ETV Bharat / state

গার্ডেনরিচে বহুতল ভাঙার ঘটনায় আরটিআই করলেন শুভেন্দু - Garden reach building collapse

Suvendu Adhikari files RTI: গত রবিবার নির্মীয়মান পাঁচতলা বাড়ি ভেঙে পড়ে ৷ এই বাড়িটি অবৈধ নির্মাণ ছিল ৷ এ নিয়ে আরটিআই করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী
author img

By PTI

Published : Mar 21, 2024, 9:47 AM IST

Updated : Mar 21, 2024, 10:49 AM IST

কলকাতা, 21 মার্চ: আরটিআই করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ 17 মার্চ, রবিবার মাঝরাতে গার্ডেনরিচে নির্মীয়মান পাঁচতলা বাড়ি ভেঙে 10 জনের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, ওই বাড়িটি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল ৷ এই ঘটনায় তথ্যের অধিকার আইনে আবেদন জানালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু ৷ এই ঘটনার পরই শুভেন্দু মেয়র ফিরহাদকে তুলোধনা করেন ৷

বুধবার করা আরটিআই আবেদনের নথি সোশাল মিডিয়ায় পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক ৷ তথ্যের অধিকার আইনে তিনি জানতে চেয়েছেন,

  • 2010 সালের 1 জানুয়ারি থেকে 18 মার্চ 2024 তারিখের মধ্যে বাড়ির প্ল্যান মঞ্জুর করার জন্য কতগুলি আবেদন জমা পড়েছে ৷
  • 2010 সালের 1 জানুয়ারি থেকে 18 মার্চ 2024 তারিখের মধ্যে কতগুলি বাড়ি তৈরির প্ল্যান মঞ্জুর হয়েছে ৷ আর বাতিল হওয়া প্ল্যানের সংখ্যাই বা কত ?
  • উপরে উল্লিখিত সময়ের মধ্যে যে আবেদনগুলি বাতিল হয়েছিল, তার কারণ কী ?
  • 2010 সালের 1 জানুয়ারি থেকে 18 মার্চ 2024 তারিখের মধ্যে কতগুলি বাড়িকে সংশাপত্র দেওয়া হয় ৷
  • এই সময়ের মধ্য়ে কলকাতা পৌরনিগম এলাকায় কতগুলি বাড়িকে বেআইনি বলে চিহ্নিত করা হয়েছে ৷
  • কলকাতা পৌরনিগম এলাকায় এই সময়কালে কতগুলি বেআইনি বাড়ি ভেঙে ফেলা হয়েছে ৷
  • আরও কতগুলি বেআইনি বাড়ি ভাঙা বাকি আছে ৷

এর আগে গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে তুলোধোনা করেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ সোশাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, "এটা কি বিশ্বাসযোগ্য হতে পারে যে, তাঁর অজান্তে তাঁর নাকের নীচেই এ ধরনের অবৈধ নির্মাণ হচ্ছে, আর সে বিষয়ে তাঁর কোনও ধারণা ছিল না ?"

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ: ফিরহাদের নাকের নীচে কীভাবে অবৈধ নির্মাণ ? প্রশ্ন শুভেন্দুর, রাজনীতি না-করার অনুরোধ অভিষেকের
  2. গার্ডেনরিচ বিপর্যয়ে দায় এড়ালেন কাউন্সিলর, শুভেন্দুর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি শামস ইকবালের
  3. গার্ডেনরিচ-কাণ্ডে ধৃত প্রোমোটারের নিজের 5 তলা বাড়িটিও বেআইনি !

কলকাতা, 21 মার্চ: আরটিআই করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ 17 মার্চ, রবিবার মাঝরাতে গার্ডেনরিচে নির্মীয়মান পাঁচতলা বাড়ি ভেঙে 10 জনের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, ওই বাড়িটি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল ৷ এই ঘটনায় তথ্যের অধিকার আইনে আবেদন জানালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু ৷ এই ঘটনার পরই শুভেন্দু মেয়র ফিরহাদকে তুলোধনা করেন ৷

বুধবার করা আরটিআই আবেদনের নথি সোশাল মিডিয়ায় পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক ৷ তথ্যের অধিকার আইনে তিনি জানতে চেয়েছেন,

  • 2010 সালের 1 জানুয়ারি থেকে 18 মার্চ 2024 তারিখের মধ্যে বাড়ির প্ল্যান মঞ্জুর করার জন্য কতগুলি আবেদন জমা পড়েছে ৷
  • 2010 সালের 1 জানুয়ারি থেকে 18 মার্চ 2024 তারিখের মধ্যে কতগুলি বাড়ি তৈরির প্ল্যান মঞ্জুর হয়েছে ৷ আর বাতিল হওয়া প্ল্যানের সংখ্যাই বা কত ?
  • উপরে উল্লিখিত সময়ের মধ্যে যে আবেদনগুলি বাতিল হয়েছিল, তার কারণ কী ?
  • 2010 সালের 1 জানুয়ারি থেকে 18 মার্চ 2024 তারিখের মধ্যে কতগুলি বাড়িকে সংশাপত্র দেওয়া হয় ৷
  • এই সময়ের মধ্য়ে কলকাতা পৌরনিগম এলাকায় কতগুলি বাড়িকে বেআইনি বলে চিহ্নিত করা হয়েছে ৷
  • কলকাতা পৌরনিগম এলাকায় এই সময়কালে কতগুলি বেআইনি বাড়ি ভেঙে ফেলা হয়েছে ৷
  • আরও কতগুলি বেআইনি বাড়ি ভাঙা বাকি আছে ৷

এর আগে গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে তুলোধোনা করেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ সোশাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, "এটা কি বিশ্বাসযোগ্য হতে পারে যে, তাঁর অজান্তে তাঁর নাকের নীচেই এ ধরনের অবৈধ নির্মাণ হচ্ছে, আর সে বিষয়ে তাঁর কোনও ধারণা ছিল না ?"

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ: ফিরহাদের নাকের নীচে কীভাবে অবৈধ নির্মাণ ? প্রশ্ন শুভেন্দুর, রাজনীতি না-করার অনুরোধ অভিষেকের
  2. গার্ডেনরিচ বিপর্যয়ে দায় এড়ালেন কাউন্সিলর, শুভেন্দুর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি শামস ইকবালের
  3. গার্ডেনরিচ-কাণ্ডে ধৃত প্রোমোটারের নিজের 5 তলা বাড়িটিও বেআইনি !
Last Updated : Mar 21, 2024, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.