বালুরঘাট, 12 অক্টোবর: দুর্গাপুজোর মণ্ডপে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ বালুরঘাট নিউটাউন ক্লাবের পুজোয় গিয়ে আরজি কর-কাণ্ডে সুবিচারের প্রার্থনা করলেন তিনি ৷ সঙ্গে তাঁর বার্তা, মাটির দুর্গার সামনে দাঁড়ানোর আগে, সবাইকে নিজেদের ঘরের দুর্গাকে রক্ষা করতে হবে ৷
উল্লেখ্য, বালুরঘাট নিউটাউন ক্লাবের সভাপতি পদে রয়েছেন সুকান্ত ৷ মহানবমীতে দিনভর বালুরঘাট শহরের বিভিন্ন পুজোয় পরিবারের সঙ্গে ঘোরেন তিনি ৷ দিন শেষে শুক্রবার রাতে নিজের ক্লাবের পুজোয় আসেন ৷ সেখানেই বক্তব্য রাখতে উঠে সুকান্ত মজুমদার বলেন, "গত কয়েকদিন আমাদের খুব খারাপ কেটেছে ৷ আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করব, যেন দ্বিতীয় আরজি কর না-হয় ৷ জয়নগর না-হয় ৷"
এরপরেই দেবী দুর্গার কাছে আরজি কর-কাণ্ডের বিচারের প্রার্থনা করেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "আমরা বরাবরই বলে এসেছি, 'উই ওয়ান্ট জাস্টিস' ৷ আমাদের এই দাবি মায়ের কাছে থাকবে ৷ তিনি যেন আমাদের শক্তি দেন ৷ আমরা ন্যায় বা জাস্টিস যেন ছিনিয়ে আনতে পারি ৷ আমরা যদি বাড়ির দুর্গাকে রক্ষা করতে না-পারি, তবে আমাদের মাটির দুর্গার সামনে দাঁড়ানোর কোনও অধিকার আছে বলে আমার মনে হয় না ৷"
নবমীর রাতে বালুঘাট নিউটাউন ক্লাবে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদেরও সুবিচারের দাবিতে দেবী দুর্গার কাছে প্রার্থনা করতে বলেন ৷ সবশেষে মঞ্চ থেকে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তোলেন সুকান্ত মজুমদার ৷ উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আগামী রবিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার তরফে 12 ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে ৷ আজ নাগরিক সমাজের ডাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতর অভিযান রয়েছে ৷