কলকাতা, 24 জুলাই: তৃণমূল বিধায়কদের শপথের জটিলতা কাটলেও বিধানসভা এখনও শান্ত হয়নি ৷ এই আবহে বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বচসা ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল বিধানসভার অন্দরমহল ৷ এদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের বিধায়ক ৷ তিনি পালটা শুভেন্দুর বিরুদ্ধে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন ৷ অন্যদিকে বিজেপি ও তৃণমূল বিধায়কের বচসার এই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করে শাসকদলের সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ৷
তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, "শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে বলেছে, অসাধু উপায়ে আমার দু'টি ফ্ল্যাট কেনা আছে কলকাতায় ৷ আমার মেয়ে থার্ড ডিভিশনে পাশ করে চাকরি পেয়েছে ৷ দু'টির একটাও ঠিক নয় ৷" এই অভিযোগের পর তপন চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছ থেকে ফ্ল্যাটের চাবি চান ৷ তা থেকেই বচসার বাধে ৷
নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিধানসভার অন্দরে তাঁকে শারীরিক হেনস্থা করার চেষ্টা করেছেন বিধায়ক তপন চট্টোপাধ্যায় ৷ এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে তিনি বিধানসভার মধ্যে বিজেপি বিধায়কদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন ৷ বিধানসভার অধিবেশনে এদিন রাজ্যে মহিলাদের উপর অত্যাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করে বিজেপি ৷ এনিয়ে হইহট্টগোল শুরু হয় ৷ এরপর অগ্নিমিত্রা পল-সহ বিজেপির মহিলা বিধায়করা বিধানসভার গেটে বিক্ষোভ-ধরনা প্রদর্শন করেন ৷
সেখানে শুভেন্দু অধিকারী বলেন, "বিধানসভায় তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) লোকেরা মহিলার উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতিটুকু দিতে পারে না ৷ উলটে লবিতে পূর্বস্থলীর এমএলএ আমাকে শারীরিকভাবে হেনস্থা করতে চায় ৷ আপনারা জানেন, বিজেপি বিধায়করা কেন্দ্রীয় বাহিনী পায় ৷ তাঁদের বিধানসভার বাইরে রাখার নির্দেশ আছে ৷"
এদিন বিধানসভার অধ্যক্ষকে লেখা চিঠিতেও বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষনেতা লেখেন, "বিধানসভা চত্বরে আমাদের নিরাপত্তা নেই ৷ শাসকদলের সদস্য আমাদের হুমকি দিয়েছেন ৷ এমনটা দ্বিতীয়বার হল ৷ আমাদের ব্য়ক্তিগত দেহরক্ষী দেওয়া হয়েছে ৷ কিন্তু আপনি দেহরক্ষীদের বিধানসভার ভিতরে ঢোকার অনুমতি দেননি ৷ আর তাঁরা (তৃণমূল বিধায়ক) এই সুযোগটাই নিচ্ছে ৷ আমি আপনাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, বিজেপি বিধায়করা বিধানসভার ভিতরে নিরাপদ নয় ৷"
It's very shameful that not only d people of WB but elected public representatives, like the Leader of Opposition , WB L.Assembly is attempt at physically assaulted inside the assembly premises.@narendramodi @AmitShah @SuvenduWB @amitmalviya @BJP4Bengal @BJP4India pic.twitter.com/DquxCODMDv
— Dr. Shankar Ghosh (Modi Ka Parivar) (@ShankarGhoshBJP) July 24, 2024
তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি অধ্যক্ষকে জানান, "আজ দুপুর 12টা 20 মিনিটে পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় আমার দিকে ধেয়ে আসেন ৷ তিনি অন্য বিধায়ক ও সাংবাদিকদের সামনেই চিৎকার করছিলেন ৷ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ৷ আমাকে শারীরিকভাবে নিগ্রহ করতে চান ৷ আমি বিধানসভা চত্বরে নিজেকে নিরাপদ বলে মনে করছি না ৷" এই পরিস্থিতিতে বিধানসভায় কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে অধ্যক্ষই তার জন্য দায়ী থাকবেন, চিঠির একেবারে শেষে এও জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