ETV Bharat / state

মমতা ও সিপিএমের আদরে লালিত হচ্ছে টুকরে টুকরে গ্যাং, রামনবমীর মিছিল থেকে কটাক্ষ শুভেন্দুর - Ram Navami 2024

Suvendu on Ram Navami: রামনবমীর মিছিল থেকে তৃণমূল ও সিপিএমকে একযোগে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কী বললেন তিনি ?

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 12:01 PM IST

Updated : Apr 17, 2024, 12:27 PM IST

রামনবমীর মিছিলে শুভেন্দু অধিকারীর বক্তব্য

নিউটাউন, 17 এপ্রিল: রামনবমীর মিছিল থেকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন সকালে নিউটাউনের ইকোপার্কে রামনবমীর অনুষ্ঠান ও শোভাযাত্রায় সামিল হয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আসকারাতে যাদবপুরে টুকরে টুকরে গ্যাং লালিত হচ্ছে ৷"

তাঁর কথায়, "যুব মোর্চার প্রতিবাদে আমি যখন ওখানে যাই তখন আমার গাড়ির সামনে এসে কীভাবে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল সেটা সবাই দেখেছে । স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী এবং ভারত বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় প্রশ্রয়ে যাদবপুরে টুকরে টুকরে গ্যাং লালিত হচ্ছে। আর এই কাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোসর হল সিপিএম। যাদের ঠাকুরদা থেকে জ্যাঠা, দাদু সবাই চিনে থাকে । ব়্যাগিং করে এক দরিদ্র বাড়ির ছাত্রকে মেরে ফেলা হল যাদবপুরে ।"

বুধবার রামনবমী উপলক্ষে নিউটাউনের ইকোপার্ক থেকে এক বিশাল সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয় ৷ নিউটাউন থেকে সল্টলেক হয়ে লেকটাউন পৌঁছয় এই শোভাযাত্রা । মন্দিরে পুজো দিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কার্যকর্তাদের সঙ্গে নিয়ে নিউটাউন থেকে সল্টলেক হয়ে তারপরে লেকটাউন-সহ বিভিন্ন জায়গায় পৌঁছয় শোভাযাত্রা ৷

আরও পড়ুন :

  1. রামনবমীর শহরে বাড়তি সতর্ক পুলিশ, আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে কলকাতা
  2. প্রাণপ্রতিষ্ঠার পর প্রথম রামনবমী, কী বিশেষ পদ থাকছে রামলালার জন্য ?

রামনবমীর মিছিলে শুভেন্দু অধিকারীর বক্তব্য

নিউটাউন, 17 এপ্রিল: রামনবমীর মিছিল থেকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন সকালে নিউটাউনের ইকোপার্কে রামনবমীর অনুষ্ঠান ও শোভাযাত্রায় সামিল হয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আসকারাতে যাদবপুরে টুকরে টুকরে গ্যাং লালিত হচ্ছে ৷"

তাঁর কথায়, "যুব মোর্চার প্রতিবাদে আমি যখন ওখানে যাই তখন আমার গাড়ির সামনে এসে কীভাবে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল সেটা সবাই দেখেছে । স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী এবং ভারত বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় প্রশ্রয়ে যাদবপুরে টুকরে টুকরে গ্যাং লালিত হচ্ছে। আর এই কাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোসর হল সিপিএম। যাদের ঠাকুরদা থেকে জ্যাঠা, দাদু সবাই চিনে থাকে । ব়্যাগিং করে এক দরিদ্র বাড়ির ছাত্রকে মেরে ফেলা হল যাদবপুরে ।"

বুধবার রামনবমী উপলক্ষে নিউটাউনের ইকোপার্ক থেকে এক বিশাল সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয় ৷ নিউটাউন থেকে সল্টলেক হয়ে লেকটাউন পৌঁছয় এই শোভাযাত্রা । মন্দিরে পুজো দিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কার্যকর্তাদের সঙ্গে নিয়ে নিউটাউন থেকে সল্টলেক হয়ে তারপরে লেকটাউন-সহ বিভিন্ন জায়গায় পৌঁছয় শোভাযাত্রা ৷

আরও পড়ুন :

  1. রামনবমীর শহরে বাড়তি সতর্ক পুলিশ, আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে কলকাতা
  2. প্রাণপ্রতিষ্ঠার পর প্রথম রামনবমী, কী বিশেষ পদ থাকছে রামলালার জন্য ?
Last Updated : Apr 17, 2024, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.