কলকাতা, 3 সেপ্টেম্বর: রাজ্যজুড়ে অভয়া ক্লিনিক চালু করতে চলেছে স্টুডেন্টস হেলথ হোম ৷ সোমবার ওই সংগঠনের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ তারা জানিয়েছে, রাজ্যের 30টির বেশি স্টুডেন্টস হেলথ হোমে অভয়া ক্লিনিক চালু করা হচ্ছে । এখান থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে ৷
সোমবার ছিল স্টুডেন্টস হেলথ হোমের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী ৷ সেই নিয়ে সংগঠনের তরফে প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয় ৷ মহাজাতি সদনে আয়োজিত ওই অনুষ্ঠানে আরজি করের নির্যাতিতার সুবিচারের শপথ নেওয়া হয় ৷ তার আগে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত মৌলালিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । সেখানে 40 জন রক্ত দিয়েছেন ।
সংগঠনের সাধারণ সম্পাদক ড. পবিত্র গোস্বামী বলেন, "রক্তদানের মাধ্যমে স্টুডেন্টস হেলথ হোমের পথ চলা শুরু হয়েছিল । প্রতিষ্ঠা দিবসে আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । শুধু তাই নয়, রাজ্যের 30টির বেশি স্টুডেন্টস হেলথ হোমে অভয়া ক্লিনিক চালু করা হচ্ছে । যেখান থেকে শুধু চিকিৎসা নয়, বিনামূল্যে ওষুধ দেওয়ার জন্য আর্থিক সাহায্যের জন্য আমরা আবেদন করব । যতদিন নির্যাতিতা সুবিচার পাচ্ছে, ততদিন এই ক্লিনিক চালু থাকবে ।"
সোমবার মহাজাতি সদনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তিনি বলেন, "রক্তদানের মাধ্যমে গড়ে স্টুডেন্টস হেলথ হোমে নিজে 30 বারের বেশি রক্ত দিয়েছি । রক্তদান করলে শরীর ভালো থাকে । বাংলায় রক্তদানের প্রচারে স্টুডেন্টস হেলথ হোম অগ্রণী ভূমিকা পালন করেছে ।"
স্টুডেন্টস হেলথ হোম 1952 সালে প্রতিষ্ঠিত হয় । কলকাতার মৌলালির মোড়ে 50 শয্যার হাসপাতাল ছাড়াও রাজ্যের প্রতিটি আঞ্চলিক কেন্দ্রে নগণ্য খরচে ছাত্র-ছাত্রীরা অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরিষেবা পান এই হোম থেকে ৷