ETV Bharat / state

বিধানসভায় বিল পেশের সময় বিজেপি কী করে সেটা দেখতেই পাবেন, হুমকির সুর শুভেন্দুর - Suvendu Adhikari

Suvendu Adhikari: মঙ্গলবার বিধানসভায় বিজেপি কী করে সেটা সেদিনই সবাই দেখতে পাবেন ৷ হুমকির সুরে একথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা উইমেন চাইল্ড বিল 2024 পেশ করবে রাজ্য সরকার ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 7:11 PM IST

ETV BHARAT
হুমকির সুর শুভেন্দুর (নিজস্ব চিত্র)

কলকাতা, 2 সেপ্টেম্বর: মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা উইমেন চাইল্ড বিল 2024 আনছে রাজ্য সরকার ৷ তবে সেই সময় বিরোধীদের কী ভূমিকা থাকে, সেটা আগামিকালই সবাই দেখতে পাবেন ৷ হুঁশিয়ারির সুরে আজ একথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই বিলে বিজেপি সমর্থন করবে কি না, সেবিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও ৷

মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা উইমেন চাইল্ড বিল (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন) 2024 পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক ৷ এই বিল নিয়ে আলোচনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । বিধানসভায় এই নিয়ে আলোচনার জন্য দু'ঘণ্টা সময় দেওয়া হয়েছে ৷ এত গুরুতর বিষয় নিয়ে আলোচনার জন্য মাত্র দু'ঘণ্টা বরাদ্দ হওয়ায় এদিন ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

তিনি বলেন, "আজ সেই বিলের নথি সব বিধায়ককে দেওয়া হয়েছে । সেই বিলে যা সংস্কারের প্রস্তাব বিজেপি সেটা করবে । এত বড় একটা বিষয় নিয়ে মাত্র দু'ঘণ্টা আলোচনা হবে কাল । আর বিজেপির ভাগে 60 মিনিট । আমি কিছুক্ষণ বলার পর বেশিরভাগটাই বলবেন বিজেপির মহিলা সদস্যরা ৷"

সোমবার শুরু হয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন ৷ এদিন শোকপ্রস্তাবে আরজি করে মৃত চিকিৎসক ছাত্রীর কথা না-থাকা নিয়েও সরব হন বিরোধী দলনেতা ৷ বিজেপি পৃথকভাবে নির্যাতিতার উদ্দেশে যে শোকজ্ঞাপন করেছে, সেই নজিরবিহীন কাজ করতে শাসকদল তাদের বাধ্য় করেছে বলে দাবি শুভেন্দুর ৷

তাঁর কথায়, "আইন মেনেই রাজ্যপালের ভাষণের শেষে আজ আরজি করের নির্যাতিতার আত্মার শান্তি কামনা করা এবং নীরবতা পালনের আবেদন জানানো হয়েছিল । আমরা বলেছিলাম, এই বার্তা যাতে নির্যাতিতার বাড়িতে পৌঁছে দেওয়া হয় । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদন করি । তবে তিনি এই প্রস্তাব মানতে চাননি ৷ তিনি নির্যাতিতার নাম জানতে চান ।" অর্থাৎ ধর্ষিতার নাম প্রকাশ করা যায় না, ফলে কী নামে শোকপ্রস্তাব পেশ করা হবে, সেকথাই বলেন অধ্যক্ষ ৷ জবাবে শুভেন্দু বলেন, 9 অগস্ট আরজি করে মৃত চিকিৎসক ছাত্রী বলেই শোক জানানো হোক ৷

আইন মেনেই এটা করা যেত বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেন, "আমি 2006 সালে বিধানসভায় এসেছি । আর বিমান বন্দ্যোপাধ্যায় 2011 সালে বিধানসভায় এসেছেন । উনি কি আমাকে আইন শেখাবেন ? আমরা সমাজ মাধ্যমে পোস্ট করেছি । এবং অধ্যক্ষকে কেউ শিখিয়েছেন যে সমাজ মাধ্যমে করা পোস্টও নাকি দেখানো যাবে না । তাই মোমবাতি নিয়ে কালো কাপড় গলায় জড়িয়ে আজ বিধানসভায় আমরা মৌন মিছিল করেছি ।"

এদিন শাসকদলকে হুঁশিয়ারির সুরে বিরোধী দলনেতা বলেছেন, নির্যাতিতার বিচার বিজেপি এনেই ছাড়বে । তাঁর কথায়, "আরজি করের নির্যাতিতার জন্য আর-পাড়ের লড়াই ৷ যা পারেন করে নেন ৷ সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে থাপ্পড় দিয়েছে ৷"

এদিন শোকপ্রস্তাবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও যথাযথভাবে শ্রদ্ধা জানানো হয়নি বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "এটা নজিরবিহীন অসভ্যতা ৷ এধরনের উচ্চ মাপের নেতা, যাঁর সংসদীয় রাজনীতিতে বিরাট ভূমিকা, 6টা টার্ম বিধায়ক, একাধিকবার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তাঁর সম্পর্কে শোকজ্ঞাপনের সুযোগ শাসকদলের অঙ্গুলিহেলনে আজ স্পিকার দেয়নি ৷"

ধর্ষণ বিরোধী বিলে বিজেপি সমর্থন দেবে কি না, তা নিয়ে ধন্দ কাটাননি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও ৷ তিনি বলেন, "আগামিকাল বিধানসভার বিশেষ অধিবেশনে যে বিল আনা হচ্ছে, তাতে বিজেপির সমস্ত মহিলা বিধায়ক নিজেদের বক্তব্য রাখবেন । তবে তাঁরা বিলে সমর্থন করবেন, নাকি করবেন না, সেটা আগামিকালই দেখা যাবে ।"

