ETV Bharat / state

স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল 3 যুবক, দুটি পৃথক ঘটনায় চাঞ্চল্য হুগলিতে - Drowned In Ganga River - DROWNED IN GANGA RIVER

Drowned and Went Missing: দুটি পৃথক দুর্ঘটনার শিকার 3 যুবক ৷ হুগলিতে উত্তরপাড়া ও মগরা এলাকায় গঙ্গায় স্নান করতে তলিয়ে গেলেন তিনজন ৷ স্পিডবোট নিয়ে চলছে উদ্ধারকাজ ৷

drowning
স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল 3 যুবক ৷ --প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 6:02 PM IST

Updated : Apr 24, 2024, 6:22 PM IST

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল 3 যুবক

উত্তরপাড়া/মগরা, 24 এপ্রিল: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন যুবক ৷ এর মধ্যে একটা ঘটনা উত্তরপাড়ার ও একটি মগরার ৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । উত্তরপাড়ায় নিখোঁজ দুই যুবকের নাম অভিমন্যু শর্মা (25) ও সুমন শেখর (29) ৷ মগরায় তলিয়ে যাওয়া যুবক হল দেবোত্তম সাহা (22) ৷ উত্তরপাড়া ও মগরা থানার পুলিশ তিন যুবকের পরিবারে খবর পাঠিয়েছে । কীভাবে তাঁরা তলিয়ে গেল তা খতিয়ে দেখা যাচ্ছে । মগরায় বিপর্যয় মোকাবিলা দলকে উদ্ধার কাজের জন্য লাগানো হয়েছে । স্পিডবোট নিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।

প্রথম ঘটনাটি ঘটেছে, উত্তরপাড়া কলেজ ঘাটে ৷ সেখানে স্নান করতে নেমেছিল চার যুবক । অভিমন্যু শর্মা, সুমন শেখর, সুরজিৎ সিং ও অরবিন্দ কুমার । জানা গিয়েছে, প্রত্যেকেই ভিনরাজ্যের বাসিন্দা । উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, হরিয়ানা ও দিল্লিতে বাড়ি তাঁদের । এরা সকলেই বেসরকারি টেলিকম সংস্থার ব্রডব্যান্ড সার্ভিসে কাজ করতে এ রাজ্যে এসেছিলেন । দুপুর 1টা নাগাদ গঙ্গার ঘাটে স্নান করতে এসেছিলেন স্থানীয় বাসিন্দা বিঞ্জু সাউ ৷ তাঁর কথায়,"জোয়ার চলছিল সেই সময় । চার যুবক স্নান করতে নামে । একজনকে তলিয়ে যেতে দেখে বাকি তিন বন্ধু তাঁকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে । এতে চারজনই তলিয়ে যেতে থাকে । স্থানীয় মানুষজন দু'জনকে উদ্ধার করলেও অভিমুন্যু শর্মা আর সুমন শেখর তলিয়ে যায় । খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ এসে উদ্ধার হওয়া দু'জনকে চিকিৎসার জন্য উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় ।"

অন্যদিকে, ত্রিবেণী রাজা ঘাটে তিন বন্ধু মিলে স্নান করতে নামে এবং সেখানে এদের একজন তলিয়ে যায় । তলিয়ে যাওয়া যুবকের নাম দেবোত্তম সাহা (22) । দক্ষিণ 24 পরগনার সোনারপুরে বাড়ি হলেও পড়াশোনার জন্য মগরার জয়পুরে মাসির বাড়িতে থাকতেন তিনি । মগরার বাঘহাটি কলেজের প্রাক্তন ছাত্র তিনি । খবর পেয়ে বাঁশবেড়িয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পায়েল বন্দ্যোপাধ্যায় ঘাটে আসেন । পুলিশকে খবর দেন ।

খবর পেয়ে গঙ্গার ঘাটে আসেন দেবোত্তমের এক বন্ধু অনির্বাণ ৷ তিনি বলেন, "সাইকেলে করে ঘুরত দেবোত্তম । আজ টোটো করে তিনজনে ঘাটে আসে । ছবি তুলছিল । তারপর গঙ্গায় নামে । তখন ভাটা ছিল । কিছুটা দূরে গিয়ে একটা গর্তে পড়ে যায় আর উঠতে পারেনি ।"

আরও পড়ুন :

