ETV Bharat / state

'রাজ্য এনওসি দিলে ছ'মাসের মধ্যে বালুরঘাট থেকে বিমান উড়বে', মন্তব্য সুকান্ত'র - মমতা

Sukanta Majumdar: গতকাল কুশমণ্ডিতে মমতার পালটা জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি মন্তব্য করেন, "রাজ্য এনওসি দিলে 6 মাসের মধ্যে বালুরঘাট থেকে বিমান উড়বে" ৷

জনসভায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
Sukanta Majumdar
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 3:12 PM IST

'রাজ্য এনওসি দিলে 6 মাসের মধ্যে বালুরঘাট থেকে বিমান উড়বে'

কুশমণ্ডি, 31 জানুয়ারি: মঙ্গলবার বালুরঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার দিনই কুশমণ্ডিতে পালটা জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কুশমণ্ডির জনসভা থেকে তিনি রাজ্যের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন। প্রথমেই তিনি বলেন, "জেলা সদর শহর বালুরঘাটে প্রশাসনিক সভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রশাসনিক সভায় জেলার সাংসদ ও বিধায়কদের আমন্ত্রণ পাঠানো হয়নি ৷ এবিষয়ে তিনি জেলাশাসকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন।" তারপরই তাঁর কথা, "রাজ্য সরকার এনওসি দিলে 6 মাসের মধ্যে বালুরঘাট থেকে বিমান উড়বে ৷"

এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জনসভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন 500 কর্মী। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুকান্ত মজুমদার। জেলাতে মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিন 500 তৃণমূল কর্মী গেরুয়া শিবিরে যোগ দান করায় লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন। এরপরে তিনি জনসভার কর্মীদের মনবল চাজ্ঞা করতে স্লোগান উঠল খেলা হল বিহারে, ভাইপো যাবে তিহারে।

এদিন সুকান্ত মজুমদার আরও বলেন, "এবারের লোকসভা নির্বাচন দিদির পুলিশ দিয়ে নয়, দাদার পুলিশ দিয়ে হবে, তাই কেও মস্তানি করলে দেখে নেবেন।" বালুরঘাট বিমানবন্দরে আজও বিমান উড়তে পারেনি, রাজ্য সরকার এনওসি দিলে ছয় মাসের মধ্যে বালুরঘাট থেকে প্লেন উড়বে এমনই মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির।

সুকান্ত মজুমদার বিজেপি'র সভার অনুমতি না-মেলা প্রসঙ্গে বলেন, "এদিন বালুরঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন। আর আমার সভা বালুরঘাট থেকে 70 কিলোমিটার দূরে হচ্ছে। মামদোবাজি পেয়েছে নাকি যে আমাদেরকে সভা করতে দেবে না। মুখ্যমন্ত্রী তো হেলিকপ্টার করে যাবেন। তাহলেই আমাদের সভা করলে ওনার সমস্যা কোথায়। আমরাও সভা করছি। আর মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনই 500 জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করল।"

আরও পড়ুন:

  1. টিভিতে রামমন্দির উদ্বোধনের দর্শন আটকানোর চেষ্টা করছে মমতার সরকার, অভিযোগ সুকান্তর
  2. রাম মন্দির উদ্বোধনে হাজার কিলো গোবিন্দ ভোগ চাল পাঠালেন সুকান্ত
  3. রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বাংলায় ছুটির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর

'রাজ্য এনওসি দিলে 6 মাসের মধ্যে বালুরঘাট থেকে বিমান উড়বে'

কুশমণ্ডি, 31 জানুয়ারি: মঙ্গলবার বালুরঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার দিনই কুশমণ্ডিতে পালটা জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কুশমণ্ডির জনসভা থেকে তিনি রাজ্যের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন। প্রথমেই তিনি বলেন, "জেলা সদর শহর বালুরঘাটে প্রশাসনিক সভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রশাসনিক সভায় জেলার সাংসদ ও বিধায়কদের আমন্ত্রণ পাঠানো হয়নি ৷ এবিষয়ে তিনি জেলাশাসকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন।" তারপরই তাঁর কথা, "রাজ্য সরকার এনওসি দিলে 6 মাসের মধ্যে বালুরঘাট থেকে বিমান উড়বে ৷"

এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জনসভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন 500 কর্মী। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুকান্ত মজুমদার। জেলাতে মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিন 500 তৃণমূল কর্মী গেরুয়া শিবিরে যোগ দান করায় লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন। এরপরে তিনি জনসভার কর্মীদের মনবল চাজ্ঞা করতে স্লোগান উঠল খেলা হল বিহারে, ভাইপো যাবে তিহারে।

এদিন সুকান্ত মজুমদার আরও বলেন, "এবারের লোকসভা নির্বাচন দিদির পুলিশ দিয়ে নয়, দাদার পুলিশ দিয়ে হবে, তাই কেও মস্তানি করলে দেখে নেবেন।" বালুরঘাট বিমানবন্দরে আজও বিমান উড়তে পারেনি, রাজ্য সরকার এনওসি দিলে ছয় মাসের মধ্যে বালুরঘাট থেকে প্লেন উড়বে এমনই মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির।

সুকান্ত মজুমদার বিজেপি'র সভার অনুমতি না-মেলা প্রসঙ্গে বলেন, "এদিন বালুরঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন। আর আমার সভা বালুরঘাট থেকে 70 কিলোমিটার দূরে হচ্ছে। মামদোবাজি পেয়েছে নাকি যে আমাদেরকে সভা করতে দেবে না। মুখ্যমন্ত্রী তো হেলিকপ্টার করে যাবেন। তাহলেই আমাদের সভা করলে ওনার সমস্যা কোথায়। আমরাও সভা করছি। আর মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনই 500 জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করল।"

আরও পড়ুন:

  1. টিভিতে রামমন্দির উদ্বোধনের দর্শন আটকানোর চেষ্টা করছে মমতার সরকার, অভিযোগ সুকান্তর
  2. রাম মন্দির উদ্বোধনে হাজার কিলো গোবিন্দ ভোগ চাল পাঠালেন সুকান্ত
  3. রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বাংলায় ছুটির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.