ETV Bharat / state

চাকরি প্রার্থী ও ডিএ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জের অভিযোগ, সরব শুভেন্দু - Suvendu Adhikari - SUVENDU ADHIKARI

Suvendu Adhikari: গ্রুপ-ডি আন্দোলনকারীদের মিছিলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ৷ সেখানে ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষকে হেনস্তা ও গ্রেফতারের অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় এই সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 8:04 PM IST

কলকাতা, 5 এপ্রিল: গ্রুপ-ডি আন্দোলনকারীদের মিছিলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে শুক্রবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, ওই আন্দোলন কর্মসূচিতে যোগ দেওয়ায় বকেয়া ডিএ-র দাবি আন্দোলনকারীদের অন্যতম মুখ ভাস্কর ঘোষের সঙ্গে দুর্বব্যবহার করা হয়েছে ৷ ভাস্করকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে ৷ তাই পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী ৷

এ দিন সোশাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করেন বিরোধী দলনেতা ৷ পোস্টের শুরুতেই তিনি লিখেছেন, ‘‘পুলিশ তুমি যতই মারো, বেতন তোমার একশো বারো ৷’’ তার পর তিনি মনে করিয়ে দিয়েছেন যে এই স্লোগানের সূচনা গত শতাব্দীর সাতের দশকে ৷ সেই সময় পুলিশি বর্বরতার বিরুদ্ধে এই স্লোগান তোলা হয়েছিল ৷ সেই স্লোগানের মাধ্যমে পুলিশকে মনে করানো হত যে মানুষকে মারধর করলেও তাদের বেতন 112 টাকাই থেকে যাবে ৷ এর পরই তিনি পুরনো সেই স্লোগানের সঙ্গে বর্তমানের অবস্থার মিল তুলে তুলে ধরেন ৷ শুভেন্দু লেখেন, এখন পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ তাদের ন্যায্য ডিএ পায় না ৷ তবুও তারা বঞ্চিত চাকরি প্রার্থী ও ডিএ আন্দোলনকারীদের মারধর করে ।

এর পরই ওই পোস্টে এ দিনের ঘটনার প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, প্রয়োজনীয় অনুমতি নিয়ে এ দিন পশ্চিমবঙ্গ গ্রুপ-ডি সরকারি চাকরি প্রার্থীদের তরফে একটি সমাবেশের আয়োজন করা হয় । তারপরও পুলিশ হঠাৎ করেই অংশগ্রহণকারীদের মারধর করে । সেখানে উপস্থিত ছিলেন বকেয়া ডিএ-র দাবি আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ৷ ভাস্করের সঙ্গেও পুলিশ দুর্ব্যবহার করে ও বেআইনিভাবে পুলিশ গ্রেফতার করেছে বলে শুভেন্দুর দাবি ।

তিনি পুলিশের ভূমিকার সমালোচনা করেন ও আন্দোলনকারীদের পাশে থাকার কথা বলেন ৷ একই সঙ্গে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পুলিশের বর্বরতাকে অস্ত্র বানিয়েছেন । এ দিনের ঘটনায় মমতার উদ্বেগের বিষয়টি ধরা পড়েছে ৷ মমতা শিগগিরই ক্ষমতাচ্যূত হওয়ার আশঙ্কা করছেন বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা ৷

ওই পোস্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন শুভেন্দু ৷ সেখানে ভাস্কর ঘোষের বক্তব্য রয়েছে ৷ ওই ভিডিয়োতে ভাস্কর দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে পুলিশ তাঁদের উপর অত্যাচার করেছে ৷

আরও পড়ুন:

  1. 'পিঠে খাওয়ার নামে শাহজাহান যা করত, তৃণমূল প্রার্থীও সেই দোষে দুষ্ট', মালদায় প্রসূনকে তোপ শুভেন্দুর
  2. 'ভোট দিতে দেননি মমতা, এবার বদলা হবে', হুঁশিয়ারী শুভেন্দু অধিকারীর
  3. শাহজাহানের সবথেকে বড় সাগরেদ মমতা-অভিষেক, নিশানা শুভেন্দুর

