কলকাতা, 17 জুলাই: "গোটা ভারতবর্ষে পার্টির যে পরিকাঠামো, তাতে সংখ্যালঘু মোর্চা আছে ৷ রাষ্ট্রভক্ত মুসলিম সমাজকে নিয়েই ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে", বুধবার সাংবাদিক বৈঠকে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷
এদিনই সায়েন্স সিটিতে অনুষ্ঠিত বিজেপির রাজ্য কমিটির বৈঠকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, "আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম ৷ আপনারাও বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ ৷ আর বলব না ৷ বলব, আমাদের সঙ্গে যাঁরা আছেন, আমরা তাঁদের সঙ্গে আছি ৷" মঞ্চে তিনি বলেন, "সবকা সাথ, সবকা বিকাশ বন্ধ করো ৷ সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই ৷" তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ অস্বস্তিতে পড়ে ভারতীয় জনতা পার্টি ৷
যদিও এই মন্তব্যের পরপরই বিজেপির শীর্ষ নেতা সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ পাশাপাশি ড্যামেজ কন্ট্রোলে নামেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ সংখ্যালঘু মোর্চা মন্তব্য নিয়ে তিনি বলেন, "শুভেন্দু অধিকারী একজন আমন্ত্রিত প্রতিনিধি ৷ তিনি একজন প্রতিনিধি হিসেবে ওই কথা বলেছেন ৷"
ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চাকে সমর্থন করে কি না ? এই প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, "আমাদের গোটা ভারতবর্ষে বিজেপির যে কাঠামো, তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে ৷ আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ ৷ কাজী নজরুল ইসলামের মতো মুসলিম, ডঃ এপিজে কালামের মতো মুসলিম, শাহ ওয়াজেদ আলী শাহের মতো মুসলিম, যাঁরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন ৷ ভারতীয় জনতা পার্টি সেই সব রাষ্ট্রবাদী মুসলিমদের ভারতের সম্পদ হিসেবে মনে করে ৷ সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে ৷" তাঁর বার্তা, বিজেপি জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য ৷
সুকান্ত মজুমদার আরও বলেন, "তিনি (শুভেন্দু অধিকারী) তো বাইরে মিডিয়া ডেকে বলেননি ৷ এই নিয়ে কোনও শো-কজ হবে না ৷ এটা এমন কোনও ব্যাপার নয় ৷" লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনের পর বঙ্গ বিজেপির সব জেলার প্রায় 2 হাজারের উপর মন্ত্রী, নেতা, কর্মী, কর্মকর্তা এবং সমর্থকদের নিয়ে এদিন রাজ্য কমিটির বৈঠক হয় ৷
আগামী 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস ৷ ওই দিনই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী গণতন্ত্র হত্যা দিবস পালন করার প্রস্তাব দিয়েছেন ৷ আজ দলীয় বৈঠকে ঠিক করা হয়েছে, পশ্চিমবঙ্গে 21 থেকে 26 জুলাই পর্যন্ত গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে ৷ বিজেপি রাজ্যের সব জেলায় এই দিনটি পালন করবে ৷
আগামীদিনে বঙ্গ বিজেপির পরিকল্পনা সম্পর্কে সুকান্ত মজুমদার বলেন, "আমরা সংঘবদ্ধ হয়ে এগিয়ে যাব ৷ তৃণমূলকে রাজনৈতিকভাবে এ রাজ্য থেকে উচ্ছেদ না-করা পর্যন্ত এই লড়াই চলবে ৷" শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন যে, সংগঠনে তাঁর জায়গা নেই ৷ এই বিষয় বিজেপি রাজ্য সভাপতি জানান, সাংগঠনিক পদ বলতে তিনি হয়তো রাজ্যের পদগুলির কথা বলতে চেয়েছেন ৷ তবে কোর কমিটি সংগঠনের অংশ নিশ্চয় ৷