ETV Bharat / state

'তোলাবাজ' ভাইপোকে প্রতিষ্ঠিত করাই এজেন্ডা, 'এক দেশ এক ভোট' নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Suvendu Adhikari: 'এক দেশ এক ভোট'র বিরোধীতা করায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ উত্তর দিনাজপুর জেলায় নির্বাচনী প্রচারের সভা থেকে একের পর এক ইস্যুতে মমতাকে তির বিদ্ধ করেন তিনি ৷

Suvendu Adhikari
'তোলাবাজ' ভাইপোকে প্রতিষ্ঠিত করাই এজেন্ডা, 'এক দেশ এক ভোট' নিয়ে মমতাকে পালটা শুভেন্দুর
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 3:17 PM IST

'এক দেশ এক ভোট' নিয়ে মমতাকে পালটা শুভেন্দুর

রায়গঞ্জ, 16 এপ্রিল: 'এক দেশ এক ভোট'র পক্ষে সোমবার ফের একবার সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিজেপি সরকারের এই 'এক দেশ এক ভোট'-এর তীব্র বিরোধীতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে এবার তৃণমূল সুপ্রিমোকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সোমবার উত্তর দিনাজপুর জেলায় নির্বাচনী প্রচারে এসে তিনি বলেন, "নরেন্দ্র মোদিজি যেটা ভেবেছেন, যেটা করছেন, জনস্বার্থে করছেন । আর মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন, যা ভাবেন, ধান্দার জন্য ৷ আর কীভাবে তোলাবাজ ভাইপোকে প্রতিষ্ঠিত করা যায় তার উত্তরসূরি হিসাবে, এটাই ওঁনার এজেন্ডা ।"

শুভেন্দুর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রাক্তন হবেন জানেন । তাই তিনি এক দেশ এক ভোটের বিরোধিতা করছেন । এক একটা রাজ্য বিধানসভা নির্বাচন করতে কয়েক হাজার কোটি টাকা খরচ হয় দেশের । এই টাকা যদি সাশ্রয় হয়, এই টাকা দিয়ে নতুন কয়েকশো মেডিক্যাল কলেজ, কয়েক হাজার কিলোমিটার রেললাইন, কয়েক হাজার কিলোমিটার জাতীয় সড়ক, একাধিক নতুন বিমানবন্দর, কয়েক কোটি জনগণের পাকা বাড়ি তৈরি করে দেওয়া যেতে পারে ।"

Suvendu Adhikari
দলীয় প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে প্রচার শুভেন্দু অধিকারীর

এ দিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কোর্ট ময়দানে দলীয় প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে জনসভায় যোগ দেন রাজ্যের শুভেন্দু অধিকারী । প্রার্থী ছাড়াও এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিজেপির একাধিক নেতৃত্বরা ৷ উল্লেখযোগ্যভাবে, এ দিনের এই সভা মঞ্চে জেলা বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর সদস্যরাও উপস্থিত ছিলেন । সবাইকে একসঙ্গে নিয়ে চলার আহ্বান জানান বিরোধী দলনেতা । সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে আক্রমণ করেন তিনি । এর পাশাপাশি ইসলামপুরকে আলাদা জেলার দাবির পক্ষে সওয়াল করেন তিনি ৷ শুভেন্দু অধিকারী বলেন, "সঠিক দাবি । ইসলামপুরে কোনও উন্নয়ন হয়নি । দীর্ঘদিন ধরে পৌরবোর্ডের নির্বাচন হয় না । জল নিকাশি বুজিয়ে সমস্ত বেআইনি নির্মাণ করা হয়েছে এবং এখানে মাঝে মাঝেই উচ্ছেদ করা হয় ৷ কিন্তু উন্নয়ন হয় না । একটা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, না আছে নিউরো সার্জেন, না আছে এমআরআই মেশিন, না আছে আইসিইউ । ওটাকে বলা হয় রেফার হসপিটাল । যে আসবে তাকে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে রেফার করাই হচ্ছে ওদের কাজ । চুরি-দুর্নীতি ছাড়া কোনও কাজ এরা করেনি ।"

