ETV Bharat / state

2021 থেকে বিশ্বভারতীতে বন্ধ 'কন্যাশ্রী', নির্বাচনী আবহে উত্তেজনা বাড়ছে শান্তিনিকেতনে - No Kanyashree in Visva Bharati - NO KANYASHREE IN VISVA BHARATI

No Kanyashree Prakalpa in Visva-Bharati: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বন্ধ রাজ্যের কন্যাশ্রী প্রকল্প ৷ যা নিয়ে এবার মহকুমা শাসককে চিঠি দিলেন অভিভাবরা ৷ নির্বাচনের আগে যা নিয়ে ক্রমশ বাড়ছে জল্পনা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 2:37 PM IST

Updated : Apr 20, 2024, 6:56 PM IST

বোলপুর, 20 এপ্রিল: রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পের সুবিধা পাচ্ছে না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর ছাত্রীরা । 2021 সাল থেকে বিশ্বভারতীতে বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের এই প্রকল্পের সুবিধা । যা পেতে এবার বিশ্বভারতীর উপাচার্য-সহ বোলপুর মহকুমা শাসককে চিঠি দিল অভিভাবকেরা ৷ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ‘কন্যাশ্রী’ বন্ধ কেন, এই নিয়ে লোকসভা নির্বাচনের আগে জল্পনা তুঙ্গে ৷

রাজ্যের মধ্যে একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘কন্যাশ্রী’ প্রকল্পের সূচনা করেছিলেন ৷ মেয়েদের পড়াশোনার জন্য এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা করে থাকে রাজ্য সরকার ৷ প্রকল্পের সুবিধা পেত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবন ও শিক্ষাসত্রের ছাত্রীরা ৷ এই দু’টি ভবনে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হয় ৷

Kanyashree Prakalpa
2021 থেকে বিশ্বভারতীতে বন্ধ 'কন্যাশ্রী'

অভিবাবকদের মধ্যে ভ্রমর ভাণ্ডারী, অরিজিৎ মণ্ডল বলেন, "2021 সাল থেকে বন্ধ কন্যাশ্রী ৷ আমাদের মেয়েরা কোনও টাকা পায় না ৷ আবার এই প্রকল্পের টাকা চালু হলে আমাদের সুবিধা হয় ৷ তাই আমরা সবাই মিলে সই করে বিশ্বভারতীর উপাচার্য, পাঠভবন ও শিক্ষাসত্রের প্রিন্সিপালকে বিষয়টি জানিয়েছি । বোলপুরের এসডিও যিনি আছেন তাঁকেও আমরা জানিয়েছি । যাতে দ্রুত এই প্রকল্প চালু করা হয় ৷"

এই মর্মে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, "অভিবাবকদের চিঠি পেয়েছি । কি কারণে বন্ধ সেই বিষয়গুলো উর্ধতন কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন ৷ তারপর কিছু বলতে পারব ।"

অভিযোগ, 2021 সাল থেকে বিশ্বভারতীতে বন্ধ হয়ে যায় ‘কন্যাশ্রী’ । অর্থাৎ, তিন বছর ধরে রাজ্য সরকারের এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ৷ প্রসঙ্গত, বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত ও ‘আলটপকা’ মন্তব্যের জন্য বিশ্বভারতীর সঙ্গে রাজ্য সরকার ও শাসকদল তৃণমূল কংগ্রেসের সংঘাত চরমে পৌঁছেছিল ৷ এমনকী খোলা চিঠি দিয়ে ‘মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন’ বলেও উল্লেখ করেছিলেন বিদ্যুৎ চক্রবর্তী । সংঘাতের জেরে বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফিরিয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

একাংশের দাবি, সেই সংঘাতের জেরেই 2021 সাল থেকে বিশ্বভারতীর পাঠভবন ও শিক্ষাসত্রের ছাত্রীরা ‘কন্যাশ্রী’ পাচ্ছে না । এই প্রকল্পের সুবিধা পেতে বিশ্বভারতীর বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিককে চিঠি দিলেন অভিভাবকেরা ৷ পাশাপাশি বোলপুর মহকুমা শাসক অয়ন নাথকেও চিঠি দিয়ে 'কন্যাশ্রী' প্রকল্প চালু করার দাবি করেন তারা ৷ উল্লেখ্য, 13 মে চতুর্থ দফায় ভোট রয়েছে বীরভূম ও বোলপুরে ৷ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রাজ্যের অন্যতম প্রকল্পের সুবিধা বন্ধ নিয়ে লোকসভা নির্বাচনী আবহে জল্পনা তুঙ্গে ৷

