ETV Bharat / state

কোলাঘাটের অফিস ভাঙার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু - Suvendu Moves Cal HC - SUVENDU MOVES CAL HC

Suvendu Moves Cal HC: পুলিশের বিরুদ্ধে তাঁর কোলাঘাটের অফিস ভাঙার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ৷

ETV BHARAT
পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 12:24 PM IST

Updated : May 22, 2024, 1:00 PM IST

কলকাতা, 22 মে: মঙ্গলবারের পুলিশি হানার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত । আগামী শুক্রবার, 24 মে এই মামলার শুনানি হবে ।

শুভেন্দুর অভিযোগ, গতকাল পুলিশ কোনও ওয়ারেন্ট ছাড়া, কোন নথি ছাড়াই তাঁর কোলাঘাটের অফিসে যায় । দরজা ভাঙার চেষ্টা করা হয় । 25 মে নির্বাচন ৷ তার আগে এগুলো ইচ্ছাকৃত করা হচ্ছে । পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগের পাশাপাশি শুভেন্দু বলেছেন, পায়ে চটি আর গেঞ্জি পরে পুলিশ যাচ্ছে রেইড করতে । আইপ্যাকের লোকজনও সঙ্গে ছিল ।

গতকাল একইভাবে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির বাড়িতে পুলিশ যায় । পূর্ব মেদিনীপুরে নির্বাচনের জন্য এগুলো করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার । দুটো মামলারই আগামী শুক্রবার শুনানি করা হবে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

উল্লেখ্য, ষষ্ঠ দফা ভোটের আগে আচমকাই মঙ্গলবার রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেলাঘাটের ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ ৷ বেশ কিছুক্ষণ সেখানে তল্লাশির পর পুলিশ বেরিয়ে আসে ৷ শুভেন্দুর দাবি, তাঁর বাড়ি তল্লাশি নিয়ে পুলিশের তরফে তাঁকে কিছুই জানানো হয়নি ৷

মঙ্গলবার রাতে শুভেন্দুর কোলাঘাটের ভাড়াবাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী ৷ পুলিশের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে, এক দুষ্কৃতীর খোঁজেই ওই বাড়িতে হানা দিয়েছে পুলিশ বাহিনী ৷ সেই সময় অবশ্য অন্য কর্মসূচিতে কেশপুরে ছিলেন শুভেন্দু ৷ পরে নিজের দলীয় কর্মসূচি সেরে সোজা কোলাঘাট থানায় হাজির হন শুভেন্দু অধিকারী । থানার সামনে পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দিতেও দেখা গিয়েছে তাঁকে ৷ পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশি অভিযান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ৷

আরও পড়ুন:

  1. কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়িতে আচমকা পুলিশের তল্লাশি, ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা
  2. ভাইপোকে জেলে ঢোকাতে না-পারলে আমার নাম শুভেন্দু নয়, তৃণমূলের বিক্ষোভে অগ্নিশর্মা অধিকারী
  3. '21 সালেই সেফ্টিফিন ফুটিয়ে দিয়েছি, তা আর বেরোবে না', মমতাকে কটাক্ষ শুভেন্দু'র

কলকাতা, 22 মে: মঙ্গলবারের পুলিশি হানার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত । আগামী শুক্রবার, 24 মে এই মামলার শুনানি হবে ।

শুভেন্দুর অভিযোগ, গতকাল পুলিশ কোনও ওয়ারেন্ট ছাড়া, কোন নথি ছাড়াই তাঁর কোলাঘাটের অফিসে যায় । দরজা ভাঙার চেষ্টা করা হয় । 25 মে নির্বাচন ৷ তার আগে এগুলো ইচ্ছাকৃত করা হচ্ছে । পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগের পাশাপাশি শুভেন্দু বলেছেন, পায়ে চটি আর গেঞ্জি পরে পুলিশ যাচ্ছে রেইড করতে । আইপ্যাকের লোকজনও সঙ্গে ছিল ।

গতকাল একইভাবে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির বাড়িতে পুলিশ যায় । পূর্ব মেদিনীপুরে নির্বাচনের জন্য এগুলো করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার । দুটো মামলারই আগামী শুক্রবার শুনানি করা হবে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

উল্লেখ্য, ষষ্ঠ দফা ভোটের আগে আচমকাই মঙ্গলবার রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেলাঘাটের ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ ৷ বেশ কিছুক্ষণ সেখানে তল্লাশির পর পুলিশ বেরিয়ে আসে ৷ শুভেন্দুর দাবি, তাঁর বাড়ি তল্লাশি নিয়ে পুলিশের তরফে তাঁকে কিছুই জানানো হয়নি ৷

মঙ্গলবার রাতে শুভেন্দুর কোলাঘাটের ভাড়াবাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী ৷ পুলিশের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে, এক দুষ্কৃতীর খোঁজেই ওই বাড়িতে হানা দিয়েছে পুলিশ বাহিনী ৷ সেই সময় অবশ্য অন্য কর্মসূচিতে কেশপুরে ছিলেন শুভেন্দু ৷ পরে নিজের দলীয় কর্মসূচি সেরে সোজা কোলাঘাট থানায় হাজির হন শুভেন্দু অধিকারী । থানার সামনে পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দিতেও দেখা গিয়েছে তাঁকে ৷ পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশি অভিযান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ৷

আরও পড়ুন:

  1. কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়িতে আচমকা পুলিশের তল্লাশি, ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা
  2. ভাইপোকে জেলে ঢোকাতে না-পারলে আমার নাম শুভেন্দু নয়, তৃণমূলের বিক্ষোভে অগ্নিশর্মা অধিকারী
  3. '21 সালেই সেফ্টিফিন ফুটিয়ে দিয়েছি, তা আর বেরোবে না', মমতাকে কটাক্ষ শুভেন্দু'র
Last Updated : May 22, 2024, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.