ETV Bharat / state

আরজি করের ঘটনা ধামাচাপা দিতে চায় সরকার, অভিযোগ সুকান্তর - RG Kar Female Doctor Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 8:05 PM IST

RG Kar Female Doctor Murder: আরজি করের ঘটনায় রাজ্যকে তুলোধনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ মহিলাদের উপর অমানবিক ও বর্বরোচিত অত্যাচার হচ্ছে, তাতে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা নেই, ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ৷

RG Kar Female Doctor Murder
সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)

কলকাতা, 10 অগস্ট: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ একই সঙ্গে ফের একবার তিনি গোটা ঘটনায় সিবিআই তদন্তেরও দাবিতে সরব হয়েছেন ৷ অন্যদিকে, এই ঘটনায় রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিজেপি যুব মোর্চা ৷

আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্য নিয়ে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া (ইটিভি ভারত)

শনিবার সুকান্ত মজুমদার তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা প্রসঙ্গে বলেন, "যে বর্বরতা দেখলাম, মহিলাদের উপর অমানবিক ও বর্বরোচিত অত্যাচার হচ্ছে, তা প্রমাণ করছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবস্থা ভালো নয় ৷ কতদিন আর তথ্য লুকিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোকে রিপোর্ট না পাঠিয়ে কলকাতাকে নিরাপদ শহর বলবেন ! এর আগে আমরা দেখেছি ছোট ঘটনা, লাভ অ্যাফেয়ার আছে বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে ৷ সেই ফল এখন আমরা পাচ্ছি ৷"

আরজি কর-কাণ্ডে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সেনিয়ে অবশ্য সন্দেহ প্রকাশ করেছেন সুকান্ত ৷ তিনি বলেন, "পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ৷ পুলিশ মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করছে ৷ তথ্য প্রমাণ সরানোর অভিযোগও এসেছে ৷ সেই জন্য প্রথমে পুলিশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে ৷" আরজি কর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে, তা একজনের পক্ষে সম্ভব কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ ৷ তিনি বলেন, "আমরা দাবি করছি, সিবিআই তদন্ত হোক ৷"

আরজি করের অধ্যক্ষের বিরুদ্ধে এর আগে ইডি-র কাছে চিঠি লিখেছিলেন বলেও জানান সুকান্ত। বিজেপি রাজ্য সভাপতির কথায়, "এই প্রিন্সিপাল থাকলে আরজি কর দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে। সিসিটিভি লাগানো হয়নি কেন ? দেখুন সিসিটিভির টাকা কোথায় গেল ! আদতে দোষী নয়, একে ফাঁসিয়ে পুরো ব্যাপারটা মেকআপ করা হল, এর পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাই ৷ এই পুলিশ যদি তদন্ত করে, তাহলে প্রকৃত সত্য ঘটনা উদঘাটন হবে না ৷ এর নিরপেক্ষ তদন্ত চাই ৷ সরকার সিবিআই-এর হাতে তদন্ত ভার তুলে দিক ৷"

অন্যদিকে, আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যোলের দ্বারস্থ হয় বিজেপি যুব মোর্চা ৷ এই ঘটনার সিবিআই তদন্তের দাবিও জানান হয় তাদের তরফে। রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেন যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ।

কলকাতা, 10 অগস্ট: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ একই সঙ্গে ফের একবার তিনি গোটা ঘটনায় সিবিআই তদন্তেরও দাবিতে সরব হয়েছেন ৷ অন্যদিকে, এই ঘটনায় রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিজেপি যুব মোর্চা ৷

আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্য নিয়ে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া (ইটিভি ভারত)

শনিবার সুকান্ত মজুমদার তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা প্রসঙ্গে বলেন, "যে বর্বরতা দেখলাম, মহিলাদের উপর অমানবিক ও বর্বরোচিত অত্যাচার হচ্ছে, তা প্রমাণ করছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবস্থা ভালো নয় ৷ কতদিন আর তথ্য লুকিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোকে রিপোর্ট না পাঠিয়ে কলকাতাকে নিরাপদ শহর বলবেন ! এর আগে আমরা দেখেছি ছোট ঘটনা, লাভ অ্যাফেয়ার আছে বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে ৷ সেই ফল এখন আমরা পাচ্ছি ৷"

আরজি কর-কাণ্ডে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সেনিয়ে অবশ্য সন্দেহ প্রকাশ করেছেন সুকান্ত ৷ তিনি বলেন, "পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ৷ পুলিশ মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করছে ৷ তথ্য প্রমাণ সরানোর অভিযোগও এসেছে ৷ সেই জন্য প্রথমে পুলিশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে ৷" আরজি কর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে, তা একজনের পক্ষে সম্ভব কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ ৷ তিনি বলেন, "আমরা দাবি করছি, সিবিআই তদন্ত হোক ৷"

আরজি করের অধ্যক্ষের বিরুদ্ধে এর আগে ইডি-র কাছে চিঠি লিখেছিলেন বলেও জানান সুকান্ত। বিজেপি রাজ্য সভাপতির কথায়, "এই প্রিন্সিপাল থাকলে আরজি কর দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে। সিসিটিভি লাগানো হয়নি কেন ? দেখুন সিসিটিভির টাকা কোথায় গেল ! আদতে দোষী নয়, একে ফাঁসিয়ে পুরো ব্যাপারটা মেকআপ করা হল, এর পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাই ৷ এই পুলিশ যদি তদন্ত করে, তাহলে প্রকৃত সত্য ঘটনা উদঘাটন হবে না ৷ এর নিরপেক্ষ তদন্ত চাই ৷ সরকার সিবিআই-এর হাতে তদন্ত ভার তুলে দিক ৷"

অন্যদিকে, আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যোলের দ্বারস্থ হয় বিজেপি যুব মোর্চা ৷ এই ঘটনার সিবিআই তদন্তের দাবিও জানান হয় তাদের তরফে। রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেন যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.