হাওড়া, 29 অগস্ট: নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের বিরুদ্ধ বিজেপি-র ডাকা বাংলা বনধ সফল করতে বুধবার পথে নেমেছিলেন শুভেন্দু অধিকারী ৷ নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বনধের সমর্থনে মিছিল করেন তিনি ৷ দুপুরে সেখান থেকেই রাজ্যের দুই প্রশাসনিক ভরকেন্দ্র নবান্ন, লালবাজার ও কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে একই দিনে অভিযানের ঘোষণা করেন শুভেন্দু ৷ আর সন্ধ্যায় হাওড়ায় নবান্ন অভিযানে আহতদের দেখতে এসে তৃণমূলকে আরও একবার হুশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷
বুধবার সন্ধ্যায় হাওড়ার সন্ধ্যবাজার এলাকার একটি নার্সিংহোমে নবান্ন অভিযানে পুলিশের লাঠিতে আহত আন্দোলনকারীদের দেখতে আসেন রাজ্যের শুভেন্দু অধিকারী ৷ হাসপাতালে চিকিৎসা-সহ তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য করার কথাও জানানোর পাশাপাশি রাজ্যের শাসক দলকে হুঙ্কার দেন বিরোধী দলনেতা ৷ শুভেন্দু বলেন, "জনগণ জেগেছে, এদের পালাতে হবে।"
তিনি আরও বলেন, "গতকাল অরাজনৈতিক নবান্ন অভিযানে অংশ নেওয়া শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তির উপরেও পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে ৷ পালিয়ে যেতে পারবে না, জেনেও তাঁর উপরে লাঠি, কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করেছে পুলিশ।" আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযান করেন 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' ৷ অরাজনৈতিক এই আন্দোলনকে বাইরে থেকে সমর্থন করে বিজেপি ৷ নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ ৷ এই ঘটনায় কয়েকজন আহত হন ৷ আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী ৷
আন্দোলনকারীদের উপর পুলিশের আক্রমণ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গিয়েছে ৷" একইসঙ্গে শাসকদল তৃণমূলকে হুঙ্কার দেন বিরোধী দলনেতা ৷ শুভেন্দু বলেন," অত্যাচারীরা শেষ কথা বলে না, তা হলে আজও ভারতে ব্রিটিশরা রাজ করত ৷ মুগল-পাঠানদের রাজত্ব এখনও চলত ৷ এরপর একই সঙ্গে নবান্ন, কালীঘাট, লালবাজার অভিযান হবে ৷ জনগণ জেগেছে, এদেরকে পালাতে হবে।"