কলকাতা, 15 এপ্রিল: সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে রোজভ্যালিকাণ্ড নিয়ে হুঙ্কার দিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। ইডি-সিবিআইকে চিঠি দিয়ে রোজভ্যালি দুর্নীতির ফাইল খোলার দাবি করবেন বলেও জানালেন তিনি। সোমবার সাংবাদিকদেক মুখোমুখি হয়ে উত্তর কলকাতার বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া পাণ্ডেকে কটাক্ষ করেন তাপস রায়।
তিনি বলেন, "এই দু'জনের একটা মিল আছে। দু'জনই রোজভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। এখন জামিনে আছেন। একজনের নাম চার্জশিট আছে। সেই তথ্য আমার হাতে আছে। আমি সিবিআই ও ইডিকে চিঠি লিখব। কেন এই রোজভ্যালি কেলেঙ্কারির তদন্তে ফের তারা সক্রিয় হবে না? কেন এঁদের জিজ্ঞাসাবাদ করা হবে না? আমার বাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায় ইডি পাঠিয়েছিলেন। আর আমি তাঁকে ছেড়ে দেব ভেবেছেন! আমার কাছে সব তথ্য আছে। ওঁরা যেন শুধু শুধু অশান্তি না-করেন।"
তাঁর আরও সংযোজন, "আমার খুব জানতে ইচ্ছা করে কেন আমার বাড়িতে সুদীপ ইডি পাঠালেন ? আজ পর্যন্ত জানতে পারলাম না। ভোট মিটলে চেষ্টা করব জানতে।" এছাড়াও তাপস রায় দাবি করেন, গতকাল মানিকতলা এলাকায় প্রচার করতে গেলে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়ার পাণ্ডের গুন্ডা বাহিনী অশান্তি করে। সে নিয়ে তিনি বলেন, "পারলে রোজ আমাকে আঘাত করুক। আমি জীবনের বাজি রেখে এই নির্বাচন লড়তে নেমেছি। তৃণমূল কংগ্রেস, পুলিশ, প্রশাসনের মুখোশ খুলে যাবে।"
প্রসঙ্গত, মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আইনি জটিলতায় কয়েক বছর ধরে আটকে রয়েছে ৷ রাজ্যের প্রাক্তনমন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর আসনটি খালি হয় ৷ এ নিয়েও কটাক্ষ করেন বিজেপি প্রার্থী ৷ তাঁর লক্ষ্য প্রয়াত মন্ত্রীর কন্যা শ্রেয়া পাণ্ডে ৷ দীর্ঘদিন ধরেই তৃণমূলের অন্দরে চর্চা এই কেন্দ্রে প্রার্থী হতে চান শ্রেয়া ৷ এই প্রসঙ্গে তাপস বলেন, "যিনি মানিকতলা কেন্দ্রে প্রার্থী হতে উন্মাদ হয়ে গিয়েছেন তিনিই বলতে পারবেন কেন নির্বাচন হচ্ছে না ৷ আমি বলতে পারব না। আমার ভাবতে খারাপ লাগে শ্রেয়া, সাধন পাণ্ডের মতো মানুষের মেয়ে ৷ আমায় প্রতিদিন কালো পতাকা দেখাক, ব্যবধান বাড়বে ৷" এই প্রসঙ্গেই সুদীপের দিকে আঙুল তুলে পালটা প্রশ্ন করেন তাপস। তাঁর প্রশ্ন, যে সাংসদ নিজের তহবিলের টাকা 10 বছর খরচ করতে পারেনি তাঁকে কেন কালো পতাকা দেখানো হবে না? যারা এইসব করে তারা ইট, বালি, চুন, সুরকি ছাড়া রাজনীতির কিছু বোঝে না।
আরও পড়ুন: