IST

ক্ষোভ সামাল দিতে সন্দেশখাালিতে তিন মন্ত্রী

সন্দেশখালি, 18 ফেব্রুয়ারি: সন্দেশখালির ক্ষোভে প্রলেপ দিতে আসরে রাজ‍্যের তিন মন্ত্রী। আগামী 3 মার্চ সন্দেশখালিতে জনসভা করার আগে এলাকার সার্বিক পরিস্থিতি বুঝে নিতে রবিবার উত্তর 24 পরগনার ন‍্যাজাটে গিয়ে সেখানকার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করলেন তিন মন্ত্রী সুজিত বোস, পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদা। সন্দেশখালির ঘটনার নেপথ্যে বিজেপি-সিপিএমের চক্রান্ত দেখছেন সেচমন্ত্রী পার্থ। পাশাপাশি এতদিন শিবু হাজরা সন্দেশখালিতে যে দায়িত্ব পালন করতেন এখন থেকে সেই কাজ করবেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো।

ন‍্যাজাটের সেহেরা অঞ্চলে ওই প্রস্তুতি সভায় হাজির ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি হাজি নুরুল ইসলাম-সহ আরও কয়েকজন তৃণমূল নেতৃত্ব। বৈঠক থেকে বেশ কয়েকজন গ্রামবাসীর হাতে জমির লিজ সংক্রান্ত বকেয়া টাকা তুলে দেন শাসকদলের নেতারা।

প্রসঙ্গত, শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে জোর করে জমি দখল এবং জমির লিজ সংক্রান্ত টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে পথে নেমে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন বঞ্চিত গ্রামবাসীরা। অভিযোগ, গরিব মানুষের বকেয়া, লক্ষ লক্ষ টাকা নিজেদের পকেটে পুড়ে ফুলে ফেঁপে উঠেছেন শাহজাহানের এই দুই শাগরেদ। সেই অভিযোগ খতিয়ে দেখে উত্তমকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । তবে শিবু হাজরার বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় । সন্দেশখালি কাণ্ডে আপাতত দু'জনেই গ্রেফতার হয়ে পুলিশের হেফাজতে রয়েছেন।

রবিবার বিকেলের বৈঠক থেকে ঠিক হয়েছে সন্দেশখালি 2 নম্বর ব্লকের তৃণমূলের সংগঠনের দায়িত্ব আপাতত সামলাবেন বিধায়ক সুকুমার মাহাতো। এই পদেই এতদিন ছিলেন শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরা। তাহলে কি তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হল? তার স্পষ্ট কোনও উত্তর মেলেনি তৃণমূল নেতৃত্বের তরফ থেকে।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "তৃণমূলের কেউ অপরাধ করলে তাঁর শাস্তি হবেই। এ নিয়ে দল একমত। কিন্তু, সন্দেশখালিতে যা তুলে ধরা হচ্ছে তার অনেকটাই বাড়িয়ে বলা। সংবাদমাধ্যমের একাংশই ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে।" এর পিছনে বিজেপি-সিপিএমের চক্রান্ত রয়েছে বলে মনেও করেন সেচমন্ত্রী।

কিন্তু মানুষজন তো এখনও আতঙ্কিত? ভয়ে অনেকেই তটস্থ হয়ে রয়েছে? সেই প্রশিনের উত্তরে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "কোথায় গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন! দিব্যি সংবাদমাধ্যমের সাথে কথা বলছেন। গ্রামবাসীরা যদি আতঙ্কিত হন, সেটা কাটানোর দায়িত্ব আমাদের।" দল কেন এখনও পর্যন্ত শিবুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করল না কেন? এই প্রশ্নের জবাবে মন্ত্রী পার্থ বলেন, "তদন্ত চলছে। যথা সময়ে পদক্ষেপ করা হবে।"

আরও পড়ুন:

  1. 'ইডি-বিজেপি সন্দেশখালিতে আগুন লাগাচ্ছে', কেষ্টগড়ে বললেন মমতা
  2. বিজেপির জাতীয় অধিবেশনে নিশানায় সন্দেশখালি, শিবু হাজরার গ্রেফতারিকে 'আইওয়াশ' বলছেন সুকান্ত
  3. গ্রেফতার শিবু হাজরা, সন্দেশখালিকাণ্ডে গণধর্ষণ-খুনের চেষ্টার ধারা যুক্ত হতেই তৎপর পুলিশ

