ETV Bharat / state

জনগণ জেগেছে, তৃণমূলকে পালাতে হবে; হুঙ্কার শুভেন্দুর - Suvendu Adhikari - SUVENDU ADHIKARI

Suvendu Adhikari Threatens to TMC: বুধবার সন্ধ্যায় হাওড়ায় নবান্ন অভিযানে আহতদের দেখতে এসে তৃণমূলকে আরও একবার হুশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী ৷ শাসকদল তৃণমূলকে রাজ্যের বিরোধী দলনেতার হুঙ্কার, "জনগণ জেগেছে, এদের পালাতে হবে।"

Suvendu Adhikari Threatens to TMC
নবান্ন অভিযানে আহতদের দেখতে হাসপাতালে শুভেন্দু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 8:12 AM IST

হাওড়া, 29 অগস্ট: নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের বিরুদ্ধ বিজেপি-র ডাকা বাংলা বনধ সফল করতে বুধবার পথে নেমেছিলেন শুভেন্দু অধিকারী ৷ নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বনধের সমর্থনে মিছিল করেন তিনি ৷ দুপুরে সেখান থেকেই রাজ্যের দুই প্রশাসনিক ভরকেন্দ্র নবান্ন, লালবাজার ও কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে একই দিনে অভিযানের ঘোষণা করেন শুভেন্দু ৷ আর সন্ধ্যায় হাওড়ায় নবান্ন অভিযানে আহতদের দেখতে এসে তৃণমূলকে আরও একবার হুশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷

হুঙ্কার শুভেন্দুর (ইটিভি ভারত)

বুধবার সন্ধ্যায় হাওড়ার সন্ধ্যবাজার এলাকার একটি নার্সিংহোমে নবান্ন অভিযানে পুলিশের লাঠিতে আহত আন্দোলনকারীদের দেখতে আসেন রাজ্যের শুভেন্দু অধিকারী ৷ হাসপাতালে চিকিৎসা-সহ তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য করার কথাও জানানোর পাশাপাশি রাজ্যের শাসক দলকে হুঙ্কার দেন বিরোধী দলনেতা ৷ শুভেন্দু বলেন, "জনগণ জেগেছে, এদের পালাতে হবে।"

তিনি আরও বলেন, "গতকাল অরাজনৈতিক নবান্ন অভিযানে অংশ নেওয়া শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তির উপরেও পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে ৷ পালিয়ে যেতে পারবে না, জেনেও তাঁর উপরে লাঠি, কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করেছে পুলিশ।" আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযান করেন 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' ৷ অরাজনৈতিক এই আন্দোলনকে বাইরে থেকে সমর্থন করে বিজেপি ৷ নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ ৷ এই ঘটনায় কয়েকজন আহত হন ৷ আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী ৷

আন্দোলনকারীদের উপর পুলিশের আক্রমণ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গিয়েছে ৷" একইসঙ্গে শাসকদল তৃণমূলকে হুঙ্কার দেন বিরোধী দলনেতা ৷ শুভেন্দু বলেন," অত্যাচারীরা শেষ কথা বলে না, তা হলে আজও ভারতে ব্রিটিশরা রাজ করত ৷ মুগল-পাঠানদের রাজত্ব এখনও চলত ৷ এরপর একই সঙ্গে নবান্ন, কালীঘাট, লালবাজার অভিযান হবে ৷ জনগণ জেগেছে, এদেরকে পালাতে হবে।"

হাওড়া, 29 অগস্ট: নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের বিরুদ্ধ বিজেপি-র ডাকা বাংলা বনধ সফল করতে বুধবার পথে নেমেছিলেন শুভেন্দু অধিকারী ৷ নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বনধের সমর্থনে মিছিল করেন তিনি ৷ দুপুরে সেখান থেকেই রাজ্যের দুই প্রশাসনিক ভরকেন্দ্র নবান্ন, লালবাজার ও কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে একই দিনে অভিযানের ঘোষণা করেন শুভেন্দু ৷ আর সন্ধ্যায় হাওড়ায় নবান্ন অভিযানে আহতদের দেখতে এসে তৃণমূলকে আরও একবার হুশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷

হুঙ্কার শুভেন্দুর (ইটিভি ভারত)

বুধবার সন্ধ্যায় হাওড়ার সন্ধ্যবাজার এলাকার একটি নার্সিংহোমে নবান্ন অভিযানে পুলিশের লাঠিতে আহত আন্দোলনকারীদের দেখতে আসেন রাজ্যের শুভেন্দু অধিকারী ৷ হাসপাতালে চিকিৎসা-সহ তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য করার কথাও জানানোর পাশাপাশি রাজ্যের শাসক দলকে হুঙ্কার দেন বিরোধী দলনেতা ৷ শুভেন্দু বলেন, "জনগণ জেগেছে, এদের পালাতে হবে।"

তিনি আরও বলেন, "গতকাল অরাজনৈতিক নবান্ন অভিযানে অংশ নেওয়া শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তির উপরেও পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে ৷ পালিয়ে যেতে পারবে না, জেনেও তাঁর উপরে লাঠি, কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করেছে পুলিশ।" আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযান করেন 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' ৷ অরাজনৈতিক এই আন্দোলনকে বাইরে থেকে সমর্থন করে বিজেপি ৷ নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ ৷ এই ঘটনায় কয়েকজন আহত হন ৷ আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী ৷

আন্দোলনকারীদের উপর পুলিশের আক্রমণ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গিয়েছে ৷" একইসঙ্গে শাসকদল তৃণমূলকে হুঙ্কার দেন বিরোধী দলনেতা ৷ শুভেন্দু বলেন," অত্যাচারীরা শেষ কথা বলে না, তা হলে আজও ভারতে ব্রিটিশরা রাজ করত ৷ মুগল-পাঠানদের রাজত্ব এখনও চলত ৷ এরপর একই সঙ্গে নবান্ন, কালীঘাট, লালবাজার অভিযান হবে ৷ জনগণ জেগেছে, এদেরকে পালাতে হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.