ETV Bharat / state

পুজোর আগে পাণ্ডুয়ায় জাল নোট চক্রের হদিশ, গ্রেফতার তিন - Fake Currency - FAKE CURRENCY

Three Arrested with Fake Currency: পুজোর মুখে পুলিশের জালে জাল নোট কারবারী ৷ পাণ্ডুয়া থেকে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ ৷

Three Arrested with Fake Currency
জাল নোট চক্রের হদিশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 5:46 PM IST

বৈঁচিগ্রাম, 2 অক্টোবর: জাল নোট নিয়ে কেনাকাটা করতে গিয়ে গ্রেফতার তিন যুবক । ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া বৈঁচিগ্রাম চৌবেড়া বাজারে । পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কয়েকজন যুবক গত কয়েকদিন ধরেই 50 টাকার নোট নিয়ে জিনিসপত্র কিনছিল ।

মঙ্গলবার চৌবেড়া বাজারে খুচরো কিছু জিনিস কিনতে গেলে সন্দেহ হয় দোকানদারদের । 50 টাকার নোট ভালো করে দেখতে গেলে জাল মনে হয় । খবর দেওয়া হয় পাণ্ডুয়া থানায় । পুলিশ ঘটনাস্থল থেকে তিন যুবককে গ্রেফতার করে । ধৃতরা হল শেখ নাজিমুদ্দিন, শেখ রোহন ও শেখ আরমান ।প্রত্যেকেরই বাড়ি পাণ্ডুয়ার বোসপাড়া এলাকায় । 19 থেকে 24 বছর বয়সি ৷ তাদের কাছ থেকে 15টি 50 টাকার নোট উদ্ধার হয়েছে ।

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন, ধৃতদের জেরা করে এই জাল টাকার সোর্স জানার চেষ্টা করা হবে ।সাধারণত বড় অঙ্কের নোট জাল করে জালিয়াতরা। কিন্তু এক্ষেত্রে 50 টাকার নোট জাল হয়েছে । পুলিশের সন্দেহ, ছোট নোট যেহেতু মানুষ খুব একটা খতিয়ে দেখে না, সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে অভিযুক্তরা । ধৃতরা সকলেই দিন মজুর । তারা এই নোট কোথা থেকে পেল, কীভাবে এই নোট তাদের কাছে এল বা তাদের সঙ্গে আরও কেউ আছে কি না, সমস্ত খতিয়ে দেখা হবে ।

স্থানীয় সেখ রাকিব নামে এক সবজি বিক্রেতাকে দশ-কুড়ি টাকার জিনিস কিনে পঞ্চাশ টাকা দিচ্ছিল ধৃতরা । তিনি বলেন, ‘‘আমি প্রথমে বুঝতে পারিনি । সকলে বলছিল । আমি পরে আলোর তলায় রেখে দেখি 50 টাকার নকল নোট । পুলিশ তাদের ধরে নিয়ে গিয়েছে ।’’

আরও পড়ুন:

বৈঁচিগ্রাম, 2 অক্টোবর: জাল নোট নিয়ে কেনাকাটা করতে গিয়ে গ্রেফতার তিন যুবক । ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া বৈঁচিগ্রাম চৌবেড়া বাজারে । পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কয়েকজন যুবক গত কয়েকদিন ধরেই 50 টাকার নোট নিয়ে জিনিসপত্র কিনছিল ।

মঙ্গলবার চৌবেড়া বাজারে খুচরো কিছু জিনিস কিনতে গেলে সন্দেহ হয় দোকানদারদের । 50 টাকার নোট ভালো করে দেখতে গেলে জাল মনে হয় । খবর দেওয়া হয় পাণ্ডুয়া থানায় । পুলিশ ঘটনাস্থল থেকে তিন যুবককে গ্রেফতার করে । ধৃতরা হল শেখ নাজিমুদ্দিন, শেখ রোহন ও শেখ আরমান ।প্রত্যেকেরই বাড়ি পাণ্ডুয়ার বোসপাড়া এলাকায় । 19 থেকে 24 বছর বয়সি ৷ তাদের কাছ থেকে 15টি 50 টাকার নোট উদ্ধার হয়েছে ।

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন, ধৃতদের জেরা করে এই জাল টাকার সোর্স জানার চেষ্টা করা হবে ।সাধারণত বড় অঙ্কের নোট জাল করে জালিয়াতরা। কিন্তু এক্ষেত্রে 50 টাকার নোট জাল হয়েছে । পুলিশের সন্দেহ, ছোট নোট যেহেতু মানুষ খুব একটা খতিয়ে দেখে না, সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে অভিযুক্তরা । ধৃতরা সকলেই দিন মজুর । তারা এই নোট কোথা থেকে পেল, কীভাবে এই নোট তাদের কাছে এল বা তাদের সঙ্গে আরও কেউ আছে কি না, সমস্ত খতিয়ে দেখা হবে ।

স্থানীয় সেখ রাকিব নামে এক সবজি বিক্রেতাকে দশ-কুড়ি টাকার জিনিস কিনে পঞ্চাশ টাকা দিচ্ছিল ধৃতরা । তিনি বলেন, ‘‘আমি প্রথমে বুঝতে পারিনি । সকলে বলছিল । আমি পরে আলোর তলায় রেখে দেখি 50 টাকার নকল নোট । পুলিশ তাদের ধরে নিয়ে গিয়েছে ।’’

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.