ক্ষোভ সামাল দিতে সন্দেশখাালিতে তিন মন্ত্রী

সন্দেশখালি, 18 ফেব্রুয়ারি: সন্দেশখালির ক্ষোভে প্রলেপ দিতে আসরে রাজ‍্যের তিন মন্ত্রী। আগামী 3 মার্চ সন্দেশখালিতে জনসভা করার আগে এলাকার সার্বিক পরিস্থিতি বুঝে নিতে রবিবার উত্তর 24 পরগনার ন‍্যাজাটে গিয়ে সেখানকার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করলেন তিন মন্ত্রী সুজিত বোস, পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদা। সন্দেশখালির ঘটনার নেপথ্যে বিজেপি-সিপিএমের চক্রান্ত দেখছেন সেচমন্ত্রী পার্থ। পাশাপাশি এতদিন শিবু হাজরা সন্দেশখালিতে যে দায়িত্ব পালন করতেন এখন থেকে সেই কাজ করবেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো।

ন‍্যাজাটের সেহেরা অঞ্চলে ওই প্রস্তুতি সভায় হাজির ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি হাজি নুরুল ইসলাম-সহ আরও কয়েকজন তৃণমূল নেতৃত্ব। বৈঠক থেকে বেশ কয়েকজন গ্রামবাসীর হাতে জমির লিজ সংক্রান্ত বকেয়া টাকা তুলে দেন শাসকদলের নেতারা।

প্রসঙ্গত, শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে জোর করে জমি দখল এবং জমির লিজ সংক্রান্ত টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে পথে নেমে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন বঞ্চিত গ্রামবাসীরা। অভিযোগ, গরিব মানুষের বকেয়া, লক্ষ লক্ষ টাকা নিজেদের পকেটে পুড়ে ফুলে ফেঁপে উঠেছেন শাহজাহানের এই দুই শাগরেদ। সেই অভিযোগ খতিয়ে দেখে উত্তমকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । তবে শিবু হাজরার বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় । সন্দেশখালি কাণ্ডে আপাতত দু'জনেই গ্রেফতার হয়ে পুলিশের হেফাজতে রয়েছেন।

রবিবার বিকেলের বৈঠক থেকে ঠিক হয়েছে সন্দেশখালি 2 নম্বর ব্লকের তৃণমূলের সংগঠনের দায়িত্ব আপাতত সামলাবেন বিধায়ক সুকুমার মাহাতো। এই পদেই এতদিন ছিলেন শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরা। তাহলে কি তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হল? তার স্পষ্ট কোনও উত্তর মেলেনি তৃণমূল নেতৃত্বের তরফ থেকে।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "তৃণমূলের কেউ অপরাধ করলে তাঁর শাস্তি হবেই। এ নিয়ে দল একমত। কিন্তু, সন্দেশখালিতে যা তুলে ধরা হচ্ছে তার অনেকটাই বাড়িয়ে বলা। সংবাদমাধ্যমের একাংশই ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে।" এর পিছনে বিজেপি-সিপিএমের চক্রান্ত রয়েছে বলে মনেও করেন সেচমন্ত্রী।

কিন্তু মানুষজন তো এখনও আতঙ্কিত? ভয়ে অনেকেই তটস্থ হয়ে রয়েছে? সেই প্রশিনের উত্তরে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "কোথায় গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন! দিব্যি সংবাদমাধ্যমের সাথে কথা বলছেন। গ্রামবাসীরা যদি আতঙ্কিত হন, সেটা কাটানোর দায়িত্ব আমাদের।" দল কেন এখনও পর্যন্ত শিবুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করল না কেন? এই প্রশ্নের জবাবে মন্ত্রী পার্থ বলেন, "তদন্ত চলছে। যথা সময়ে পদক্ষেপ করা হবে।"

আরও পড়ুন:

  1. 'ইডি-বিজেপি সন্দেশখালিতে আগুন লাগাচ্ছে', কেষ্টগড়ে বললেন মমতা
  2. বিজেপির জাতীয় অধিবেশনে নিশানায় সন্দেশখালি, শিবু হাজরার গ্রেফতারিকে 'আইওয়াশ' বলছেন সুকান্ত
  3. গ্রেফতার শিবু হাজরা, সন্দেশখালিকাণ্ডে গণধর্ষণ-খুনের চেষ্টার ধারা যুক্ত হতেই তৎপর পুলিশ
Last Updated : Feb 19, 2024, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.