নয়াদিল্লি ও কলকাতা, 11 জুলাই: ইউএসবি ড্রাইভে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে বিভিন্ন অত্যাচারের ঘটনার ভিডিয়ো ফুটেজ জমা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর নয়াদিল্লির বাড়িতে গিয়ে দেখা করেন বিজেপি নেতা ৷
রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে বাংলায় ৷ এতে মৃত্যুও হয়েছে কয়েকটি ক্ষেত্রে ৷ বৃহস্পতিবার 45 মিনিটের এই শাহী সাক্ষাতে এই ঘটনাগুলি স্বরাষ্ট্র মন্ত্রীকে জানান শুভেন্দু ৷ তাঁর সঙ্গে বৈঠকে রাজ্যের অন্যান্য বিষয়েও আলোচনা করেন বঙ্গ বিজেপির অন্যতম এই শীর্ষ নেতার ৷ কেন্দ্রীয় মন্ত্রীকে পেন ড্রাইভে চোপড়া, কোচবিহারের ভিডিয়ো ফুটেজও দেন তিনি ৷
তিনি তাঁর এক্স হ্যান্ডেলে অমিত শাহের সঙ্গে বৈঠকের একটি ছবি পোস্ট করেছেন ৷ পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর 45 মিনিট বৈঠকের জন্য অমিত শাহকে কৃতজ্ঞতা জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ জানাই ৷ তাঁর নয়াদিল্লির বাড়িতে তিনি 45 মিনিট সময় দিয়েছেন ৷"
I would like to thank Hon'ble Union Home Minister and Minister of Cooperation; Shri @AmitShah Ji for sparing 45 mins, today at his residence in New Delhi.
— Suvendu Adhikari (@SuvenduWB) July 11, 2024
Hon'ble Home Minister patiently listened about the " mob violence" that has gripped west bengal and the atrocities committed… pic.twitter.com/6S7Fk9FBXT
অমিত শাহের সঙ্গে তাঁর সাক্ষাৎ প্রসঙ্গে শুভেন্দু লেখেন, "মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ধৈর্য ধরে গণপিটুনির কথা শুনেছেন ৷ এখন এই ঘটনাগুলি পশ্চিমবঙ্গের সর্বত্র ঘটছে ৷ এছাড়া চোপড়ার তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবি এবং কামারহাটি-আড়িয়াদহের জয়ন্ত সিংহের বিষয়েও বলেছি ৷"
দুই নেতার মধ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়েও আলোচনা হয়েছে ৷ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লেখেন, "তিনি (অমিত শাহ) ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের কথা জিজ্ঞাসা করেন ৷ এবিষয়ে তিনি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ আমি তাঁকে একটি ইউএসবি ড্রাইভ দিয়েছি ৷ তাতে চোপড়ায় জনসমক্ষে মারধরের ঘটনার ফুটেজ, কোচবিহারে বিজেপির সংখ্যালঘু মহিলা মোর্চা কার্যকর্তাক বিবস্ত্র করে দেওয়ার ঘটনা, বাঁকড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই, মুর্শিদাবাদে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাতে বোমা নিয়ে ঘুরে বেড়ানোর ভিডিয়ো এবং এর সঙ্গে আড়িয়াদহের ঘটনার ভিডিয়োও রয়েছে ৷"
চোপড়ায় তৃণমূল বিধায়কের কাছের মানুষ জেসিবি-র মারধরের ভিডিয়ো থেকে আড়িয়াদহের আরেক তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্ত সিংয়ের অত্যাচারের ভিডিয়ো সামনে এসেছে ৷ এই বিষয়গুলিও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তুলে ধরেন শাহী সাক্ষাতে ৷