ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে সরকারের ভূমিকার প্রতিবাদে সরকারি অনুদান ফিরিয়ে দিল মালদার নাট্য সংস্থা - RG Kar Doctor Rape and Murder

RG Kar Doctor Rape and Murder: আরজি করের ঘটনায় প্রতিবাদে রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদা সমবেত প্রয়াস ৷ নাটক যেহেতু সমাজ চেতনার কথা বলে, তাই সমাজকে কোনও বার্তা দেওয়ার প্ল্যাটফর্ম হল মঞ্চ ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংস্থার অন্যতম সদস্য শরদিন্দু চক্রবর্তী ৷

RG Kar Doctor Rape and Murder
মালদা সমবেত প্রয়াসের সদস্যরা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 6:44 PM IST

মালদা, 28 অগস্ট: আরজি করের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সাংস্কৃতিক মহলে ৷ ইতিমধ্যে কলকাতায় পথে নেমে বিচারের দাবিতে সরব হয়েছেন সাংস্কৃতিক জগতের মানুষজন ৷ এবার সেই ঝড় আছড়ে পড়েছে মালদার মতো মফফ্‌সল শহরেও ৷ অভয়ার মৃত্যুর প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া অনুদান ফিরিয়ে দিল জেলার অন্যতম নামি নাট্যদল, মালদা সমবেত প্রয়াস ৷

নাটক সমাজ চেতনার কথা বলে ৷ এ হল সমাজকে কোনও বার্তা দেওয়ার প্ল্যাটফর্ম ৷ সেই জায়গা থেকেই রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদা সমবেত প্রয়াস ৷ বলছিলেন সংস্থার অন্যতম সদস্য শরদিন্দু চক্রবর্তী ৷ তাঁর কথায়, “আমরা দীর্ঘ 28 বছর ধরে মালদায় নাটক নিয়ে কাজ করছি ৷ মানুষের কথা বলি ৷ আরজি করে যে ঘটনা ঘটেছে, তার পিছনে সরকার ও প্রশাসনের চরম ব্যর্থতা আর অপদার্থতাই উঠে এসেছে ৷ এর প্রতিবাদে ও এই ঘটনায় মানুষ যেভাবে পথে নেমে সোচ্চার হয়েছে, তাকে সমর্থন জানাতে আগামী 31 অগস্ট এবং 1 সেপ্টেম্বর আমরা আমাদের নাট্যমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি ৷ আমাদের মনে হয়েছে, এখন রাস্তায় নেমে কথা বলার পালা ৷”

RG Kar Doctor Rape and Murder
মালদা সমবেত প্রয়াসের বিবৃতি (নিজস্ব চিত্র)

শরদিন্দু আরও বলেন, “আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে, তা কোনও বিচ্ছিন্ন ছবি নয় ৷ নারীদের প্রতি অসম্মান, নির্যাতন, ধর্ষণ দীর্ঘ সময় ধরে হয়ে আসছে ৷ বাংলার বাইরেও আমরা উন্নাও, হাথরসের ঘটনা কিংবা আসিফার কথা আমরা জানি ৷ তারই একটা সংযোজন আরজি কর ৷ এই ঘটনায় দোষীদের আড়াল করতে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় ও ধিক্কারযোগ্য৷ আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ৷’’

RG Kar Doctor Rape and Murder
মালদা সমবেত প্রয়াসের বিবৃতি (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘নাট্যমেলা করার জন্য পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির কাছে আমরা নিজেদের 28 বছরের নাট্য আন্দোলনের ইতিহাস তুলে ধরে আবেদন জানিয়েছিলাম ৷ প্রথমবার 50 হাজার টাকা অনুদানও পেয়েছিলাম ৷ কিন্তু আরজি করের ঘটনায় সরকারের অবস্থানকে নিন্দা জানিয়ে আমরা সেই টাকা প্রতিবাদের স্মারক হিসাবে নাট্য আকাদেমিতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি ৷”

RG Kar Doctor Rape and Murder
মালদা সমবেত প্রয়াসের সদস্যরা (নিজস্ব চিত্র)

শরদিন্দুর বক্তব্য, “আমাদের অস্ত্র কলম আর নাটক ৷ সেই অস্ত্র নিয়েই আমরা আগামী 1 সেপ্টেম্বর স্থানীয় এলআইসি মোড়ে নিজেদের প্রতিবাদ জানাব ৷ আরও কয়েকটি নাট্যদল আমাদের সহযোগিতা করবে ৷ এই ঘটনায় পুলিশ যে অবস্থান নিয়েছে, তা রাজ্য সরকারের সিদ্ধান্তেরই প্রতিফলন ৷ একটা বড় চক্র এই ঘটনার পিছনে আছে ৷ তাই সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে ৷ আমরা জানি, এই সিদ্ধান্তের জন্য আমাদের রোষের মুখে পড়তে হতে পারে ৷ কটাক্ষের শিকার হতে পারি ৷ ইতিমধ্যে সেসব শুরু হয়ে গিয়েছে ৷ বুক ঠুকে বলতে পারি, আমরা কোনও সুপারিশের ধার ধারি না ৷ কিন্তু আমরা সত্যের পক্ষ থেকে সরে যাব না ৷”

