ETV Bharat / state

নাগাড়ে বৃষ্টিতে মেট্রো স্টেশনে জল জমা রুখতে জোরকদমে চলছে গ্রাউটিংয়ের কাজ - Park Street Metro Station

Water Logging in Metro Station: সম্প্রতি, রেমাল ঘূর্ণিঝড়ের সময় বৃষ্টির জল জমে যায় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে । প্রায় হাঁটু সমান ছিল সেই জল । আবারও শুরু হয়েছে বৃষ্টি । থেকে থেকেই চলছে বৃষ্টি । তাই আবারও যাতে পার্ক স্ট্রিট স্টেশন জলমগ্ন হয়ে পরিষেবা ব্যাহত না-হয় তাই ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। সোমবার তেমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।

Water Logging in Metro Station
মেট্রো স্টেশন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 8:01 PM IST

কলকাতা, 22 জুলাই: চলছে বর্ষার বৃষ্টি। এক নাগাড়ে যাতে আবারও আগের মতো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন জলমগ্ন না-হয়ে যায় তাই চলছে গ্রাউটিংয়ের কাজ । সোমবার কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনিগমের নিকাশি পাইপের যেই অংশগুলোতে সমস্যা ছিল সেগুলিকে গ্রাউটিংয়ের সাহায্যে বন্ধ করে মেরামত করার কাজ চলছে । জানানো হয়েছে, গ্রাউটিংয়ের সাহায্যে এখনও পর্যন্ত 645 বস্তা সিমেন্ট প্রবেশ করানো হয়েছে ডায়াফ্রাম ওয়ালের মধ্যে ।

উল্লেখ্য, কলকাতা মেট্রোরেল এবং কলকাতা পুরনিগম যৌথভাবে পরিদর্শন চালায়। কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, কেএমসির নিকাশি পাইপের জন্য 27 জুন পার্ক স্ট্রিট মেট্রো ও এসপ্ল্যানেড স্টেশন বৃষ্টিতে ভেসে গিয়েছিল । পরিদর্শনে দেখা যায়, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের গেট নম্বর 3-এর কাছের একটি দেওয়াল থেকে অনবরত জল নির্গত হচ্ছিল । মেট্রো জানিয়েছে, যৌথ পরিদর্শনের সময় দেখা যায়, কেএমসির 100 বছরের পুরনো ইটের নিকাশি পাইপে স্তরের উপর স্তরে পলি পড়ে গিয়েছে।

যার ফলে ম্যানহোলের দেওয়ালে বেশ কয়েকটি জায়গা ফুটো হয়ে গিয়েছে । আর পাশাপাশি ইটের নিকাশি পাইপের দেওয়ালেও তিনটি ছিদ্র দেখা গিয়েছে যেখান থেকে জল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে প্রবেশ করছিল । যেহেতু মেট্রো সুড়ঙ্গের ঠিক উপর দিয়ে কেএমসির নিকাশি নালা লম্বালম্বিভাবে চলে গিয়েছে, তাই ফাটল থেকে জল সোজা মেট্রো স্টেশনের মধ্যে প্রবেশ করছিল । কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এও জানিয়েছে, পুরনিগমের পক্ষ থেকে এই ফাটল মেরামত করার আশ্বাস মিলেছিল । অন্যদিকে, মেট্রোর পক্ষ থেকেও সবরকম সহায়তা করা হবে বলে জানিয়েছে মেট্রোরেল।

তবে, কলকাতা পুরনিগমের পক্ষ থেকে মেয়র পারিষদ নিকাশি কেএমসির গাফিলতি অস্বীকার করেছিলেন । তিনি জানিয়েছিলেন, 10 জুন যৌথভাবে একটি পরিদর্শন করা হয়েছিল এবং তারপর দেখা যায়, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ঢুকতে যে গার্ডওয়াল রয়েছে সেখান থেকে জল চুঁয়ে পড়ছে। কলকাতা পুরনিগমের কোনও গাফিলতি নেই ।

কলকাতা, 22 জুলাই: চলছে বর্ষার বৃষ্টি। এক নাগাড়ে যাতে আবারও আগের মতো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন জলমগ্ন না-হয়ে যায় তাই চলছে গ্রাউটিংয়ের কাজ । সোমবার কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনিগমের নিকাশি পাইপের যেই অংশগুলোতে সমস্যা ছিল সেগুলিকে গ্রাউটিংয়ের সাহায্যে বন্ধ করে মেরামত করার কাজ চলছে । জানানো হয়েছে, গ্রাউটিংয়ের সাহায্যে এখনও পর্যন্ত 645 বস্তা সিমেন্ট প্রবেশ করানো হয়েছে ডায়াফ্রাম ওয়ালের মধ্যে ।

উল্লেখ্য, কলকাতা মেট্রোরেল এবং কলকাতা পুরনিগম যৌথভাবে পরিদর্শন চালায়। কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, কেএমসির নিকাশি পাইপের জন্য 27 জুন পার্ক স্ট্রিট মেট্রো ও এসপ্ল্যানেড স্টেশন বৃষ্টিতে ভেসে গিয়েছিল । পরিদর্শনে দেখা যায়, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের গেট নম্বর 3-এর কাছের একটি দেওয়াল থেকে অনবরত জল নির্গত হচ্ছিল । মেট্রো জানিয়েছে, যৌথ পরিদর্শনের সময় দেখা যায়, কেএমসির 100 বছরের পুরনো ইটের নিকাশি পাইপে স্তরের উপর স্তরে পলি পড়ে গিয়েছে।

যার ফলে ম্যানহোলের দেওয়ালে বেশ কয়েকটি জায়গা ফুটো হয়ে গিয়েছে । আর পাশাপাশি ইটের নিকাশি পাইপের দেওয়ালেও তিনটি ছিদ্র দেখা গিয়েছে যেখান থেকে জল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে প্রবেশ করছিল । যেহেতু মেট্রো সুড়ঙ্গের ঠিক উপর দিয়ে কেএমসির নিকাশি নালা লম্বালম্বিভাবে চলে গিয়েছে, তাই ফাটল থেকে জল সোজা মেট্রো স্টেশনের মধ্যে প্রবেশ করছিল । কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এও জানিয়েছে, পুরনিগমের পক্ষ থেকে এই ফাটল মেরামত করার আশ্বাস মিলেছিল । অন্যদিকে, মেট্রোর পক্ষ থেকেও সবরকম সহায়তা করা হবে বলে জানিয়েছে মেট্রোরেল।

তবে, কলকাতা পুরনিগমের পক্ষ থেকে মেয়র পারিষদ নিকাশি কেএমসির গাফিলতি অস্বীকার করেছিলেন । তিনি জানিয়েছিলেন, 10 জুন যৌথভাবে একটি পরিদর্শন করা হয়েছিল এবং তারপর দেখা যায়, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ঢুকতে যে গার্ডওয়াল রয়েছে সেখান থেকে জল চুঁয়ে পড়ছে। কলকাতা পুরনিগমের কোনও গাফিলতি নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.