আরও পড়ুন:

  1. 'নাইট স্টে' করতে বলে মেসেজ ! বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে থানায় ছাত্রীরা
  2. বাংলার মেয়েদের ক্ষমতায়নের ছবি কন্যাশ্রী দিবসে তুলে ধরল রাজ্য

বোলপুর, 20 এপ্রিল: রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পের সুবিধা পাচ্ছে না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর ছাত্রীরা । 2021 সাল থেকে বিশ্বভারতীতে বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের এই প্রকল্পের সুবিধা । যা পেতে এবার বিশ্বভারতীর উপাচার্য-সহ বোলপুর মহকুমা শাসককে চিঠি দিল অভিভাবকেরা ৷ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ‘কন্যাশ্রী’ বন্ধ কেন, এই নিয়ে লোকসভা নির্বাচনের আগে জল্পনা তুঙ্গে ৷

রাজ্যের মধ্যে একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘কন্যাশ্রী’ প্রকল্পের সূচনা করেছিলেন ৷ মেয়েদের পড়াশোনার জন্য এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা করে থাকে রাজ্য সরকার ৷ প্রকল্পের সুবিধা পেত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবন ও শিক্ষাসত্রের ছাত্রীরা ৷ এই দু’টি ভবনে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হয় ৷

Kanyashree Prakalpa
2021 থেকে বিশ্বভারতীতে বন্ধ 'কন্যাশ্রী'

অভিবাবকদের মধ্যে ভ্রমর ভাণ্ডারী, অরিজিৎ মণ্ডল বলেন, "2021 সাল থেকে বন্ধ কন্যাশ্রী ৷ আমাদের মেয়েরা কোনও টাকা পায় না ৷ আবার এই প্রকল্পের টাকা চালু হলে আমাদের সুবিধা হয় ৷ তাই আমরা সবাই মিলে সই করে বিশ্বভারতীর উপাচার্য, পাঠভবন ও শিক্ষাসত্রের প্রিন্সিপালকে বিষয়টি জানিয়েছি । বোলপুরের এসডিও যিনি আছেন তাঁকেও আমরা জানিয়েছি । যাতে দ্রুত এই প্রকল্প চালু করা হয় ৷"

এই মর্মে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, "অভিবাবকদের চিঠি পেয়েছি । কি কারণে বন্ধ সেই বিষয়গুলো উর্ধতন কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন ৷ তারপর কিছু বলতে পারব ।"

অভিযোগ, 2021 সাল থেকে বিশ্বভারতীতে বন্ধ হয়ে যায় ‘কন্যাশ্রী’ । অর্থাৎ, তিন বছর ধরে রাজ্য সরকারের এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ৷ প্রসঙ্গত, বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত ও ‘আলটপকা’ মন্তব্যের জন্য বিশ্বভারতীর সঙ্গে রাজ্য সরকার ও শাসকদল তৃণমূল কংগ্রেসের সংঘাত চরমে পৌঁছেছিল ৷ এমনকী খোলা চিঠি দিয়ে ‘মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন’ বলেও উল্লেখ করেছিলেন বিদ্যুৎ চক্রবর্তী । সংঘাতের জেরে বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফিরিয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

একাংশের দাবি, সেই সংঘাতের জেরেই 2021 সাল থেকে বিশ্বভারতীর পাঠভবন ও শিক্ষাসত্রের ছাত্রীরা ‘কন্যাশ্রী’ পাচ্ছে না । এই প্রকল্পের সুবিধা পেতে বিশ্বভারতীর বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিককে চিঠি দিলেন অভিভাবকেরা ৷ পাশাপাশি বোলপুর মহকুমা শাসক অয়ন নাথকেও চিঠি দিয়ে 'কন্যাশ্রী' প্রকল্প চালু করার দাবি করেন তারা ৷ উল্লেখ্য, 13 মে চতুর্থ দফায় ভোট রয়েছে বীরভূম ও বোলপুরে ৷ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রাজ্যের অন্যতম প্রকল্পের সুবিধা বন্ধ নিয়ে লোকসভা নির্বাচনী আবহে জল্পনা তুঙ্গে ৷

আরও পড়ুন:

  1. 'নাইট স্টে' করতে বলে মেসেজ ! বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে থানায় ছাত্রীরা
  2. বাংলার মেয়েদের ক্ষমতায়নের ছবি কন্যাশ্রী দিবসে তুলে ধরল রাজ্য
Last Updated : Apr 20, 2024, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.