কলকাতা, 27 মে: বেড়ে গেল গরমের ছুটির মেয়াদ ! আগামী 3 তারিখ থেকে সমস্ত সরকারি স্কুল খোলার নির্দেশ দিয়েছিল রাজ্য শিক্ষা দফতর ৷ নির্বাচন পরবর্তী প্রক্রিয়া ও ভোটের গণনার জন্য তা পিছিয়ে দেওয়া হল ৷ পরিবর্তে আগামী 10 জুন স্কুল খোলার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর ৷ তবে পড়ুয়াদের স্কুলে আসতে না হলেও 3 তারিখ থেকে স্কুলে যেতে হবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ৷ সোমবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য শিক্ষা দফতরের তরফে ৷ সেখানে বলা হয়েছে, ভোট পরবর্তী প্রক্রিয়া চলবে আগামী 9 জুন পর্যন্ত ৷ তারপরই ছাত্র-ছাত্রীদের জন্য খোলা হবে স্কুলের দরজা ৷
আরও পড়ুন: রেমালের জের ! ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের
রাজ্যে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছয় দফা নির্বাচন ৷ আগামী 1 জুন রাজ্যের বাকি 9টি আসনে চলবে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ আগামী 4 জুন জানা যাবে ভোটের ফল ৷ আর এই প্রক্রিয়ার জন্য রাজ্যের অধিকাংশ স্কুলে এখনও রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ ফলে 3 তারিখ স্কুল খোলা নিয়ে শুরু হয়েছিল জল্পনা ৷ শিক্ষক-শিক্ষিকাদের তরফে বলা হয়, 4 তারিখ পর্যন্ত স্কুলে কেন্দ্র বাহিনী থাকবে তারপর স্কুল পরিষ্কার করে খুলতে আরও দু'দিন সময় লেগে যাবে। সেই সমস্ত দিক বিবেচনা করে সোমবার এই নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর ।
প্রসঙ্গত, এই বছর অতিরিক্ত গরম এবং ভোটের জন্য 22 এপ্রিল থেকে ছুটি পড়ে গিয়েছিল রাজ্যের সমস্ত সরকারি স্কুলে । এর ফলে সেই সময় বহু প্রশ্ন তুলেছিল শিক্ষক সংগঠনগুলি। পরবর্তী সময়ে আবহাওয়া ঠিক হলে একাধিকবার শিক্ষক সংগঠনগুলির তরফে স্কুল খুলে দেওয়ার আবেদন জানান হয় শিক্ষা দফতরে । অবশেষে ভোটের কারণে স্কুল এখন বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হল রাজ্যের তরফে ৷
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের প্রভাবে জল থইথই মহানগর, বিভিন্ন জায়গায় গাছ উপড়ে বিপর্যস্ত জনজীবন