ETV Bharat / state

মনোনয়ন দিয়ে শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল সুজন-সৌগতর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Sujan Chakraborty and Saugata Roy File Nomination: একইদিনে মনোনয়ন জমা দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটের পক্ষে কথা বলেছেন দমদম লোকসভা কেন্দ্রের বাম ও তৃণমূল প্রার্থী ৷

Dum Dum Lok Sabah Constituency
মনোনয়ন জমা দেওয়ার মুহূর্তে সুজন চক্রবর্তী ও সৌগত রায়
author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 11:03 PM IST

Updated : May 10, 2024, 11:10 PM IST

মনোনয়ন জমা দিয়ে সুজন ও সৌগতর বক্তব্য

বারাসত, 10 মে: দমদম লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল করলেন বাম ও তৃণমূল প্রার্থী দু'জনেই ।শুক্রবার আলাদা আলাদা পদযাত্রা করে বাম প্রার্থী সুজন চক্রবর্তী এবং তৃণমূল প্রার্থী সৌগত রায় মনোনয়ন দাখিল করতে আসেন বারাসতের জেলাশাসকের দফতরে । সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যুযুধান এই দুই বর্ষীয়ান নেতা শান্তিপূর্ণ ভোট হওয়ার পক্ষে জোরালো সওয়াল করেন দু'জনে। মনোনয়ন দাখিলের পর সৌগত রায় বলেন,"আমি আশাবাদী এবার নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষের হাওয়া রয়েছে । তাই আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে নির্বাচনে ভালো ফল হয় । আশা করছি ফল ভালোই হবে ।"

সন্দেশখালি স্টিং ভিডিয়ো-কাণ্ডের কোনও প্রভাব নির্বাচনে পড়বে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,"ভিডিয়ো-কাণ্ডে বিজেপি চাপে রয়েছে । আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিয়োর সত‍্যতা সামনে এনেছেন । তাই এ নিয়ে আমাদের আলাদা কোনও বক্তব্য নেই। সন্দেশখালির ঘটনা সংবাদমাধ‍্যমের বাইরে আর কারও মাথায় ছিল না । অভিষেক যে ভিডিয়ো প্রকাশ‍্যে এনেছেন তাঁর প্রভাব পড়বে । বিজেপির বিরুদ্ধে যাবে।" তবে শুভেন্দু অধিকারীর আক্রমণের কোনও জবাব অবশ্য এদিন দেননি শাসকদলের এই প্রবীণ নেতা । উলটে, তাঁর স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ।

অন‍্যদিকে, সৌগত'র মতো তাঁর প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী সুজন চক্রবর্তীও শান্তিপূর্ণ ভোটের দাবিতে সরব হয়েছেন । এই প্রসঙ্গে তিনি বলেন,"ওঁর (সৌগত রায়) প্রতি আমার শুভেচ্ছা রইল । তবে, একটাই দায়িত্ব আমাদের সকলের । মানুষ যাতে নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে নজর দেওয়া । আমি খুশি হতাম, যদি উনি সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কাছে গিয়ে আবেদন করতেন, যে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে । যেখানে কোনও জবরদস্তি কিংবা চোখ রাঙানোর বিষয় থাকবে না । প্রত‍্যেক ভোটারের ভোটাধিকার সুনিশ্চিত করাটাও রাজনৈতিক দলের দায়িত্বের মধ্যে পড়ে । তবে, এবার মানুষ সমস্ত বাধা অতিক্রম করে নিজের ভোট নিজে দেবে বলেই বিশ্বাস আমাদের ।"

সন্দেশখালি ভিডিয়ো-কাণ্ডের প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য,"সন্দেশখালিতে যে কাণ্ডকারখানা চলছে তাতে দেশের মানুষের কাছে রাজ‍্যের মাথা হেঁট হয়ে যাচ্ছে । কেউ ভিডিয়ো করছে । কেউ আবার সেই ভিডিয়ো ভাইরাল করছে । নোংরামি চলছে । তাতে তৃণমূল ও বিজেপির বড় বড় নেতারা যুক্ত হয়ে যাচ্ছেন । এতে কলুষিত হচ্ছে সন্দেশখালির মাটি ।"

আরও পড়ুন :

