ETV Bharat / state

নেই জল-খাবার, শিয়ালদা স্টেশনে ভাঙচুর চালাল ক্ষুব্ধ যাত্রীরা - Sealdah Station Train Problem - SEALDAH STATION TRAIN PROBLEM

Sealdah Station Train Problem: শুক্রবার থেকেই বন্ধ রয়েছে শিয়ালদার প্রথম পাঁচটি প্ল্যাটফর্ম ৷ এরই মধ্যে রবিবার সকালে যাত্রী বিক্ষোভে অশান্ত হয়ে উঠল শিয়ালদা স্টেশন চত্ত্বর।

Sealdah Station
কাজ চলছে শিয়ালদা স্টেশনে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 2:33 PM IST

Updated : Jun 9, 2024, 3:08 PM IST

কলকাতা, 9 জুন: পূর্ব ঘোষণা মত আজ রবিবার দুপুর দুটো নাগাদ শিয়ালদা স্টেশনে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু 400 জন শ্রমিকের দিনরাত এক করেও সেই কাজ শেষ হওয়া নির্ধারিত সময়ে হওয়া নিয়ে সংশয় রয়েছে। এরই মধ্যে রবিবার সকালে যাত্রী বিক্ষোভে অশান্ত হয়ে উঠল শিয়ালদা স্টেশন চত্ত্বর। শুক্রবার থেকে পরিষেবা বিপর্যস্ত হলেও বিকল্প ব্যবস্থা না মেলায় যাত্রীদের নাকাল হতে হয়। আর তাতেই এদিন ক্ষিপ্ত জনতা রীতিমতো ভাঙচুর চালায় একাধিক টিকিট কাউন্টার ৷

শিয়ালদা স্টেশনে ভাঙচুর চালাল ক্ষুব্ধ যাত্রীরা (ইটিভি ভারত)

শুক্রবার থেকেই বন্ধ রয়েছে শিয়ালদার প্রথম পাঁচটি প্ল্যাটফর্ম ৷ 12 বগির লোকাল ট্রেন চালানোর জন্য এই সিদ্ধান্ত। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। এতদিন বিষয়টি টিনের শেডে ঢেকে লাইনের কাজ করা হলেও এখন তা শেষ পর্যায়ের কাজ চলছে বলে খবর। তার জেরে ট্রেন পরিষেবার সূচির আমূল বদল। ফলে ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। শুক্রবার থেকে সময় যত এগিয়েছে ততই বেড়েছে দুর্ভোগ। পরিস্থিতি এমন জায়গায় যে স্টেশনেই রাত কাটাতে হয়েছে অনেককে। বনগাঁ, কৃষ্ণনগর, রানাঘাট, থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনের যাত্রীরাও পড়েছেন। এমনকী রাজধানীর মত ট্রেনও দুঘণ্টা দেরীতে ছেড়েছে। শনিবার পর্যন্ত যা ছিল নিতান্ত অভিযোগ তা ক্রমেই ক্ষোভে পরিনত হয়ে ওঠে। রবিবার সেই ক্ষোভ গণ্ডগোলের আকার নেয়। যার জেরে ভাংচুর চালান ক্ষুব্ধ যাত্রীরা। ভেঙে যায় অনুসন্ধান অফিসের কাঁচ। পরে ঘটনাস্থালে আসে বিরাট পুলিশ বাহিনী। এরপরেই শান্ত হয় পরিস্থিতি।

