কলকাতা, 5 এপ্রিল: গ্রুপ-ডি আন্দোলনকারীদের মিছিলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে শুক্রবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, ওই আন্দোলন কর্মসূচিতে যোগ দেওয়ায় বকেয়া ডিএ-র দাবি আন্দোলনকারীদের অন্যতম মুখ ভাস্কর ঘোষের সঙ্গে দুর্বব্যবহার করা হয়েছে ৷ ভাস্করকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে ৷ তাই পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী ৷
এ দিন সোশাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করেন বিরোধী দলনেতা ৷ পোস্টের শুরুতেই তিনি লিখেছেন, ‘‘পুলিশ তুমি যতই মারো, বেতন তোমার একশো বারো ৷’’ তার পর তিনি মনে করিয়ে দিয়েছেন যে এই স্লোগানের সূচনা গত শতাব্দীর সাতের দশকে ৷ সেই সময় পুলিশি বর্বরতার বিরুদ্ধে এই স্লোগান তোলা হয়েছিল ৷ সেই স্লোগানের মাধ্যমে পুলিশকে মনে করানো হত যে মানুষকে মারধর করলেও তাদের বেতন 112 টাকাই থেকে যাবে ৷ এর পরই তিনি পুরনো সেই স্লোগানের সঙ্গে বর্তমানের অবস্থার মিল তুলে তুলে ধরেন ৷ শুভেন্দু লেখেন, এখন পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ তাদের ন্যায্য ডিএ পায় না ৷ তবুও তারা বঞ্চিত চাকরি প্রার্থী ও ডিএ আন্দোলনকারীদের মারধর করে ।
এর পরই ওই পোস্টে এ দিনের ঘটনার প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, প্রয়োজনীয় অনুমতি নিয়ে এ দিন পশ্চিমবঙ্গ গ্রুপ-ডি সরকারি চাকরি প্রার্থীদের তরফে একটি সমাবেশের আয়োজন করা হয় । তারপরও পুলিশ হঠাৎ করেই অংশগ্রহণকারীদের মারধর করে । সেখানে উপস্থিত ছিলেন বকেয়া ডিএ-র দাবি আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ৷ ভাস্করের সঙ্গেও পুলিশ দুর্ব্যবহার করে ও বেআইনিভাবে পুলিশ গ্রেফতার করেছে বলে শুভেন্দুর দাবি ।
তিনি পুলিশের ভূমিকার সমালোচনা করেন ও আন্দোলনকারীদের পাশে থাকার কথা বলেন ৷ একই সঙ্গে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পুলিশের বর্বরতাকে অস্ত্র বানিয়েছেন । এ দিনের ঘটনায় মমতার উদ্বেগের বিষয়টি ধরা পড়েছে ৷ মমতা শিগগিরই ক্ষমতাচ্যূত হওয়ার আশঙ্কা করছেন বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা ৷
ওই পোস্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন শুভেন্দু ৷ সেখানে ভাস্কর ঘোষের বক্তব্য রয়েছে ৷ ওই ভিডিয়োতে ভাস্কর দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে পুলিশ তাঁদের উপর অত্যাচার করেছে ৷
আরও পড়ুন: