শক্তিপুর (মুর্শিদাবাদ), 17 এপ্রিল: রামনবমীর মিছিল থেকে অশান্তি ছড়াতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের কয়েকটি জায়গায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাতে প্রায় 20 জন আহত হয়েছেন। পাশপাশি, মাণিক্যহার এলাকাতেও বেশ কয়েকটি দোকানে লুটপাঠ চালানোর অভিযোগ উঠেছে।
সবমিলিয়ে রামনবমীর দিন ফের উত্তপ্ত হল রেজিনগর বিধানসভার শক্তিপুর থানা। রামনবমীর মিছিলের উপর হামলা চালানোর অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। শক্তিপুরের পাশাপাশি মাণিক্যহার এলাকাতেও হামলা চলে রামনবমীর মিছিলে। শক্তিপুরে বাড়ির ছাদ থেকে মিছিল লক্ষ করে ঢিল ছোঁড়ে দুস্কৃতীরা। শুধু তাই নয়, স্থানীয়দের দাবি মিছিল লক্ষ্য করে বোমাও ছোড়া হয়েছে। তবে এই বিষয়ে প্রশাসনের বক্তব্য এখনও জানা যায়নি।
অন্যদিকে, অভিযোগ মাণিক্যহারে অবাধে লুটপাট চালানো হয় কযেকটি দোকানে। সবমিলিয়ে এলাকায় চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। শক্তিপুরের ঘটনায় মোট 20 জন জখম হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় এক মহিলাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বাকিদের স্থানীয় কর্ণসুবর্ণ হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে বলে খবর।
প্রসঙ্গত, দিন দু’য়েক আগে কামনগরে শিবের গাজন চলাকালীন হামলা চালানোর অভিযোগ উঠেছিল। এলাকায় 144 ধারা জারি করা হয়েছিল। সেই ঘটনার পর বদলি করা হয় মুর্শিদাবাদের ডিআইজি মুকেশ কুমারপকে। কমিশনের সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের এক দলীয় সভা থেকে মমতা জানন, পুলিশ আধিকারিকদের এভাবে সরিয়ে দেওয়ার ফলে যদি আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা তৈরি হয় তাহলে তার দায় কমিশনকেই নিতে হবে। ঘটনাচক্রে এবার সেই মুর্শিদাবাদেই রামনবমীর মিছিল ঘিরে অশান্তি হল। ঘটনায় আহত হলেন 20 জন।
আরও পড়ুন: