আরামবাগ, 7 অক্টোবর: আরজি কর ঘটনার রেশ এখনও কাটেনি ৷ তার মধ্যেই জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য ৷ এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধন করা নিয়ে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
তিনি বলেন, "দিকে দিকে নারীরা নির্যাতিত হচ্ছেন । আর উনি ঢাক বাজাচ্ছেন ৷ মুখ্যমন্ত্রী নির্লজ্জ, বেহায়া ও দু'কান কাটা ৷ মানবিকতা বর্জন করেছেন উনি ৷ জনগণ সব দেখছে ৷ এর বিচার জনগণ করবে ।" এরপর জয়নগরের ঘটনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, "মমতা তাঁর ভোটব্যাঙ্ক বাঁচাতে চাইছেন । মানুষের দাবি, রাজ্যের কোনও ডাক্তারের কাছে ময়নাতদন্ত চাই না । কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত হোক ।"
রবিবার আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের সহযোগিতায় বন্যাদুর্গতদের বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয় পুরশুড়া ও গোঘাটে । সেই অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের পুলিশ প্রশাসনকে তীব্র ভাষায় কটাক্ষ করেন বিরোধী দলনেতা ৷ আরজি করের ঘটনার আগুন গনগনে ৷ এমতাবস্থায় ঘৃতাহুতি করেছে জয়নগরের নারকীয় ঘটনা । সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করেন শুভেন্দু ৷
রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে শুভেন্দু বলেন, "আরজি করের পর জয়নগর ৷ নিজের ঘর সামলান । আগে ঘরের বাইরে লেখা থাকত কুকুর হইতে সাবধান ৷ এখন লিখবেন, তৃণমূলের ধর্ষণকারী হইতে সাবধান । 10 বছরের বাচ্চা মেয়েকে খুন করেছে । এদের একদম ছাড়বেন না ।" পটাশপুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "আমি গণপিটুনিকে সমর্থন করি না । কিন্তু, পুলিশ- প্রশাসনের উপর থেকে আস্থা হারিয়েছেন সাধারণ মানুষ । তাই নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছেন । জনগণ যা শিক্ষা দেওয়ার দিয়ে দিয়েছে ।"
উল্লেখ্য, পুরশুড়াতে ত্রাণ বিতরণের পর তিনি গোঘাটে যান । সেখানে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু ৷ সেই সঙ্গে, লক্ষ্মীপুজোর পর আরামবাগ, ঘাটাল ও পাঁশকুড়ায় সেচদফতরের অফিস ঘেরাও করার ডাক দেন তিনি । পাশাপাশি রাজ্য প্রশাসনকে আক্রমণ করে তিনি বলেন, "চাল, চিঁড়া, গুড় ও বন্যায় ছবি তোলার ব্যবসা বন্ধ করতে হবে। বিরোধী দল হিসেবে আমরা যা করার করব ।"