শিলিগুড়ি, 20 জুলাই: নেপাল থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ৷ ঘটনায় পাকিস্তানের এক ও নেপালের দুই নাগরিককে হাতেনাতে পাকড়াও এসএসবি'র । শুক্রবার বিকেলে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে নাকা তল্লাশির সময় ওই তিনজনকে আটক করা হয়েছে ৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ তাদের গ্রেফতার করে দার্জিলিং জেলা পুলিশ ৷ ধৃত পাকিস্তানের নাগরিক খাইবার পাখতুনখোয়া জেলার বাসিন্দা সইফুল্লা মহম্মদ ইকবাল ৷ ধৃত নেপালের দুই বাসিন্দা ভোজপুর কাশির বাসিন্দা মন বাহাদুর থাপা ও নেপালের উদয়পুরের বাসিন্দা মেঘ বাহাদুর মঙ্গর ।
পুলিশ সুপার প্রবীন প্রকাশ বলেন, "তিনজনকে গ্রেফতার করা হয়েছে । তাদের আদালতে তুলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওইদিন একটি চারচাকা গাড়িতে ওই তিন অভিযুক্ত সীমান্তে পৌঁছয় । সেই সময় তাদের গাড়ি সমেত আটক করে এসএসবি'র 41 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । তাদের নথি দেখতে চাওয়া হয় ৷ সেসময় তাদের মধ্যে দু'জন নেপালের নথি দেখায় এবং অন্যজন পাকিস্তানের পাসপোর্ট দেখায় জওয়ানদের । এরপর সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করেন এসএসবি আধিকারিকরা। তাঁরা ওই তিনজনকে আটক করে পানিট্যাঙ্কি চেকপোস্টে নিয়ে আসেন । সেখানে এসে ফের একদফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাদের ৷ তখন তিনজনের বক্তব্যে অসঙ্গতি মেলায় তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷
ধৃতদের প্রাথমিক জেরায় পুলিশ ও এসএসবি জানতে পেরেছে যে, পাকিস্তানের নাগরিক দুবাইয়ে নিরাপত্তারক্ষীর এজেন্সিতে কাজ করে । মেঘ বাহাদুর থাপা ওই সংস্থায় নেপালের নাগরিকদের কাজের জন্য পাঠায় । তাদের চারচাকা গাড়ির টায়ার পাংচার হয়ে গেলে মেরামতির দোকান খুঁজতে খুঁজতে তারা ভারতে ঢুকে পরে । তবে ভারতে প্রবেশের তাদের কাছে কোন বৈধ নথি না-থাকায় তাদের আটক করে পরে গ্রেফতার করা হয় । আদৌ তারা কী উদ্দেশে ভারতে প্রবেশের চেষ্টা করছিল, তা জানার জন্য ঘটনার তদন্তে নেমেছে মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগও । পাশাপাশি তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ ।