ETV Bharat / state

'শাহজাহানকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে সিপিএমের নিরাপদ', হুগলিতে দাবি শুভেন্দুর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

LS Election 2024: শেখ শাহাজাহানকে বাংলাদেশে যাওয়ার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি তৃণমূলের ধরনা প্রত্যাহার নিয়ে জানালেন, দিল্লি পুলিশের লাঠির দৈর্ঘ 6 ফুট ৷

ETV Bharat
শুভেন্দুর দাবি শেখ শাহাজাহানকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে এসেছেন নিরাপদ সর্দার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 8:04 AM IST

Updated : Apr 10, 2024, 9:42 AM IST

শেখ শাহজাহানকে বাংলাদেশ যাওয়ার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

মানকুণ্ডু, 10 এপ্রিল: "শাহজাহানকে বাংলাদেশের সরকারের কাছে আবেদন করুক", বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার হুগলির মানকুণ্ডুতে জনসংযোগে এসে তৃণমূলকে তুলোধনা করেন তিনি ৷ বাদ যায়নি শাহজাহান প্রসঙ্গ ৷ দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের বাইরে তৃণমূলের সাংসদ, নেতাদের ধরনা প্রত্যাহার নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন, "দিল্লি পুলিশের লাঠির দৈর্ঘ্য 6 ফুট ৷"

উত্তর 24 পরগনার সন্দেশখালিতে শাহজাহানের বিরুদ্ধে বাড়ি ও জমি দখলের অভিযোগ উঠেছে ৷ যদিও সে দাবি করেছে তার নিজের জমি-বাড়ি নেই ৷ বাজেয়াপ্ত হয়ে গিয়েছে ৷ এই প্রসঙ্গে শুভেন্দু সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ সরকারের কাছে আবেদন করুক শাহজাহান ৷ সে বাংলাদেশে ছিল ৷" সেখান থেকে ভারতে নিয়ে আসা প্রসঙ্গে বিজেপি বিধায়ক বাম নেতা নিরাপদ সর্দারের প্রসঙ্গ টানেন বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "সিপিএম নেতা নিরাপদ সর্দার শাহজাহানকে আনিয়েছেন ৷ এসব সিপিএমের প্রোডাক্ট ৷ 2013 সালের সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছিল ৷ শাহজাহানের নেতার নাম ওসলেম শেখ ৷ তিনিও ওখানে ভোট লুট করতেন ৷ তিনি সেখানে ছাত্র সংগঠন করতেন ৷"

তবে শাহাজাহানকে উদ্বাস্তু হিসাবে নিয়ে আসা হয়নি ৷ এই বিষয়ে শুভেন্দু নিজের মায়ের কথা উল্লেখ করেন ৷ বিজেপি বিধায়ক বলেন, "উদ্বাস্তু শরণার্থী হিসাবে তাকে আনা হয়নি ৷ যেমন আমার মা বরিশাল থেকে এসেছেন ৷ বাংলাদেশ থেকে গুন্ডা হিসেবে ভাড়া করে আনা হয়েছিল ৷ এটা করেছিল সিপিএমের নিরাপদ সর্দার ৷"

দিল্লিতে নির্বাচন কমিশনের বাইরে তৃণমূলের ধরনা প্রত্যাহারের কারণ নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, "দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট ৷ তৃণমূল নেতারা গরমে এসি ছাড়া এবং খুব দামি ঘর, কমোড, দামি সুরা পান ছাড়া থাকতে পারেন না ৷ বিলাসবহুল জীবন যাপন করে ৷ তাই তৃণমূল নেতারা মশা-মাছিতে বাইরে পড়ে থাকা, জেলের ভিতরে থাকা, এগুলো খুব কষ্টসাধ্য ব্যাপার। বাড়িতে 1 কোটি টাকা দামের ঝাড়বাতি বসে, এস্কালেটর থাকে তারা কখনও এই কষ্ট স্বীকার করতে পারে না ৷ তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে ৷ তাই উঠে পালিয়ে এসেছে ৷ দিল্লি পুলিশে বিনীত গোয়েল, মনোজ মালব্য, রাজীব কুমার, অমিত জাভালগীরা নেই ৷ দিল্লি পুলিশ অমিত শাহজির দফতরের হাতে ৷ এর আগে রাজঘাটে, কৃষি ভবনে অসভ্যতামি করেছিল ৷ ডান্ডার বাড়ি খেয়েছে ৷ সেটা মনে পড়ে গিয়েছে, তাই উঠে পালিয়ে এসেছে ৷"

বিজেপির সুমন কাঞ্জিলালকে পিএসির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে ৷ এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "অধ্যক্ষ বা যে-ই করে থাকুন, আগামিকাল নির্বাচন কমিশনে জানাব ৷ ইতিমধ্যে দার্জিলিং পৌরসভায় তিনটি নিয়োগ হয়েছিল ৷ রাজু বিস্তার অভিযোগে সেগুলি বাতিল হয়েছে ৷ তিনি যত বড় পোস্টেই থাকুন না কেন, নির্বাচন আচরণবিধি চলাকালীন সুমন কালজিলাল বিজেপির বিধায়ক এভাবে রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না ৷ নির্বাচন কমিশনের সিআইও স্পেশাল অবজারভারকে সচিব ও অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হবে ৷"

আরও পড়ুন:

