বসিরহাট, 30 মে: "মোদিজি চেয়েছেন ! তাই, আমরা সবাই মিলে রেখা পাত্রকে দিল্লি পাঠাব । কোনও যোগ-বিয়োগে কাজ হবে না ।" বৃহস্পতিবার শেষবেলার ভোট প্রচারে এসে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে জনসভা থেকে এমনই মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । দুপুরে বসিরহাটের বিএসএসএ ময়দানের সভা থেকে তিনি বলেন, "রেখা পাত্রের সম্পর্কে নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই । খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে গণদেবতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন । হাজার হাজার শক্তি স্বরূপার প্রতিনিধি হিসেবে রেখা পাত্র আগামী দিনে দিল্লি যাচ্ছেন। এনিয়ে কোনও সন্দেহ নেই ।"
এরপরই শেখ শাহজাহান ও শওকত মোল্লাকে এক সারিতে রেখে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারির সুরে বলেন, "এক ব্যাটা জেলে পচে আমার বক্তব্য শুনছে । আরেক ব্যাটা ব্যাগ গোছাচ্ছে ।" এদিনের সভা থেকে বসিরহাট এবং হাড়োয়ার দুই তৃণমূল নেতাকেও হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে । এঁদের সম্পর্কে তাঁর বক্তব্য বলেন, "তৃণমূলের নেতারা মুখে আওয়াজ দেবেন । কাউকে টাচ করতে পারবেন না । আমি আপনাদের বলে গেলাম । দেখে নেবেন । এদের দম বেরিয়ে গিয়েছে । বাদল মিত্র'র মতো কিছু খুচরো পয়সা বেঁচে আছে । মাঠে কাজ করার কেউ নেই । আছে শুধু পুলিশ । সেটাও আমরা সামলে নেব । কোনও চিন্তা করবেন না। এবার সবাই ভোট দিতে পারবেন । নির্বাচন কমিশনের সমস্ত বন্দোবস্ত থাকবে ।" রাতে গ্রামে পুলিশ ঢুকলে মা-বোনেদের শঙ্খ বাজিয়ে তাঁদের দৃষ্টি আকর্ষণ করার বার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী ।
তাম্রলিপ্ত কার দখলে ? ‘অভিজিৎ’ মূহূর্তের অপেক্ষায় দেবাংশু-সায়নের সঙ্গে প্রাক্তন বিচারপতিও
ভোটের দিন কী করতে হবে, কী ধরণের বন্দোবস্ত থাকছে নির্বাচন কমিশনের-সেই বিষয়টিও এদিন কর্মীদের সামনে তুলে ধরেন বিরোধী দলনেতা । তিনি বলেন, "কুইক রেসপন্স টিম থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী সজাগ রয়েছে । শুধু আপনাদের খেয়াল রাখতে হবে 100 শতাংশ ওয়েব কাস্টিং এবং প্রতিটি বুথে ক্যামেরা ঠিকমতো কাজ করছে কি না ।কোথাও কোনও সমস্যা হলে সরাসরি আমাকে ফোন করবেন । মণ্ডল সভাপতিদের বলব, আমার মোবাইল নম্বর প্রত্যেক কর্মীর কাছে পৌঁছে দেবেন । আমি জেগে আছি । কোনও সমস্যা নেই ।"