ETV Bharat / state

'ওঁর মুখটা আগে ব্লিচিং-ফিনাইল দিয়ে পরিষ্কার করা হোক', শুভেন্দুর নিশানায় মমতা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Suvendu Adhikari: বছরের শুরুতে কাঁথির বাসিন্দাদের শুভেচ্ছা জানাতে ভাই সৌমেন্দুকে সঙ্গে নিয়ে মিছিল করেন শুভেন্দু ৷ সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 8:13 PM IST

শুভেন্দু অধিকারী

কাঁথি, 14 এপ্রিল: "উনি নিম্নমানের মহিলা ৷ ওঁর মুখটা আগে ব্লিচিং-ফিনাইল দিয়ে পরিষ্কার করা হোক ৷" কাঁথির মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রবিবার পয়লা বৈশাখ ৷ বছরের শুরুর দিনে কাঁথিবাসীকে শুভেচ্ছা জানানোর জন্য ভাই সৌমেন্দুকে সঙ্গে নিয়ে ব়্য়ালি করেন শুভেন্দু ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি মমতাকে আক্রমণ করেন তিনি ৷ বলেন, "এই মুখ্যমন্ত্রী এতটাই নিচে নেমেছেন যে তাঁর প্রশ্রয়ে বেলডাঙায় ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে । গাজনের ভক্তাদের মারা হয়েছে । সমগ্র এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিতে হয়েছে ।"

'পশ্চিমবঙ্গ দিবস' প্রসঙ্গে শুভেন্দু বলেন , "পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে 20 জুন । ইতিহাস বিকৃত করা যায় না । রাকেশ রোশন চাঁদে যাননি। মাতঙ্গিনী হাজরা পিছাবনীতে শহীদ হননি। তমলুকে শহীদ হয়েছিলেন। পনেরশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না। আর পৃথিবীতে 1170টি দেশ নেই ৷ এগুলো সব মমতা বন্দোপাধ্যায়ের কথা ৷ ঠিক সেভাবে 20 জুন হচ্ছে 'পশ্চিমবঙ্গ দিবস'। মমতা বন্দোপাধ্য়ায় সেটাকে বিকৃত করতে পারেন না ।"

রামনবমী নিয়ে আদালতে যাওয়ার প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, "রামনবমীর একাধিক মিছিলের রুট চেঞ্জ করা হয়েছে । ভারত সেবাশ্রম তাই কোর্টে গিয়েছে । কোনও মুসলিম কিন্তু বলেনি তাদের এলাকা দিয়ে রামনবমীর মিছিল যাবে না । বিশ্ব নবী দিবস মিছিল গিয়েছে কেও বাধা দিয়েছে ! এগুলো সব মমতা বন্দোপাধ্য়ায়ের উস্কানি ।" বিজেপির ইস্তেহার প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, "বিজেপি মানেই মানুষ। মানুষ মানেই বিজেপি ৷" সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয় সম্পর্কে শুভেন্দু জানান, তাঁর দৃঢ় বিশ্বাস তৃতীয়বারও দিল্লির গদিতে বসবেন মোদি ৷

আরও পড়ুন:

শুভেন্দু অধিকারী

কাঁথি, 14 এপ্রিল: "উনি নিম্নমানের মহিলা ৷ ওঁর মুখটা আগে ব্লিচিং-ফিনাইল দিয়ে পরিষ্কার করা হোক ৷" কাঁথির মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রবিবার পয়লা বৈশাখ ৷ বছরের শুরুর দিনে কাঁথিবাসীকে শুভেচ্ছা জানানোর জন্য ভাই সৌমেন্দুকে সঙ্গে নিয়ে ব়্য়ালি করেন শুভেন্দু ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি মমতাকে আক্রমণ করেন তিনি ৷ বলেন, "এই মুখ্যমন্ত্রী এতটাই নিচে নেমেছেন যে তাঁর প্রশ্রয়ে বেলডাঙায় ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে । গাজনের ভক্তাদের মারা হয়েছে । সমগ্র এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিতে হয়েছে ।"

'পশ্চিমবঙ্গ দিবস' প্রসঙ্গে শুভেন্দু বলেন , "পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে 20 জুন । ইতিহাস বিকৃত করা যায় না । রাকেশ রোশন চাঁদে যাননি। মাতঙ্গিনী হাজরা পিছাবনীতে শহীদ হননি। তমলুকে শহীদ হয়েছিলেন। পনেরশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না। আর পৃথিবীতে 1170টি দেশ নেই ৷ এগুলো সব মমতা বন্দোপাধ্যায়ের কথা ৷ ঠিক সেভাবে 20 জুন হচ্ছে 'পশ্চিমবঙ্গ দিবস'। মমতা বন্দোপাধ্য়ায় সেটাকে বিকৃত করতে পারেন না ।"

রামনবমী নিয়ে আদালতে যাওয়ার প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, "রামনবমীর একাধিক মিছিলের রুট চেঞ্জ করা হয়েছে । ভারত সেবাশ্রম তাই কোর্টে গিয়েছে । কোনও মুসলিম কিন্তু বলেনি তাদের এলাকা দিয়ে রামনবমীর মিছিল যাবে না । বিশ্ব নবী দিবস মিছিল গিয়েছে কেও বাধা দিয়েছে ! এগুলো সব মমতা বন্দোপাধ্য়ায়ের উস্কানি ।" বিজেপির ইস্তেহার প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, "বিজেপি মানেই মানুষ। মানুষ মানেই বিজেপি ৷" সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয় সম্পর্কে শুভেন্দু জানান, তাঁর দৃঢ় বিশ্বাস তৃতীয়বারও দিল্লির গদিতে বসবেন মোদি ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.