  1. সন্দেশখালিতে ধর্মীয় পরিচয়ের নিরিখে অত্যাচারের শিকার মহিলারা, দাবি অমিতের
  2. হাতে মাত্র কয়েক হাজার, নেই বাড়ি-জমি; রাজ্যের দরিদ্রতম প্রার্থী রেখা

মনোনয়ন জমা দিয়ে সুজন ও সৌগতর বক্তব্য

বারাসত, 10 মে: দমদম লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল করলেন বাম ও তৃণমূল প্রার্থী দু'জনেই ।শুক্রবার আলাদা আলাদা পদযাত্রা করে বাম প্রার্থী সুজন চক্রবর্তী এবং তৃণমূল প্রার্থী সৌগত রায় মনোনয়ন দাখিল করতে আসেন বারাসতের জেলাশাসকের দফতরে । সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যুযুধান এই দুই বর্ষীয়ান নেতা শান্তিপূর্ণ ভোট হওয়ার পক্ষে জোরালো সওয়াল করেন দু'জনে। মনোনয়ন দাখিলের পর সৌগত রায় বলেন,"আমি আশাবাদী এবার নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষের হাওয়া রয়েছে । তাই আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে নির্বাচনে ভালো ফল হয় । আশা করছি ফল ভালোই হবে ।"

সন্দেশখালি স্টিং ভিডিয়ো-কাণ্ডের কোনও প্রভাব নির্বাচনে পড়বে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,"ভিডিয়ো-কাণ্ডে বিজেপি চাপে রয়েছে । আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিয়োর সত‍্যতা সামনে এনেছেন । তাই এ নিয়ে আমাদের আলাদা কোনও বক্তব্য নেই। সন্দেশখালির ঘটনা সংবাদমাধ‍্যমের বাইরে আর কারও মাথায় ছিল না । অভিষেক যে ভিডিয়ো প্রকাশ‍্যে এনেছেন তাঁর প্রভাব পড়বে । বিজেপির বিরুদ্ধে যাবে।" তবে শুভেন্দু অধিকারীর আক্রমণের কোনও জবাব অবশ্য এদিন দেননি শাসকদলের এই প্রবীণ নেতা । উলটে, তাঁর স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ।

অন‍্যদিকে, সৌগত'র মতো তাঁর প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী সুজন চক্রবর্তীও শান্তিপূর্ণ ভোটের দাবিতে সরব হয়েছেন । এই প্রসঙ্গে তিনি বলেন,"ওঁর (সৌগত রায়) প্রতি আমার শুভেচ্ছা রইল । তবে, একটাই দায়িত্ব আমাদের সকলের । মানুষ যাতে নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে নজর দেওয়া । আমি খুশি হতাম, যদি উনি সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কাছে গিয়ে আবেদন করতেন, যে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে । যেখানে কোনও জবরদস্তি কিংবা চোখ রাঙানোর বিষয় থাকবে না । প্রত‍্যেক ভোটারের ভোটাধিকার সুনিশ্চিত করাটাও রাজনৈতিক দলের দায়িত্বের মধ্যে পড়ে । তবে, এবার মানুষ সমস্ত বাধা অতিক্রম করে নিজের ভোট নিজে দেবে বলেই বিশ্বাস আমাদের ।"

সন্দেশখালি ভিডিয়ো-কাণ্ডের প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য,"সন্দেশখালিতে যে কাণ্ডকারখানা চলছে তাতে দেশের মানুষের কাছে রাজ‍্যের মাথা হেঁট হয়ে যাচ্ছে । কেউ ভিডিয়ো করছে । কেউ আবার সেই ভিডিয়ো ভাইরাল করছে । নোংরামি চলছে । তাতে তৃণমূল ও বিজেপির বড় বড় নেতারা যুক্ত হয়ে যাচ্ছেন । এতে কলুষিত হচ্ছে সন্দেশখালির মাটি ।"

আরও পড়ুন :

  1. সন্দেশখালিতে ধর্মীয় পরিচয়ের নিরিখে অত্যাচারের শিকার মহিলারা, দাবি অমিতের
  2. হাতে মাত্র কয়েক হাজার, নেই বাড়ি-জমি; রাজ্যের দরিদ্রতম প্রার্থী রেখা
Last Updated : May 10, 2024, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.