  1. ভোর থেকে মন্দির মার্গ থানায় অবস্থানে তৃণমূলের প্রতিনিধিরা, ধরনায় বাধা সাগরিকাকে
  2. দিল্লিতে নির্বাচন সদনে তৃণমূলের ধরনায় ব্য়াপক উত্তেজনা
  3. এনআইএ আধিকারিকের সঙ্গে বিজেপির নেতার সাক্ষাৎ! সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল

শেখ শাহজাহানকে বাংলাদেশ যাওয়ার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

মানকুণ্ডু, 10 এপ্রিল: "শাহজাহানকে বাংলাদেশের সরকারের কাছে আবেদন করুক", বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার হুগলির মানকুণ্ডুতে জনসংযোগে এসে তৃণমূলকে তুলোধনা করেন তিনি ৷ বাদ যায়নি শাহজাহান প্রসঙ্গ ৷ দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের বাইরে তৃণমূলের সাংসদ, নেতাদের ধরনা প্রত্যাহার নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন, "দিল্লি পুলিশের লাঠির দৈর্ঘ্য 6 ফুট ৷"

উত্তর 24 পরগনার সন্দেশখালিতে শাহজাহানের বিরুদ্ধে বাড়ি ও জমি দখলের অভিযোগ উঠেছে ৷ যদিও সে দাবি করেছে তার নিজের জমি-বাড়ি নেই ৷ বাজেয়াপ্ত হয়ে গিয়েছে ৷ এই প্রসঙ্গে শুভেন্দু সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ সরকারের কাছে আবেদন করুক শাহজাহান ৷ সে বাংলাদেশে ছিল ৷" সেখান থেকে ভারতে নিয়ে আসা প্রসঙ্গে বিজেপি বিধায়ক বাম নেতা নিরাপদ সর্দারের প্রসঙ্গ টানেন বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "সিপিএম নেতা নিরাপদ সর্দার শাহজাহানকে আনিয়েছেন ৷ এসব সিপিএমের প্রোডাক্ট ৷ 2013 সালের সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছিল ৷ শাহজাহানের নেতার নাম ওসলেম শেখ ৷ তিনিও ওখানে ভোট লুট করতেন ৷ তিনি সেখানে ছাত্র সংগঠন করতেন ৷"

তবে শাহাজাহানকে উদ্বাস্তু হিসাবে নিয়ে আসা হয়নি ৷ এই বিষয়ে শুভেন্দু নিজের মায়ের কথা উল্লেখ করেন ৷ বিজেপি বিধায়ক বলেন, "উদ্বাস্তু শরণার্থী হিসাবে তাকে আনা হয়নি ৷ যেমন আমার মা বরিশাল থেকে এসেছেন ৷ বাংলাদেশ থেকে গুন্ডা হিসেবে ভাড়া করে আনা হয়েছিল ৷ এটা করেছিল সিপিএমের নিরাপদ সর্দার ৷"

দিল্লিতে নির্বাচন কমিশনের বাইরে তৃণমূলের ধরনা প্রত্যাহারের কারণ নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, "দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট ৷ তৃণমূল নেতারা গরমে এসি ছাড়া এবং খুব দামি ঘর, কমোড, দামি সুরা পান ছাড়া থাকতে পারেন না ৷ বিলাসবহুল জীবন যাপন করে ৷ তাই তৃণমূল নেতারা মশা-মাছিতে বাইরে পড়ে থাকা, জেলের ভিতরে থাকা, এগুলো খুব কষ্টসাধ্য ব্যাপার। বাড়িতে 1 কোটি টাকা দামের ঝাড়বাতি বসে, এস্কালেটর থাকে তারা কখনও এই কষ্ট স্বীকার করতে পারে না ৷ তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে ৷ তাই উঠে পালিয়ে এসেছে ৷ দিল্লি পুলিশে বিনীত গোয়েল, মনোজ মালব্য, রাজীব কুমার, অমিত জাভালগীরা নেই ৷ দিল্লি পুলিশ অমিত শাহজির দফতরের হাতে ৷ এর আগে রাজঘাটে, কৃষি ভবনে অসভ্যতামি করেছিল ৷ ডান্ডার বাড়ি খেয়েছে ৷ সেটা মনে পড়ে গিয়েছে, তাই উঠে পালিয়ে এসেছে ৷"

বিজেপির সুমন কাঞ্জিলালকে পিএসির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে ৷ এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "অধ্যক্ষ বা যে-ই করে থাকুন, আগামিকাল নির্বাচন কমিশনে জানাব ৷ ইতিমধ্যে দার্জিলিং পৌরসভায় তিনটি নিয়োগ হয়েছিল ৷ রাজু বিস্তার অভিযোগে সেগুলি বাতিল হয়েছে ৷ তিনি যত বড় পোস্টেই থাকুন না কেন, নির্বাচন আচরণবিধি চলাকালীন সুমন কালজিলাল বিজেপির বিধায়ক এভাবে রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না ৷ নির্বাচন কমিশনের সিআইও স্পেশাল অবজারভারকে সচিব ও অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হবে ৷"

আরও পড়ুন:

  1. ভোর থেকে মন্দির মার্গ থানায় অবস্থানে তৃণমূলের প্রতিনিধিরা, ধরনায় বাধা সাগরিকাকে
  2. দিল্লিতে নির্বাচন সদনে তৃণমূলের ধরনায় ব্য়াপক উত্তেজনা
  3. এনআইএ আধিকারিকের সঙ্গে বিজেপির নেতার সাক্ষাৎ! সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল
Last Updated : Apr 10, 2024, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.