ETV Bharat / state

'এআই দিয়ে ভুয়ো ভিডিয়ো বানাচ্ছে তৃণমূল', রেখা-গঙ্গাধরের পাশে সুকান্ত - Lok Sabha Election 2024

Sukanta Majumdar Campaign: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়ো ভিডিয়ো তৈরি করা হচ্ছে, যা 'ডিপফেক' নামে পরিচিত। আর এই এআই দিয়ে ভুয়ো ভিডিয়ো বানাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার প্রচারে বেরিয়ে এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar Campaign
আলুওয়ালিয়ার প্রচারে সুকান্ত (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 12:55 PM IST

ভাইরাল ভিডিয়োয় রেখা-গঙ্গাধরের পাশেই সুকান্ত (ইটিভি ভারত)

আসানসোল, 10 মে: 'এআই' টোকনোলজি ৷ অডিয়ো-ভিডিয়োতে নির্দিষ্ট ব্যক্তির নকল কণ্ঠস্বর ব্যবহার করার পাশাপাশি অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া করায় অনেকেই বুঝতে পারেন না এগুলো আসল, না নকল। এর ফলে বিভ্রান্তি তৈরির পাশাপাশি প্রতারণার ঘটনা ঘটে চলেছে ৷ সন্দেশখালির ‘ভাইরাল’ ভিডিয়োগুলি এই এআই টেকনোলজি ব্যবহার করেই বানানো ৷ কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করেই ভুয়ো ভিডিয়ো বানাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এমনটাই অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এছাড়াও তৃণমূলের পক্ষ থেকে জেলায় জেলায় ভাইরাল ভিডিয়োগুলো দেখিয়ে প্রচার করা হচ্ছে বলেও দাবি করেন বালুরঘাটের পদ্মপ্রার্থী ৷

আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে রোড-শো করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।সেখানেই সন্দেশখালির রেখা পাত্রের ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খোলেন বিজেপি নেতা তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। এদিনের রোড-শো'য়ে তাঁকে সাংবাদিকের তরফে নানা প্রশ্ন করা হয় জিজ্ঞাসা করা হয় ৷ এমন প্রশ্ন শুনে সুকান্ত মজুমদার বলেন, "তৃণমূল অপপ্রচার করছে। এমনকী কিছু গ্রুপে ভুয়ো ভিডিয়ো ছড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সভার ভিডিয়োতে 'এআই' দিয়ে ভয়েস পালটে ভুয়ো ভিডিয়ো ভাইরাল করা হয়েছে। মানুষজনকে অনুরোধ করব যেন এই সব ভিডিয়ো দেখে বিভ্রান্ত না হন।"

এদিন বার্নপুর বাসস্ট্যান্ড থেকে রোড-শো শুরু হয়। সেই রোড-শো ডেইলি মার্কেট, পুরানো হাট হয়ে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। গতকালের রোড-শো'য়ে তাঁর সঙ্গে ছিলেন প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া, ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা অমর বাউরি-সহ জেলার অনান্য নেতারা ৷ রাস্তার দু'পাশে অগণিত মানুষজন এই রোড-শো প্রত্যক্ষ করেন। সুকান্ত মজুমদার হুডখোলা গাড়ি থেকে রাস্তার দু'পাশের মানুষজনকে ফুল ছুড়ে স্বাগত জানান।

আরও পড়ুন:

  1. ভিডিয়ো প্রকাশ আদতে রাজ্যপালের মস্তানির পরিচয়, মন্তব্য বিকাশরঞ্জনের
  2. 1 ঘণ্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ রাজভবনের, কী কী জানা গেল ?
  3. মোদি সরকারের জমানায় মমতা জেলে যাবেন, তীব্র আক্রমণ দিলীপের

ভাইরাল ভিডিয়োয় রেখা-গঙ্গাধরের পাশেই সুকান্ত (ইটিভি ভারত)

আসানসোল, 10 মে: 'এআই' টোকনোলজি ৷ অডিয়ো-ভিডিয়োতে নির্দিষ্ট ব্যক্তির নকল কণ্ঠস্বর ব্যবহার করার পাশাপাশি অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া করায় অনেকেই বুঝতে পারেন না এগুলো আসল, না নকল। এর ফলে বিভ্রান্তি তৈরির পাশাপাশি প্রতারণার ঘটনা ঘটে চলেছে ৷ সন্দেশখালির ‘ভাইরাল’ ভিডিয়োগুলি এই এআই টেকনোলজি ব্যবহার করেই বানানো ৷ কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করেই ভুয়ো ভিডিয়ো বানাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এমনটাই অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এছাড়াও তৃণমূলের পক্ষ থেকে জেলায় জেলায় ভাইরাল ভিডিয়োগুলো দেখিয়ে প্রচার করা হচ্ছে বলেও দাবি করেন বালুরঘাটের পদ্মপ্রার্থী ৷

আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে রোড-শো করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।সেখানেই সন্দেশখালির রেখা পাত্রের ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খোলেন বিজেপি নেতা তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। এদিনের রোড-শো'য়ে তাঁকে সাংবাদিকের তরফে নানা প্রশ্ন করা হয় জিজ্ঞাসা করা হয় ৷ এমন প্রশ্ন শুনে সুকান্ত মজুমদার বলেন, "তৃণমূল অপপ্রচার করছে। এমনকী কিছু গ্রুপে ভুয়ো ভিডিয়ো ছড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সভার ভিডিয়োতে 'এআই' দিয়ে ভয়েস পালটে ভুয়ো ভিডিয়ো ভাইরাল করা হয়েছে। মানুষজনকে অনুরোধ করব যেন এই সব ভিডিয়ো দেখে বিভ্রান্ত না হন।"

এদিন বার্নপুর বাসস্ট্যান্ড থেকে রোড-শো শুরু হয়। সেই রোড-শো ডেইলি মার্কেট, পুরানো হাট হয়ে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। গতকালের রোড-শো'য়ে তাঁর সঙ্গে ছিলেন প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া, ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা অমর বাউরি-সহ জেলার অনান্য নেতারা ৷ রাস্তার দু'পাশে অগণিত মানুষজন এই রোড-শো প্রত্যক্ষ করেন। সুকান্ত মজুমদার হুডখোলা গাড়ি থেকে রাস্তার দু'পাশের মানুষজনকে ফুল ছুড়ে স্বাগত জানান।

আরও পড়ুন:

  1. ভিডিয়ো প্রকাশ আদতে রাজ্যপালের মস্তানির পরিচয়, মন্তব্য বিকাশরঞ্জনের
  2. 1 ঘণ্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ রাজভবনের, কী কী জানা গেল ?
  3. মোদি সরকারের জমানায় মমতা জেলে যাবেন, তীব্র আক্রমণ দিলীপের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.