অপরদিকে রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী ও চোপড়ার দাপুটে বিধায়ক হামিদুল রহমানকেও তীব্র আক্রমণ করেন শুভেন্দু । তিনি বলেন, "চাকরি দুর্নীতি, গরু পাচার, জমি দখল তৃণমূলের কাজ । আদিবাসীদের জমি পর্যন্ত দখল করেছে হামিদুল রহমান । আর যত চাকরি রব্বানীর পরিবার ও হামিদুল রহমানের পরিবার পেয়েছে । এই লুমপেনদের হাত থেকে উত্তর দিনাজপুরকে বাঁচাতে হবে ।" পাশাপাশি চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে তীব্র হুশিয়ারিও দেন তিনি । শুভেন্দু বলেন,"হামিদুল রহমানকে বলে যাই, তোমার থেকেও বড় গুণ্ডা ছিল শাহজাহান । তার যা অবস্থা হয়েছে তোমার অবস্থা এর থেকেও খারাপ হবে ।"

Suvendu Adhikari
ইসলামপুরের কোট ময়দানে জনসভায় শুভেন্দু অধিকারী

দাঁড়িভিটে দুই ছাত্র খুনের বিচার পায়নি মৃতদের পরিবার ৷ এই নিয়ে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় । যেহেতু বাংলা ভাষার পক্ষে লড়েছিল ওই দুই ছাত্র সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লোক দিয়ে তাঁদের খুন করিয়েছে ৷ এনআইএ, সিট তদন্তেও বাঁধা দিয়েছে । আমরা ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারি বিচার হবে ৷ খুনিরা শাস্তি পাবে ।"

এ দিকে রামনবমী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 17 তারিখ দাঙ্গা দিবস । এইরকম একটা জালি হিন্দুর পক্ষেই এই ধরনের কথা বলা সম্ভব । গোটা ভারতবর্ষে 22 জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন এমনকী বিরোধী মুখ্যমন্ত্রীরাও ছুটি দিতে বাধ্য হয়েছেন । আর উনি পালটা মিছিল করেছেন । জনগণ সব দেখছে । এগুলো করছেন সংখ্যালঘু ভোটকে নিজের দিকে টানার জন্য । আর শাহজাহান, আরাবুল, শওকত মোল্লা, গোলাম রব্বানীদের সৃষ্টি করার জন্য ।"

আরও পড়ুন:

  1. সুনীল মণ্ডলের বাড়িতে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন, বিস্ফোরক দাবি শুভেন্দুর
  2. রামনবমীতে হিংসা ছড়াতে পারে বিজেপি, আশঙ্কা প্রকাশ করে প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার
  3. বিশেষ ভোটব্যাংককে খুশি করতেই রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখান কংগ্রেসের, অভিযোগ মোদির

'এক দেশ এক ভোট' নিয়ে মমতাকে পালটা শুভেন্দুর

রায়গঞ্জ, 16 এপ্রিল: 'এক দেশ এক ভোট'র পক্ষে সোমবার ফের একবার সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিজেপি সরকারের এই 'এক দেশ এক ভোট'-এর তীব্র বিরোধীতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে এবার তৃণমূল সুপ্রিমোকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সোমবার উত্তর দিনাজপুর জেলায় নির্বাচনী প্রচারে এসে তিনি বলেন, "নরেন্দ্র মোদিজি যেটা ভেবেছেন, যেটা করছেন, জনস্বার্থে করছেন । আর মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন, যা ভাবেন, ধান্দার জন্য ৷ আর কীভাবে তোলাবাজ ভাইপোকে প্রতিষ্ঠিত করা যায় তার উত্তরসূরি হিসাবে, এটাই ওঁনার এজেন্ডা ।"

শুভেন্দুর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রাক্তন হবেন জানেন । তাই তিনি এক দেশ এক ভোটের বিরোধিতা করছেন । এক একটা রাজ্য বিধানসভা নির্বাচন করতে কয়েক হাজার কোটি টাকা খরচ হয় দেশের । এই টাকা যদি সাশ্রয় হয়, এই টাকা দিয়ে নতুন কয়েকশো মেডিক্যাল কলেজ, কয়েক হাজার কিলোমিটার রেললাইন, কয়েক হাজার কিলোমিটার জাতীয় সড়ক, একাধিক নতুন বিমানবন্দর, কয়েক কোটি জনগণের পাকা বাড়ি তৈরি করে দেওয়া যেতে পারে ।"

Suvendu Adhikari
দলীয় প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে প্রচার শুভেন্দু অধিকারীর