  1. নদীর গ্রাসে আস্ত ইতিহাস ! ধ্বংসের পথে ডায়মন্ড হারবারের ঐতিহাসিক কেল্লা
  2. ভাঙনের জেরে ক্রমশ কমছে দূরত্ব, কপিলমুনি আশ্রমের দিকে এগিয়ে আসছে সাগর!
  3. উদ্বোধনের আগেই ভেঙে পড়ল বেইলি ব্রিজ, তিস্তায় তলিয়ে গেলেন শ্রমিক

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল 3 যুবক

উত্তরপাড়া/মগরা, 24 এপ্রিল: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন যুবক ৷ এর মধ্যে একটা ঘটনা উত্তরপাড়ার ও একটি মগরার ৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । উত্তরপাড়ায় নিখোঁজ দুই যুবকের নাম অভিমন্যু শর্মা (25) ও সুমন শেখর (29) ৷ মগরায় তলিয়ে যাওয়া যুবক হল দেবোত্তম সাহা (22) ৷ উত্তরপাড়া ও মগরা থানার পুলিশ তিন যুবকের পরিবারে খবর পাঠিয়েছে । কীভাবে তাঁরা তলিয়ে গেল তা খতিয়ে দেখা যাচ্ছে । মগরায় বিপর্যয় মোকাবিলা দলকে উদ্ধার কাজের জন্য লাগানো হয়েছে । স্পিডবোট নিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।

প্রথম ঘটনাটি ঘটেছে, উত্তরপাড়া কলেজ ঘাটে ৷ সেখানে স্নান করতে নেমেছিল চার যুবক । অভিমন্যু শর্মা, সুমন শেখর, সুরজিৎ সিং ও অরবিন্দ কুমার । জানা গিয়েছে, প্রত্যেকেই ভিনরাজ্যের বাসিন্দা । উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, হরিয়ানা ও দিল্লিতে বাড়ি তাঁদের । এরা সকলেই বেসরকারি টেলিকম সংস্থার ব্রডব্যান্ড সার্ভিসে কাজ করতে এ রাজ্যে এসেছিলেন । দুপুর 1টা নাগাদ গঙ্গার ঘাটে স্নান করতে এসেছিলেন স্থানীয় বাসিন্দা বিঞ্জু সাউ ৷ তাঁর কথায়,"জোয়ার চলছিল সেই সময় । চার যুবক স্নান করতে নামে । একজনকে তলিয়ে যেতে দেখে বাকি তিন বন্ধু তাঁকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে । এতে চারজনই তলিয়ে যেতে থাকে । স্থানীয় মানুষজন দু'জনকে উদ্ধার করলেও অভিমুন্যু শর্মা আর সুমন শেখর তলিয়ে যায় । খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ এসে উদ্ধার হওয়া দু'জনকে চিকিৎসার জন্য উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় ।"

অন্যদিকে, ত্রিবেণী রাজা ঘাটে তিন বন্ধু মিলে স্নান করতে নামে এবং সেখানে এদের একজন তলিয়ে যায় । তলিয়ে যাওয়া যুবকের নাম দেবোত্তম সাহা (22) । দক্ষিণ 24 পরগনার সোনারপুরে বাড়ি হলেও পড়াশোনার জন্য মগরার জয়পুরে মাসির বাড়িতে থাকতেন তিনি । মগরার বাঘহাটি কলেজের প্রাক্তন ছাত্র তিনি । খবর পেয়ে বাঁশবেড়িয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পায়েল বন্দ্যোপাধ্যায় ঘাটে আসেন । পুলিশকে খবর দেন ।

খবর পেয়ে গঙ্গার ঘাটে আসেন দেবোত্তমের এক বন্ধু অনির্বাণ ৷ তিনি বলেন, "সাইকেলে করে ঘুরত দেবোত্তম । আজ টোটো করে তিনজনে ঘাটে আসে । ছবি তুলছিল । তারপর গঙ্গায় নামে । তখন ভাটা ছিল । কিছুটা দূরে গিয়ে একটা গর্তে পড়ে যায় আর উঠতে পারেনি ।"

আরও পড়ুন :

  1. নদীর গ্রাসে আস্ত ইতিহাস ! ধ্বংসের পথে ডায়মন্ড হারবারের ঐতিহাসিক কেল্লা
  2. ভাঙনের জেরে ক্রমশ কমছে দূরত্ব, কপিলমুনি আশ্রমের দিকে এগিয়ে আসছে সাগর!
  3. উদ্বোধনের আগেই ভেঙে পড়ল বেইলি ব্রিজ, তিস্তায় তলিয়ে গেলেন শ্রমিক
Last Updated : Apr 24, 2024, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.