আরজি করের ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী, নগরপাল এবং সন্দীপ ঘোষকে সামনাসামনি বসিয়ে সিবিআই যাতে জিজ্ঞাসাবাদ করে সেই দাবি তুলেছেন অগ্নিমিত্রা ৷ তাঁর অভিযোগ, আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও বেশ সন্দেহজনক ।

কলকাতা, 2 সেপ্টেম্বর: মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা উইমেন চাইল্ড বিল 2024 আনছে রাজ্য সরকার ৷ তবে সেই সময় বিরোধীদের কী ভূমিকা থাকে, সেটা আগামিকালই সবাই দেখতে পাবেন ৷ হুঁশিয়ারির সুরে আজ একথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই বিলে বিজেপি সমর্থন করবে কি না, সেবিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও ৷

মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা উইমেন চাইল্ড বিল (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন) 2024 পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক ৷ এই বিল নিয়ে আলোচনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । বিধানসভায় এই নিয়ে আলোচনার জন্য দু'ঘণ্টা সময় দেওয়া হয়েছে ৷ এত গুরুতর বিষয় নিয়ে আলোচনার জন্য মাত্র দু'ঘণ্টা বরাদ্দ হওয়ায় এদিন ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

তিনি বলেন, "আজ সেই বিলের নথি সব বিধায়ককে দেওয়া হয়েছে । সেই বিলে যা সংস্কারের প্রস্তাব বিজেপি সেটা করবে । এত বড় একটা বিষয় নিয়ে মাত্র দু'ঘণ্টা আলোচনা হবে কাল । আর বিজেপির ভাগে 60 মিনিট । আমি কিছুক্ষণ বলার পর বেশিরভাগটাই বলবেন বিজেপির মহিলা সদস্যরা ৷"

সোমবার শুরু হয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন ৷ এদিন শোকপ্রস্তাবে আরজি করে মৃত চিকিৎসক ছাত্রীর কথা না-থাকা নিয়েও সরব হন বিরোধী দলনেতা ৷ বিজেপি পৃথকভাবে নির্যাতিতার উদ্দেশে যে শোকজ্ঞাপন করেছে, সেই নজিরবিহীন কাজ করতে শাসকদল তাদের বাধ্য় করেছে বলে দাবি শুভেন্দুর ৷

তাঁর কথায়, "আইন মেনেই রাজ্যপালের ভাষণের শেষে আজ আরজি করের নির্যাতিতার আত্মার শান্তি কামনা করা এবং নীরবতা পালনের আবেদন জানানো হয়েছিল । আমরা বলেছিলাম, এই বার্তা যাতে নির্যাতিতার বাড়িতে পৌঁছে দেওয়া হয় । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদন করি । তবে তিনি এই প্রস্তাব মানতে চাননি ৷ তিনি নির্যাতিতার নাম জানতে চান ।" অর্থাৎ ধর্ষিতার নাম প্রকাশ করা যায় না, ফলে কী নামে শোকপ্রস্তাব পেশ করা হবে, সেকথাই বলেন অধ্যক্ষ ৷ জবাবে শুভেন্দু বলেন, 9 অগস্ট আরজি করে মৃত চিকিৎসক ছাত্রী বলেই শোক জানানো হোক ৷

আইন মেনেই এটা করা যেত বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেন, "আমি 2006 সালে বিধানসভায় এসেছি । আর বিমান বন্দ্যোপাধ্যায় 2011 সালে বিধানসভায় এসেছেন । উনি কি আমাকে আইন শেখাবেন ? আমরা সমাজ মাধ্যমে পোস্ট করেছি । এবং অধ্যক্ষকে কেউ শিখিয়েছেন যে সমাজ মাধ্যমে করা পোস্টও নাকি দেখানো যাবে না । তাই মোমবাতি নিয়ে কালো কাপড় গলায় জড়িয়ে আজ বিধানসভায় আমরা মৌন মিছিল করেছি ।"

এদিন শাসকদলকে হুঁশিয়ারির সুরে বিরোধী দলনেতা বলেছেন, নির্যাতিতার বিচার বিজেপি এনেই ছাড়বে । তাঁর কথায়, "আরজি করের নির্যাতিতার জন্য আর-পাড়ের লড়াই ৷ যা পারেন করে নেন ৷ সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে থাপ্পড় দিয়েছে ৷"

এদিন শোকপ্রস্তাবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও যথাযথভাবে শ্রদ্ধা জানানো হয়নি বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "এটা নজিরবিহীন অসভ্যতা ৷ এধরনের উচ্চ মাপের নেতা, যাঁর সংসদীয় রাজনীতিতে বিরাট ভূমিকা, 6টা টার্ম বিধায়ক, একাধিকবার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তাঁর সম্পর্কে শোকজ্ঞাপনের সুযোগ শাসকদলের অঙ্গুলিহেলনে আজ স্পিকার দেয়নি ৷"

ধর্ষণ বিরোধী বিলে বিজেপি সমর্থন দেবে কি না, তা নিয়ে ধন্দ কাটাননি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও ৷ তিনি বলেন, "আগামিকাল বিধানসভার বিশেষ অধিবেশনে যে বিল আনা হচ্ছে, তাতে বিজেপির সমস্ত মহিলা বিধায়ক নিজেদের বক্তব্য রাখবেন । তবে তাঁরা বিলে সমর্থন করবেন, নাকি করবেন না, সেটা আগামিকালই দেখা যাবে ।"

আরজি করের ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী, নগরপাল এবং সন্দীপ ঘোষকে সামনাসামনি বসিয়ে সিবিআই যাতে জিজ্ঞাসাবাদ করে সেই দাবি তুলেছেন অগ্নিমিত্রা ৷ তাঁর অভিযোগ, আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও বেশ সন্দেহজনক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.