এ দিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কোর্ট ময়দানে দলীয় প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে জনসভায় যোগ দেন রাজ্যের শুভেন্দু অধিকারী । প্রার্থী ছাড়াও এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিজেপির একাধিক নেতৃত্বরা ৷ উল্লেখযোগ্যভাবে, এ দিনের এই সভা মঞ্চে জেলা বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর সদস্যরাও উপস্থিত ছিলেন । সবাইকে একসঙ্গে নিয়ে চলার আহ্বান জানান বিরোধী দলনেতা । সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে আক্রমণ করেন তিনি । এর পাশাপাশি ইসলামপুরকে আলাদা জেলার দাবির পক্ষে সওয়াল করেন তিনি ৷ শুভেন্দু অধিকারী বলেন, "সঠিক দাবি । ইসলামপুরে কোনও উন্নয়ন হয়নি । দীর্ঘদিন ধরে পৌরবোর্ডের নির্বাচন হয় না । জল নিকাশি বুজিয়ে সমস্ত বেআইনি নির্মাণ করা হয়েছে এবং এখানে মাঝে মাঝেই উচ্ছেদ করা হয় ৷ কিন্তু উন্নয়ন হয় না । একটা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, না আছে নিউরো সার্জেন, না আছে এমআরআই মেশিন, না আছে আইসিইউ । ওটাকে বলা হয় রেফার হসপিটাল । যে আসবে তাকে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে রেফার করাই হচ্ছে ওদের কাজ । চুরি-দুর্নীতি ছাড়া কোনও কাজ এরা করেনি ।"

অপরদিকে রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী ও চোপড়ার দাপুটে বিধায়ক হামিদুল রহমানকেও তীব্র আক্রমণ করেন শুভেন্দু । তিনি বলেন, "চাকরি দুর্নীতি, গরু পাচার, জমি দখল তৃণমূলের কাজ । আদিবাসীদের জমি পর্যন্ত দখল করেছে হামিদুল রহমান । আর যত চাকরি রব্বানীর পরিবার ও হামিদুল রহমানের পরিবার পেয়েছে । এই লুমপেনদের হাত থেকে উত্তর দিনাজপুরকে বাঁচাতে হবে ।" পাশাপাশি চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে তীব্র হুশিয়ারিও দেন তিনি । শুভেন্দু বলেন,"হামিদুল রহমানকে বলে যাই, তোমার থেকেও বড় গুণ্ডা ছিল শাহজাহান । তার যা অবস্থা হয়েছে তোমার অবস্থা এর থেকেও খারাপ হবে ।"

Suvendu Adhikari
ইসলামপুরের কোট ময়দানে জনসভায় শুভেন্দু অধিকারী

দাঁড়িভিটে দুই ছাত্র খুনের বিচার পায়নি মৃতদের পরিবার ৷ এই নিয়ে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় । যেহেতু বাংলা ভাষার পক্ষে লড়েছিল ওই দুই ছাত্র সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লোক দিয়ে তাঁদের খুন করিয়েছে ৷ এনআইএ, সিট তদন্তেও বাঁধা দিয়েছে । আমরা ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারি বিচার হবে ৷ খুনিরা শাস্তি পাবে ।"

এ দিকে রামনবমী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 17 তারিখ দাঙ্গা দিবস । এইরকম একটা জালি হিন্দুর পক্ষেই এই ধরনের কথা বলা সম্ভব । গোটা ভারতবর্ষে 22 জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন এমনকী বিরোধী মুখ্যমন্ত্রীরাও ছুটি দিতে বাধ্য হয়েছেন । আর উনি পালটা মিছিল করেছেন । জনগণ সব দেখছে । এগুলো করছেন সংখ্যালঘু ভোটকে নিজের দিকে টানার জন্য । আর শাহজাহান, আরাবুল, শওকত মোল্লা, গোলাম রব্বানীদের সৃষ্টি করার জন্য ।"

আরও পড়ুন:

  1. সুনীল মণ্ডলের বাড়িতে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন, বিস্ফোরক দাবি শুভেন্দুর
  2. রামনবমীতে হিংসা ছড়াতে পারে বিজেপি, আশঙ্কা প্রকাশ করে প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার
  3. বিশেষ ভোটব্যাংককে খুশি করতেই রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখান কংগ্রেসের, অভিযোগ মোদির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.