ETV Bharat / state

বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির, আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন

বিশ্বভারতীর উপাচার্য ও রাষ্ট্রপতি সাক্ষাৎ ৷ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন বিষয়ে খোঁজ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

PRESIDENT MURMU VC VISVA BHARATI
বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ দ্রৌপদী মুর্মুর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

বোলপুর, 23 অক্টোবর: বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যকে ডেকে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বিভিন্ন বিষয়ে খোঁজ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর 'পরিদর্শক' পদে রয়েছেন রাষ্ট্রপতি। বিশ্বভারতীর দেওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ শূন্য পদে নিয়োগ থেকে শুরু করে ঐতিহ্যবাহী ভবন ও ভাস্কর্যগুলি সংস্কার ও সংরক্ষণ নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতি। বিশ্বভারতীর তরফে রাষ্ট্রপতির হাতে 'রবীন্দ্র চিত্রাবলী'-সহ শান্তিনিকেতনী হস্তশিল্প উপহার তুলে দিয়েছেন উপাচার্য ৷

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর আচার্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও 'পরিদর্শক' রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী যা ইতিমধ্যেই ইউনেসকোর কাছ থেকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা পেয়েছে। 2023 সালের 8 নভেম্বর স্থায়ী উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর ৷ তারপর 11 মাস ধরে সঞ্জয় কুমার মল্লিক ও অরবিন্দ মণ্ডল উপাচার্যের ভার সামলেছেন। বর্তমানে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হলেন বিনয় কুমার সরেন ৷ বিশ্বভারতীর ইতিহাসে প্রথম আদিবাসী সমাজের একজন মানুষ বিশ্বভারতীর উপাচার্যের পদে আসীন হয়েছেন ৷ আর ভারতের ইতিহাসের প্রথম আদিবাসী সমাজের মানুষ রাষ্ট্রপতি পদে।

এদিন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর দেওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্ববিদ্যালয়ের বর্তমান সার্বিক পরিস্থিতি ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেনের কাছে খোঁজ নেন রাষ্ট্রপতি। তাঁর শান্তিনিকেতন সফর নিয়েও অভিজ্ঞতা ব্যক্ত করেন ৷ ইতিমধ্যে বিশ্বভারতীতে গুরুত্বপূর্ণ সহ-উপাচার্য, ছাত্র পরিচালক, কর্মসচিব, ফিনান্স অফিসার প্রভৃতি পদ শূন্য ৷ সেই পদে দ্রুত নিয়োগ করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, বিশ্বভারতীর ঐতিহ্যবাহী ভবন, ভাস্কর্য, স্থাপত্যগুলি সংস্কার ও রক্ষণাবেক্ষণ, সংরক্ষণের উপর জোর দেওয়া প্রসঙ্গেও আলোচনা হয়েছে ৷

রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে বিশ্বভারতীর পড়ুয়াদের দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করার আবেদন করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন।বিশ্বভারতীর তরফে রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শকের হাতে 'রবীন্দ্র চিত্রাবলী' (যা বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত) ও শান্তিনিকেতনী হস্তশিল্প উপহার স্বরূপ তুলে দেওয়া হয় ৷

বোলপুর, 23 অক্টোবর: বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যকে ডেকে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বিভিন্ন বিষয়ে খোঁজ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর 'পরিদর্শক' পদে রয়েছেন রাষ্ট্রপতি। বিশ্বভারতীর দেওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ শূন্য পদে নিয়োগ থেকে শুরু করে ঐতিহ্যবাহী ভবন ও ভাস্কর্যগুলি সংস্কার ও সংরক্ষণ নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতি। বিশ্বভারতীর তরফে রাষ্ট্রপতির হাতে 'রবীন্দ্র চিত্রাবলী'-সহ শান্তিনিকেতনী হস্তশিল্প উপহার তুলে দিয়েছেন উপাচার্য ৷

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর আচার্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও 'পরিদর্শক' রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী যা ইতিমধ্যেই ইউনেসকোর কাছ থেকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা পেয়েছে। 2023 সালের 8 নভেম্বর স্থায়ী উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর ৷ তারপর 11 মাস ধরে সঞ্জয় কুমার মল্লিক ও অরবিন্দ মণ্ডল উপাচার্যের ভার সামলেছেন। বর্তমানে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হলেন বিনয় কুমার সরেন ৷ বিশ্বভারতীর ইতিহাসে প্রথম আদিবাসী সমাজের একজন মানুষ বিশ্বভারতীর উপাচার্যের পদে আসীন হয়েছেন ৷ আর ভারতের ইতিহাসের প্রথম আদিবাসী সমাজের মানুষ রাষ্ট্রপতি পদে।

এদিন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর দেওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্ববিদ্যালয়ের বর্তমান সার্বিক পরিস্থিতি ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেনের কাছে খোঁজ নেন রাষ্ট্রপতি। তাঁর শান্তিনিকেতন সফর নিয়েও অভিজ্ঞতা ব্যক্ত করেন ৷ ইতিমধ্যে বিশ্বভারতীতে গুরুত্বপূর্ণ সহ-উপাচার্য, ছাত্র পরিচালক, কর্মসচিব, ফিনান্স অফিসার প্রভৃতি পদ শূন্য ৷ সেই পদে দ্রুত নিয়োগ করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, বিশ্বভারতীর ঐতিহ্যবাহী ভবন, ভাস্কর্য, স্থাপত্যগুলি সংস্কার ও রক্ষণাবেক্ষণ, সংরক্ষণের উপর জোর দেওয়া প্রসঙ্গেও আলোচনা হয়েছে ৷

রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে বিশ্বভারতীর পড়ুয়াদের দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করার আবেদন করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন।বিশ্বভারতীর তরফে রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শকের হাতে 'রবীন্দ্র চিত্রাবলী' (যা বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত) ও শান্তিনিকেতনী হস্তশিল্প উপহার স্বরূপ তুলে দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.