খড়গপুর, 24 মার্চ: আইআইটি খড়গপুরে শুরু হল এআই-এর নতুন কোর্স। আইআইটির দ্বারা প্রতিষ্ঠিত ন্যাশনাল মিশন অন ইন্টারডিসিপ্লিনারি সাইবার-ফিজিক্যাল সিস্টেমস এই নতুন কোর্স চালু করল। বিশেষজ্ঞরা বলেন, স্বাস্থ্য থেকে শুরু করে আইনি এবং অটোমোবাইল ক্ষেত্র-সহ বিভিন্ন ক্ষেত্রে এআই-এর ব্যবহার সবচেয়ে ভালো ফল দেবে। আর ঠিক সেদিক থেকেই এগিয়ে থাকবেন আইআইটি-র পড়ুয়ারা। অত্যাধুনিক গবেষণা থেকে শুরু করে চাকরির চমৎকার সুযোগ তাঁরা পাবেন। সঙ্গে সরাসরি কাজে যোগ দেওয়ার সুযোগ থাকবে। পিএইচডিও করতে পারবেন চাইলে।
এই এআই-এর কোর্সের পাঠ্যক্রম মূলত চারটি সেমেস্টারে বিভক্ত। প্রথম দু'টি সেমেস্টার দশটি তাত্ত্বিক কোর্সের মাধ্যমে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার জন্য থাকবে। তার মধ্যে চারটি বাধ্যতামূলক। সেন্টার অফ এক্সিলেন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আইআইটি খড়গপুরের কিছু অন্য বিভাগ দ্বারা প্রদত্ত উপলব্ধ কোর্সের তালিকা থেকে শিক্ষার্থীরা ছয়টি বিকল্প বেছে নিতে পারে। যদিও শেষ দু'টি সেমেস্টার প্রকল্পের কাজ এবং ইন্টার্নশিপের জন্য নিবেদিত।
এটি মূলত থিয়োরি কোর্স । বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদমি এবং গাণিতিক ভিত্তি, গভীর শিক্ষার ভিত্তি এবং অ্যাপ্লিকেশন, মেশিন লার্নিং ল্যাবরেটরিতে ল্যাব কোর্সের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফাউন্ডেশন এবং অ্যাপ্লিকেশন-সহ ডেটা ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি এবং ডিপ লার্নিং-এর মতে বিষয় এখানে পড়ানো হবে। ইলেকটিভ কোর্সে এআই/এমএল-এর জন্য লিনিয়ার অ্যালজেবরা রয়েছে। এআই/এমএল-এর পরিসংখ্যানগত ভিত্তি শেখার জন্য রয়েছে মেশিন লার্নিং ভিত্তিক অ্যাপ্লিকেশন। এআই/এমএল-সহ ভিজ্যুয়াল কম্পিউটিং; ব্যাখ্যাযোগ্য মেশিন লার্নিং যা রোবট স্বায়ত্তশাসনের জন্য থাকছে আলাদা কোর্স। শুরু থেকে এ পর্যন্ত নিজের মেধার জন্য গোটা পৃথিবীতেই বিশেষ জায়গা করে নিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। এবার আবারও নতুন উচ্চতায় উঠতে চলেছে আইআইটি।
আরও পড়ুন: