কলকাতা, 26 অক্টোবর: অনিকেত মাহাতো ও কিঞ্জল নন্দদের বিরুদ্ধে সোচ্চার হয়ে নয়া সংগঠন গড়লেন আরজি কর-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র চিকিৎসকেরা ৷ সেই সংগঠনের নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন ৷ শনিবার বেলা 3টেয় প্রথম সাংবাদিক বৈঠক করবে এই সংগঠন ৷ থ্রেট কালচারের মিথ্যে অভিযোগ তুলে ফাঁসানো হয়েছে বলে দাবি জুনিয়র চিকিৎসকদের একাংশের ৷
9 অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনাকে সামনে রেখে আন্দোলনে নেমেছিলেন রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা । ন্যয়বিচারের পাশাপাশি তাঁরা সোচ্চার হয়েছিলেন থ্রেট কালচারের বিরুদ্ধেও । এই থ্রেট কালচারের জেরে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 51 জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল । তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে এই 51 জনের সাসপেনশন ও বহিষ্কার স্থগিত রাখা হয়েছে । এবার তাঁরাই প্রকাশ্যে আসছেন । শনিবার এক সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছেন 51 জন নির্বাসিত জুনিয়র চিকিৎসক ।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য আরজি কর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পড়ুয়া শ্রীশ চক্রবর্তী একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে সকলকে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন । ওই ভিডিয়োতে তিনি বলেছেন, "অভয়া দিদির মৃত্যুকে কেন্দ্র করে কিছু ব্যক্তি রাজনৈতিক স্বার্থসিদ্ধি করছেন ৷ তার সঙ্গে হাসপাতালে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন । এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানালে আমাদের উপর চাপ দিয়ে মিথ্যা অভিযোগে ফাঁসানোর হুমকি দেওয়া হয় ৷ থ্রেট কালচারের মিথ্যে অভিযোগ তুলে ধরে ডিউটি থেকে বঞ্চিত করা হয় । এমনকী পঠনপাঠন থেকেও আমাদের বঞ্চিত করা হয় ৷"
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের কলেজ কাউন্সিল বৈঠক হওয়ার পর সাসপেন্ড করা হয়েছিল 51 জন জুনিয়র চিকিৎসককে। এছাড়াও প্রায় 10 জনের কাছাকাছি জুনিয়র চিকিৎসককে বহিষ্কার করা হয়েছিল । অভিযোগ এবং অভিযুক্ত দু'পক্ষকেই জিজ্ঞাসাবাদ করে এই সিদ্ধান্তে পৌঁছেছিল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ।
তবে এই সাসপেনশন অর্ডার প্রকাশের পরই 51 জন জুনিয়র চিকিৎসকের একাংশ দেখা করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে । এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের সময় এই বিষয়ের কথা উঠে আসে । আরজি করের অধ্যক্ষকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা মুখে পড়তে হয়েছিল । পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে এই সাসপেনশনে স্থগিতাদেশ হয়েছে । যে বিষয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন বলছে, তারা আইনিভাবেই লড়বে ।