মালদা, 28 অগস্ট: আরজি করের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সাংস্কৃতিক মহলে ৷ ইতিমধ্যে কলকাতায় পথে নেমে বিচারের দাবিতে সরব হয়েছেন সাংস্কৃতিক জগতের মানুষজন ৷ এবার সেই ঝড় আছড়ে পড়েছে মালদার মতো মফফ্‌সল শহরেও ৷ অভয়ার মৃত্যুর প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া অনুদান ফিরিয়ে দিল জেলার অন্যতম নামি নাট্যদল, মালদা সমবেত প্রয়াস ৷

নাটক সমাজ চেতনার কথা বলে ৷ এ হল সমাজকে কোনও বার্তা দেওয়ার প্ল্যাটফর্ম ৷ সেই জায়গা থেকেই রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদা সমবেত প্রয়াস ৷ বলছিলেন সংস্থার অন্যতম সদস্য শরদিন্দু চক্রবর্তী ৷ তাঁর কথায়, “আমরা দীর্ঘ 28 বছর ধরে মালদায় নাটক নিয়ে কাজ করছি ৷ মানুষের কথা বলি ৷ আরজি করে যে ঘটনা ঘটেছে, তার পিছনে সরকার ও প্রশাসনের চরম ব্যর্থতা আর অপদার্থতাই উঠে এসেছে ৷ এর প্রতিবাদে ও এই ঘটনায় মানুষ যেভাবে পথে নেমে সোচ্চার হয়েছে, তাকে সমর্থন জানাতে আগামী 31 অগস্ট এবং 1 সেপ্টেম্বর আমরা আমাদের নাট্যমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি ৷ আমাদের মনে হয়েছে, এখন রাস্তায় নেমে কথা বলার পালা ৷”

RG Kar Doctor Rape and Murder
মালদা সমবেত প্রয়াসের বিবৃতি (নিজস্ব চিত্র)

শরদিন্দু আরও বলেন, “আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে, তা কোনও বিচ্ছিন্ন ছবি নয় ৷ নারীদের প্রতি অসম্মান, নির্যাতন, ধর্ষণ দীর্ঘ সময় ধরে হয়ে আসছে ৷ বাংলার বাইরেও আমরা উন্নাও, হাথরসের ঘটনা কিংবা আসিফার কথা আমরা জানি ৷ তারই একটা সংযোজন আরজি কর ৷ এই ঘটনায় দোষীদের আড়াল করতে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় ও ধিক্কারযোগ্য৷ আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ৷’’

RG Kar Doctor Rape and Murder
মালদা সমবেত প্রয়াসের বিবৃতি (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘নাট্যমেলা করার জন্য পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির কাছে আমরা নিজেদের 28 বছরের নাট্য আন্দোলনের ইতিহাস তুলে ধরে আবেদন জানিয়েছিলাম ৷ প্রথমবার 50 হাজার টাকা অনুদানও পেয়েছিলাম ৷ কিন্তু আরজি করের ঘটনায় সরকারের অবস্থানকে নিন্দা জানিয়ে আমরা সেই টাকা প্রতিবাদের স্মারক হিসাবে নাট্য আকাদেমিতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি ৷”

RG Kar Doctor Rape and Murder
মালদা সমবেত প্রয়াসের সদস্যরা (নিজস্ব চিত্র)

শরদিন্দুর বক্তব্য, “আমাদের অস্ত্র কলম আর নাটক ৷ সেই অস্ত্র নিয়েই আমরা আগামী 1 সেপ্টেম্বর স্থানীয় এলআইসি মোড়ে নিজেদের প্রতিবাদ জানাব ৷ আরও কয়েকটি নাট্যদল আমাদের সহযোগিতা করবে ৷ এই ঘটনায় পুলিশ যে অবস্থান নিয়েছে, তা রাজ্য সরকারের সিদ্ধান্তেরই প্রতিফলন ৷ একটা বড় চক্র এই ঘটনার পিছনে আছে ৷ তাই সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে ৷ আমরা জানি, এই সিদ্ধান্তের জন্য আমাদের রোষের মুখে পড়তে হতে পারে ৷ কটাক্ষের শিকার হতে পারি ৷ ইতিমধ্যে সেসব শুরু হয়ে গিয়েছে ৷ বুক ঠুকে বলতে পারি, আমরা কোনও সুপারিশের ধার ধারি না ৷ কিন্তু আমরা সত্যের পক্ষ থেকে সরে যাব না ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.