ETV Bharat / state

নতুন অধ্যক্ষ পেল ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ - Calcutta National Medical College - CALCUTTA NATIONAL MEDICAL COLLEGE

Calcutta National Medical College: ন্যাশনাল মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ হলেন শুভ্র মিত্র। তিনি ওই হাসপাতালেরই চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক। ন্যাশনাল মেডিক্যাল কলেজে এতদিন অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছিলেন চিকিৎসক অজয় রায়। এবার তাঁর জায়গায় শুভ্রকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বেছে নেওয়া হয়।

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 9:17 PM IST

কলকাতা, 30 অগস্ট: নতুন অধ্যক্ষ পেল ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ। 31 তারিখ পর্যন্ত নিয়ম অনুযায়ী ওই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ থাকছেন চিকিৎসক অজয় চক্রবর্তী। তারপর থেকে সেই দায়িত্ব সামলাবেন চিকিৎসক শুভ্র মিত্র। তিনি বর্তমানে ওই হাসপাতালেরই চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক চিকিৎসক। কিন্তু আগামী 1 সেপ্টেম্বর থেকে তিনি অধ্যক্ষের পদে আসবেন ৷

Calcutta National Medical College
সেই নির্দেশিকা (ইটিভি ভারত)

গত 12 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। কিন্তু, কয়েক ঘণ্টার মধ্য়ে বিকেলেই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হল। আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কোনওভাবেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল ৷ যার জেরে আন্দোলনেও নেমেছিলেন চিকিৎসকরা ৷ সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে কী করে তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল? তা নিয়ে কলকাতা হাইকোর্টেও কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার।

আরজি কর হাসপাতালে নির্যাতিতার মৃত্যুর পর থেকেই সন্দীপের ঘোষের ভূমিকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল। জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সকলেই তাঁর ইস্তফার দাবিতে সরব হতে থাকেন। ঘটনার দিন তিনেক বাদে 12 তারিখ পদত্যাগের কথা ঘোষণা করেন। সেদিনই তাঁকে নতুন অধ্যক্ষ হিসেবে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ পাঠানো হয় । সেখানেও প্রবল বিক্ষোভ শুরু হয়। যেদিন তিনি দায়িত্ব নেবেন তার আগের রাতে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের ঘরে তালা লাগিয়ে দেন ছাত্ররা। নতুন দায়িত্ব নিতে যাননি সন্দীপ। এরপর নির্দেশিকা প্রত্যাহার করে নেয় স্বাস্থ্যভবন। এবার ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ নতুন প্রিন্সিপাল হচেছেন শুভ্র মিত্র ।

কলকাতা, 30 অগস্ট: নতুন অধ্যক্ষ পেল ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ। 31 তারিখ পর্যন্ত নিয়ম অনুযায়ী ওই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ থাকছেন চিকিৎসক অজয় চক্রবর্তী। তারপর থেকে সেই দায়িত্ব সামলাবেন চিকিৎসক শুভ্র মিত্র। তিনি বর্তমানে ওই হাসপাতালেরই চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক চিকিৎসক। কিন্তু আগামী 1 সেপ্টেম্বর থেকে তিনি অধ্যক্ষের পদে আসবেন ৷

Calcutta National Medical College
সেই নির্দেশিকা (ইটিভি ভারত)

গত 12 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। কিন্তু, কয়েক ঘণ্টার মধ্য়ে বিকেলেই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হল। আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কোনওভাবেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল ৷ যার জেরে আন্দোলনেও নেমেছিলেন চিকিৎসকরা ৷ সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে কী করে তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল? তা নিয়ে কলকাতা হাইকোর্টেও কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার।

আরজি কর হাসপাতালে নির্যাতিতার মৃত্যুর পর থেকেই সন্দীপের ঘোষের ভূমিকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল। জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সকলেই তাঁর ইস্তফার দাবিতে সরব হতে থাকেন। ঘটনার দিন তিনেক বাদে 12 তারিখ পদত্যাগের কথা ঘোষণা করেন। সেদিনই তাঁকে নতুন অধ্যক্ষ হিসেবে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ পাঠানো হয় । সেখানেও প্রবল বিক্ষোভ শুরু হয়। যেদিন তিনি দায়িত্ব নেবেন তার আগের রাতে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের ঘরে তালা লাগিয়ে দেন ছাত্ররা। নতুন দায়িত্ব নিতে যাননি সন্দীপ। এরপর নির্দেশিকা প্রত্যাহার করে নেয় স্বাস্থ্যভবন। এবার ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ নতুন প্রিন্সিপাল হচেছেন শুভ্র মিত্র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.