কলকাতা, 13 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে হাতিয়ার করে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে চাপ আরও বাড়াতে তৎপর হল বঙ্গ বিজেপি ৷ রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের কার্যকর্তাদের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন ৷ জুনিয়র ডাক্তারদের প্রতিটি দাবিই যুক্তিসঙ্গত বলে দাবি করে তিনি বলেন, রাজ্য সরকার সব দাবি মেনে নেবে বলে প্রতিশ্রুতি দিলেও তা কাজে করে দেখায়নি ৷
আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে জুনিয়র চিকিৎসকরা রাজ্যজুড়ে যে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন, তাতে গোড়া থেকেই নৈতিক সমর্থন ছিল বঙ্গ বিজেপির । তবে এবার দলের শীর্ষ নেতৃত্বের কার্যকর্তাদের প্রতি খোলাখুলি আহ্বান, তাঁরা যেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে থাকেন ৷ রবিবার একটি প্রেস বিবৃতি দিয়ে এই বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি দলের কার্যকর্তাদের উদ্দেশে লিখেছেন, তাঁরা যেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলনে যোগ দেন এবং তাদের এই আন্দোলনের পাশে থাকেন ।
প্রথম থেকেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে নৈতিক সমর্থন থাকলেও, যেহেতু আন্দোলনকারী চিকিৎসকরাই কোনও রাজনৈতিক রঙে তাঁদের আন্দোলনকে রাঙাতে চাননি, তাই সরাসরি ধরনা মঞ্চে কখনও দেখা যায়নি বিজেপির কর্তাদের । তবে এবার দলের পক্ষ থেকে কার্যকর্তাদের আন্দোলনকারীদের পাশে থাকার জন্য খোলাখুলি আহ্বান জানানো হল ।
এদিন সুকান্ত বিবৃতিতে লিখেছেন, "পশ্চিমবঙ্গ বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানায় । আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক মহিলা ডাক্তারকে নৃশংস ধর্ষণ ও হত্যার পর প্রতিবাদী চিকিৎসকদের দাবিগুলো বৈধ, এবং তা অবশ্যই পূরণ করতে হবে । পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় ডাক্তারদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তারপর তা আর পূরণ করা হয়নি ৷ আমি সমস্ত বিজেপি কর্মীকে চিকিৎসকদের বিক্ষোভে বিপুল হারে যোগ দিতে উৎসাহিত করছি । আমি পশ্চিমবঙ্গের জনগণকেও এই আন্দোলনের অংশ হতে আহ্বান জানাই । আমাদের ডাক্তারদের রক্ষা করতে হবে এবং অন্ধকার শক্তির হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে ৷"
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে নির্যাতিতার সুবিচার-সহ 10 দফা দাবি নিয়ে জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা আমরণ অনশন করছেন ৷ ইতিমধ্যেই বেশ কয়েকজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন ৷ তবে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও সন্তোষজনক জবাব পাননি বলে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা ৷