শনিবার রাতে অনেকেই থেকে গিয়েছেন শিয়ালদায়। অনেককেই ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল করতে হয়েছে স্টেশনে এসে। আর নিত্যযাত্রীদের অনেককেই দেখা গিয়েছে লাইন ধরে হেঁটে গন্তব্য স্টেশনে পৌঁছানোর চেষ্টা করতে। এমনকী বিধাননগর স্টেশন বা কাঁকুড়গাছি পয়েন্ট থেকে রেল লাইন ধরে হেঁটে অনেকে শিয়াদহ পৌঁছেছেন। গত তিনদিন ধরে এটাই শিয়ালদা মেইন ও বনগাঁ শাখার ছবি। তার মধ্যে এই ভোগান্তি। এর মধ্যেই শুক্রবার প্রবল ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে প্রান হারিয়েছেন মহম্মদ আলি হাসান আনসারি নামে 22 বছরের এক যুবক। টিটাগড়ে ঘটা এই ঘটনা যেন সমস্ত ক্ষোভের ছবিতে বাড়তি হাওয়া দিয়েছে। পরিস্থিতি দূর্বিসহ সত্ত্বেও রেলের পক্ষ থেকে কোনও ঘোষণা নেই। মিলছে না কোনও খবর। কিছুই সঠিক ভাবে জানানো হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। সেই ক্ষোভ রবিবার সকাল থেকে ধীরে ধীরে বাড়তে থাকে। সারা রাত ধরে স্টেশনে বসে থাকা যাত্রীদের একাংশ বলছেন, শনিবার স্টেশনে খাবারের দোকানেও খাবার পাওয়া যাচ্ছিল না। জল নিয়েও ছিল সমস্যা। এমনকী স্টেশনের পাবলিক ওয়াটার সিস্টেমেও জল ছিল না।

এই অবস্থায় হঠাৎ যদি ট্রেনের ঘোষণা হলে ট্রেন ধরতে না পারার শঙ্কাও রয়েছে। সেই কারনে স্টেশন ছেড়ে বেরোতেও পারছিলেন না যাত্রীরা। সব মিলিয়ে খুব খারাপ পরিস্থিতির মধ্যে সকলেই। এদের অনেকেই রাত কাটিয়েছেন প্ল্যাটফর্মে। সকালেও ট্রেন চলা নিয়ে রেলের কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি। ট্রেন বন্ধ থাকায় বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে বাসেও ভিড় বাড়ছে মারাত্মকভাবে। এই দুর্ভোগের মাঝে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্য চালানো হচ্ছে অতিরিক্ত মেট্রো। চলছে অতিরিক্ত সরকারি বাসও। রবিবার দুপুর দুটোর মধ্যে শেষ হয়ে যাবে সংস্কারের কাজ। আর তারপরই ধীরে-ধীরে স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি। কিন্তু ঘোষনা এবং বাস্তবের মধ্যে যে ফাঁক অনেক। ফলে উত্তপ্ত শিয়ালদহ।

কলকাতা, 9 জুন: পূর্ব ঘোষণা মত আজ রবিবার দুপুর দুটো নাগাদ শিয়ালদা স্টেশনে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু 400 জন শ্রমিকের দিনরাত এক করেও সেই কাজ শেষ হওয়া নির্ধারিত সময়ে হওয়া নিয়ে সংশয় রয়েছে। এরই মধ্যে রবিবার সকালে যাত্রী বিক্ষোভে অশান্ত হয়ে উঠল শিয়ালদা স্টেশন চত্ত্বর। শুক্রবার থেকে পরিষেবা বিপর্যস্ত হলেও বিকল্প ব্যবস্থা না মেলায় যাত্রীদের নাকাল হতে হয়। আর তাতেই এদিন ক্ষিপ্ত জনতা রীতিমতো ভাঙচুর চালায় একাধিক টিকিট কাউন্টার ৷

শিয়ালদা স্টেশনে ভাঙচুর চালাল ক্ষুব্ধ যাত্রীরা (ইটিভি ভারত)

