ETV Bharat / state

বেলঘরিয়ায় কিশোরীকে এলোপাথাড়ি কোপ ! অভিযুক্ত কিশোরকে গণপিটুনি - Girl Stabbed in Belgharia - GIRL STABBED IN BELGHARIA

Girl Stabbed in Belgharia: বেলঘরিয়ায় এক কিশোরীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ সহপাঠী কিশোরের বিরুদ্ধে ৷ ঘটনায় আক্রান্ত কিশোরীর মা আহত হয়েছেন ৷ যার জেরে স্থানীয়রা অভিযুক্ত কিশোরকে পালটা মারধর করেন বলে অভিযোগ ৷ সকলের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

Girl Stabbed in Belgharia
প্রতীকী ছবি ৷ (ছবি- ইটিভি ভারত গ্রাফিক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 8:51 PM IST

বেলঘরিয়া, 4 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার বেলঘরিয়ায় এক স্কুলছাত্রীকে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ উঠল ৷ মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন মা-ও। ঘটনার পর অভিযুক্ত কিশোরকে গণপিটুনির অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে ৷ বুধবার দুপুরের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বেলঘরিয়ার প্রফুল্ল নগরে ৷

সূত্রের খবর, সহপাঠীর সঙ্গে বচসার প্রতিবাদ করায় প্রথমে ওই কিশোরকে থাপ্পড় মারেন স্কুলছাত্রী কিশোরী ৷ তার জেরে প্রতিহিংসায় কিশোরীর উপর সে চড়াও হয় ৷ অভিযোগ, হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারে অভিযুক্ত কিশোর ৷ আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৷ অন্যদিকে, গণপিটুনিতে আহত অভিযুক্ত কিশোরকেও হাসপাতালে ভর্তি করেছে পুলিশ ৷ তবে প্রশ্ন উঠছে, শুধুই কি বচসা ? নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

জানা গিয়েছে, বুধবার দুপুরের দিকে মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন কিশোরী ৷ সঙ্গে ছিলেন তাঁর এক সহপাঠীও ৷ সেই সময় রাস্তার ওপর একটি পোলের ধারে আগে থেকেই ওত পেতে বসেছিলেন স্থানীয় ওই কিশোর ৷ পোলের কাছে ওই স্কুলছাত্রী ও তাঁর সহপাঠী আসতেই পথ আটকে দাঁড়ায় সে ৷ এরপর, দু-এক কথায় বচসা বেধে যায় সহপাঠীর সঙ্গে ৷ তার প্রতিবাদে আক্রান্ত স্কুলছাত্রী কিশোরের গালে চড়ও মারেন সপাটে ৷

অভিযোগ, এরপরই হাতে থাকা ধারালো দা নিয়ে স্কুলছাত্রীর উপর চড়াও হন কিশোর ৷ তার পরেই সে এলোপাথাড়ি কোপাতে শুরু করে ওই কিশোরীকে ৷ পালটা স্থানীয় লোকজন অভিযুক্ত কিশোরকে বেধড়ক মারধর করে ৷ যার জেরে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকে সে ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ ওই কিশোরী বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ তার অবস্থা আশঙ্কাজনক ৷ অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা ৷

অন্যদিকে, ঘটনার পর নারী সুরক্ষার প্রশ্নে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ শুরু করেন আহত কিশোরীর পাড়ার লোকজন ৷ রাস্তার উপর বাঁশের ব‍্যারিকেড দিয়ে পথ আটকে চলে প্রতিবাদ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে, তাঁদের ঘিরেও শুরু হয় বিক্ষোভ ৷ দীর্ঘক্ষণ এই বিক্ষোভে যানজট তৈরি হয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ৷ পরে, পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা ৷ ঘটনায় বেলঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে ৷

বেলঘরিয়া, 4 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার বেলঘরিয়ায় এক স্কুলছাত্রীকে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ উঠল ৷ মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন মা-ও। ঘটনার পর অভিযুক্ত কিশোরকে গণপিটুনির অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে ৷ বুধবার দুপুরের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বেলঘরিয়ার প্রফুল্ল নগরে ৷

সূত্রের খবর, সহপাঠীর সঙ্গে বচসার প্রতিবাদ করায় প্রথমে ওই কিশোরকে থাপ্পড় মারেন স্কুলছাত্রী কিশোরী ৷ তার জেরে প্রতিহিংসায় কিশোরীর উপর সে চড়াও হয় ৷ অভিযোগ, হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারে অভিযুক্ত কিশোর ৷ আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৷ অন্যদিকে, গণপিটুনিতে আহত অভিযুক্ত কিশোরকেও হাসপাতালে ভর্তি করেছে পুলিশ ৷ তবে প্রশ্ন উঠছে, শুধুই কি বচসা ? নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

জানা গিয়েছে, বুধবার দুপুরের দিকে মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন কিশোরী ৷ সঙ্গে ছিলেন তাঁর এক সহপাঠীও ৷ সেই সময় রাস্তার ওপর একটি পোলের ধারে আগে থেকেই ওত পেতে বসেছিলেন স্থানীয় ওই কিশোর ৷ পোলের কাছে ওই স্কুলছাত্রী ও তাঁর সহপাঠী আসতেই পথ আটকে দাঁড়ায় সে ৷ এরপর, দু-এক কথায় বচসা বেধে যায় সহপাঠীর সঙ্গে ৷ তার প্রতিবাদে আক্রান্ত স্কুলছাত্রী কিশোরের গালে চড়ও মারেন সপাটে ৷

অভিযোগ, এরপরই হাতে থাকা ধারালো দা নিয়ে স্কুলছাত্রীর উপর চড়াও হন কিশোর ৷ তার পরেই সে এলোপাথাড়ি কোপাতে শুরু করে ওই কিশোরীকে ৷ পালটা স্থানীয় লোকজন অভিযুক্ত কিশোরকে বেধড়ক মারধর করে ৷ যার জেরে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকে সে ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ ওই কিশোরী বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ তার অবস্থা আশঙ্কাজনক ৷ অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা ৷

অন্যদিকে, ঘটনার পর নারী সুরক্ষার প্রশ্নে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ শুরু করেন আহত কিশোরীর পাড়ার লোকজন ৷ রাস্তার উপর বাঁশের ব‍্যারিকেড দিয়ে পথ আটকে চলে প্রতিবাদ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে, তাঁদের ঘিরেও শুরু হয় বিক্ষোভ ৷ দীর্ঘক্ষণ এই বিক্ষোভে যানজট তৈরি হয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ৷ পরে, পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা ৷ ঘটনায় বেলঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.