কলকাতা, 5 এপ্রিল: গ্রুপ-ডি আন্দোলনকারীদের মিছিলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে শুক্রবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, ওই আন্দোলন কর্মসূচিতে যোগ দেওয়ায় বকেয়া ডিএ-র দাবি আন্দোলনকারীদের অন্যতম মুখ ভাস্কর ঘোষের সঙ্গে দুর্বব্যবহার করা হয়েছে ৷ ভাস্করকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে ৷ তাই পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী ৷

এ দিন সোশাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করেন বিরোধী দলনেতা ৷ পোস্টের শুরুতেই তিনি লিখেছেন, ‘‘পুলিশ তুমি যতই মারো, বেতন তোমার একশো বারো ৷’’ তার পর তিনি মনে করিয়ে দিয়েছেন যে এই স্লোগানের সূচনা গত শতাব্দীর সাতের দশকে ৷ সেই সময় পুলিশি বর্বরতার বিরুদ্ধে এই স্লোগান তোলা হয়েছিল ৷ সেই স্লোগানের মাধ্যমে পুলিশকে মনে করানো হত যে মানুষকে মারধর করলেও তাদের বেতন 112 টাকাই থেকে যাবে ৷ এর পরই তিনি পুরনো সেই স্লোগানের সঙ্গে বর্তমানের অবস্থার মিল তুলে তুলে ধরেন ৷ শুভেন্দু লেখেন, এখন পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ তাদের ন্যায্য ডিএ পায় না ৷ তবুও তারা বঞ্চিত চাকরি প্রার্থী ও ডিএ আন্দোলনকারীদের মারধর করে ।

এর পরই ওই পোস্টে এ দিনের ঘটনার প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, প্রয়োজনীয় অনুমতি নিয়ে এ দিন পশ্চিমবঙ্গ গ্রুপ-ডি সরকারি চাকরি প্রার্থীদের তরফে একটি সমাবেশের আয়োজন করা হয় । তারপরও পুলিশ হঠাৎ করেই অংশগ্রহণকারীদের মারধর করে । সেখানে উপস্থিত ছিলেন বকেয়া ডিএ-র দাবি আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ৷ ভাস্করের সঙ্গেও পুলিশ দুর্ব্যবহার করে ও বেআইনিভাবে পুলিশ গ্রেফতার করেছে বলে শুভেন্দুর দাবি ।

তিনি পুলিশের ভূমিকার সমালোচনা করেন ও আন্দোলনকারীদের পাশে থাকার কথা বলেন ৷ একই সঙ্গে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পুলিশের বর্বরতাকে অস্ত্র বানিয়েছেন । এ দিনের ঘটনায় মমতার উদ্বেগের বিষয়টি ধরা পড়েছে ৷ মমতা শিগগিরই ক্ষমতাচ্যূত হওয়ার আশঙ্কা করছেন বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা ৷

ওই পোস্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন শুভেন্দু ৷ সেখানে ভাস্কর ঘোষের বক্তব্য রয়েছে ৷ ওই ভিডিয়োতে ভাস্কর দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে পুলিশ তাঁদের উপর অত্যাচার করেছে ৷

আরও পড়ুন:

  1. 'পিঠে খাওয়ার নামে শাহজাহান যা করত, তৃণমূল প্রার্থীও সেই দোষে দুষ্ট', মালদায় প্রসূনকে তোপ শুভেন্দুর
  2. 'ভোট দিতে দেননি মমতা, এবার বদলা হবে', হুঁশিয়ারী শুভেন্দু অধিকারীর
  3. শাহজাহানের সবথেকে বড় সাগরেদ মমতা-অভিষেক, নিশানা শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.