শুক্রবার থেকেই বন্ধ রয়েছে শিয়ালদার প্রথম পাঁচটি প্ল্যাটফর্ম ৷ 12 বগির লোকাল ট্রেন চালানোর জন্য এই সিদ্ধান্ত। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। এতদিন বিষয়টি টিনের শেডে ঢেকে লাইনের কাজ করা হলেও এখন তা শেষ পর্যায়ের কাজ চলছে বলে খবর। তার জেরে ট্রেন পরিষেবার সূচির আমূল বদল। ফলে ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। শুক্রবার থেকে সময় যত এগিয়েছে ততই বেড়েছে দুর্ভোগ। পরিস্থিতি এমন জায়গায় যে স্টেশনেই রাত কাটাতে হয়েছে অনেককে। বনগাঁ, কৃষ্ণনগর, রানাঘাট, থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনের যাত্রীরাও পড়েছেন। এমনকী রাজধানীর মত ট্রেনও দুঘণ্টা দেরীতে ছেড়েছে। শনিবার পর্যন্ত যা ছিল নিতান্ত অভিযোগ তা ক্রমেই ক্ষোভে পরিনত হয়ে ওঠে। রবিবার সেই ক্ষোভ গণ্ডগোলের আকার নেয়। যার জেরে ভাংচুর চালান ক্ষুব্ধ যাত্রীরা। ভেঙে যায় অনুসন্ধান অফিসের কাঁচ। পরে ঘটনাস্থালে আসে বিরাট পুলিশ বাহিনী। এরপরেই শান্ত হয় পরিস্থিতি।

শনিবার রাতে অনেকেই থেকে গিয়েছেন শিয়ালদায়। অনেককেই ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল করতে হয়েছে স্টেশনে এসে। আর নিত্যযাত্রীদের অনেককেই দেখা গিয়েছে লাইন ধরে হেঁটে গন্তব্য স্টেশনে পৌঁছানোর চেষ্টা করতে। এমনকী বিধাননগর স্টেশন বা কাঁকুড়গাছি পয়েন্ট থেকে রেল লাইন ধরে হেঁটে অনেকে শিয়াদহ পৌঁছেছেন। গত তিনদিন ধরে এটাই শিয়ালদা মেইন ও বনগাঁ শাখার ছবি। তার মধ্যে এই ভোগান্তি। এর মধ্যেই শুক্রবার প্রবল ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে প্রান হারিয়েছেন মহম্মদ আলি হাসান আনসারি নামে 22 বছরের এক যুবক। টিটাগড়ে ঘটা এই ঘটনা যেন সমস্ত ক্ষোভের ছবিতে বাড়তি হাওয়া দিয়েছে। পরিস্থিতি দূর্বিসহ সত্ত্বেও রেলের পক্ষ থেকে কোনও ঘোষণা নেই। মিলছে না কোনও খবর। কিছুই সঠিক ভাবে জানানো হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। সেই ক্ষোভ রবিবার সকাল থেকে ধীরে ধীরে বাড়তে থাকে। সারা রাত ধরে স্টেশনে বসে থাকা যাত্রীদের একাংশ বলছেন, শনিবার স্টেশনে খাবারের দোকানেও খাবার পাওয়া যাচ্ছিল না। জল নিয়েও ছিল সমস্যা। এমনকী স্টেশনের পাবলিক ওয়াটার সিস্টেমেও জল ছিল না।

এই অবস্থায় হঠাৎ যদি ট্রেনের ঘোষণা হলে ট্রেন ধরতে না পারার শঙ্কাও রয়েছে। সেই কারনে স্টেশন ছেড়ে বেরোতেও পারছিলেন না যাত্রীরা। সব মিলিয়ে খুব খারাপ পরিস্থিতির মধ্যে সকলেই। এদের অনেকেই রাত কাটিয়েছেন প্ল্যাটফর্মে। সকালেও ট্রেন চলা নিয়ে রেলের কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি। ট্রেন বন্ধ থাকায় বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে বাসেও ভিড় বাড়ছে মারাত্মকভাবে। এই দুর্ভোগের মাঝে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্য চালানো হচ্ছে অতিরিক্ত মেট্রো। চলছে অতিরিক্ত সরকারি বাসও। রবিবার দুপুর দুটোর মধ্যে শেষ হয়ে যাবে সংস্কারের কাজ। আর তারপরই ধীরে-ধীরে স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি। কিন্তু ঘোষনা এবং বাস্তবের মধ্যে যে ফাঁক অনেক। ফলে উত্তপ্ত শিয়ালদহ।

Last Updated : Jun 9, 2024, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.