জলপাইগুড়ি, 16 সেপ্টেম্বর: এক নয় একাধিক ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ৷ ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ শিক্ষকের। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন অভিযুক্ত শিক্ষক। 38 জন ছাত্রীদের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষকের বাড়ি ও স্কুল জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে। ধৃতকে সোমবার আদালতে তোলা হয়েছে।
অভিযুক্ত হাইস্কুলের পার্শ্ব শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মাঝেমধ্যেই বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে তিনি অশালীন আচরণ করতেন। ছাত্রীরা স্কুলের অন্যান্য শিক্ষকদের জানায়। গত শুক্রবার তিনি স্কুলে এলে প্রধান শিক্ষককে লিখিতভাবে তাঁর কুকর্ম নিয়ে জানায় ছাত্রীরা। 38 জন ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে অশালীন অঙ্গভঙ্গি-সহ শ্লীলতাহানির বিষয়গুলি তুলে ধরে। তারা অভিযোগ করে, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ওই শিক্ষক ছাত্রীদের ইউনিফর্মে নিজের মুখ মোছা, ছাত্রীদের মোবাইলে ছবি ও ভিডিয়ো তোলা এবং অশালীন কিছু অঙ্গভঙ্গি করে ৷
শিক্ষকের আচরণ ঠিক না-থাকায় তারা বাধ্য হয়েই অভিযোগ করে। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি মহাদেব রায় এনিয়ে বলেন, "বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি অভিযোগ জমা পড়েছিল। আমরা বিষয়টি পুলিশকে জানাই। স্কুলের তরফেও পুলিশের কাছে একটি অভিযোগ করা হয় ৷ এরপরেই মালবাজার থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে।
এদিকে জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খাণ্ডবাহালে জানান, বিদ্যালয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানি অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার তদন্ত চলছে। ধৃতকে সোমবার আদালতে তোলা হয়েছে ৷ (খবরটি প্রকাশিত হওয়ার সময় অভিযুক্তকে আদালত কী নির্দেশ দিয়েছে তা জানা যায়নি) ৷