ETV Bharat / state

রেমালের প্রভাবে প্রবল জলোচ্ছ্বাস হিঙ্গলগঞ্জে, ভাঙল নদী বাঁধ - Cyclone Remal Update

Impact of Cyclone Remal at Hingalganj: চোখ রাঙাচ্ছে রেমাল ৷ তার উপর পূর্ণিমার ভরা কোটালের ভ্রুকুটি ৷ সবমিলিয়ে বিপদে পড়েছেন হিঙ্গলগঞ্জের ইছামতি ও রায়মঙ্গল নদী-পাড়ের বাসিন্দারা ৷ প্রবল জলোচ্ছ্বাসে রায়মঙ্গল ও ইছামতি নদী বাঁধে দেখা দিয়েছে ফাটল ।

Hingalganj Crack on River Dam
নদী বাঁধে ভাঙন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 8:50 PM IST

হিঙ্গলগঞ্জ, 26 মে: আশঙ্কাই সত্যি হল! ঘূর্ণিঝড় রেমাল এবং পূর্ণিমার ভরা কোটাল-জোড়া ফলায় প্রবল জলোচ্ছ্বাসে রায়মঙ্গল ও ইছামতি নদী বাধে ফাটল দেখা দিল । এই দুই নদীর বেশ কিছু জায়গায় কাঁচা বাধ ভেঙে হুহু করে নোনাজল ঢুকতে শুরু করেছে কৃষি জমিতে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যে কোনও সময় নদীর আশপাশে থাকা গ্রামগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে । ফলে আতঙ্কিত সুন্দরবন অধ‍্যুষিত হিঙ্গলগঞ্জের আতাপুর, লেবুখালি, তালতলা, দুলদুলি-সহ একাধিক গ্রামের বাসিন্দা । যদিও প্রশাসন সূত্রে খবর, নদী বাঁধ মেরামত করতে সেচ দফতরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷

হিঙ্গলগঞ্জে ভাঙল নদী বাঁধ (ইটিভি ভারত)

ক্রমশ বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং বাংলার সাগরদ্বীপের মাঝামাঝি আছড়ে পড়তে চলেছে রেমাল ৷ ঘূর্ণিঝড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সুন্দরবন, এমনই আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ এদিকে সুন্দরবন ঘেঁষা হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সন্দেশখালি, মিনাখাঁ ব্লকের অধিকাংশ নদী বাঁধের অবস্থা যথেষ্ট সঙ্গীন ৷ কোনও রকমে ঠেকনা দিয়ে রয়েছে নদী বাঁধগুলি। মাটি, বাঁশ, ইট এই সমস্ত উপকরণ দিয়েই নদী বাঁধগুলো তৈরি করা হয়েছে । ফলে নদীর জলস্তর বাড়লে কিংবা দুর্যোগে সেই কাঁচা বাঁধের পক্ষে ভাঙন ঠেকানো কার্যত অসম্ভব । ইতিমধ্যেই তার প্রমাণ মিলছে ৷

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে রেমাল ! জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী; হেল্পলাইন নম্বর খুলল নবান্ন, কেএমসি

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নিজের আগমনবার্তা আরও স্পষ্টভাবে দিতে শুরু করেছে রেমাল ৷ রাজ্যের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি ৷ দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে রায়মঙ্গল, ইছামতি নদী একেবারে ফুলে ফেঁপে উঠেছে । নদীতে জলস্তর বাড়তে থাকায় একসময় প্রবল জলোচ্ছ্বাসে ভঙ্গুর নদী বাঁধে ফাটল দেখা দেয় । পরিস্থিতি বেগতিক বুঝে স্বাভাবিকভাবেই চিন্তিত এলাকাবাসী ৷

আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের প্রভাব, সন্ধ্যায় বেশ কিছুক্ষণ বিঘ্নিত মেট্রো পরিষেবা

হিঙ্গলগঞ্জ, 26 মে: আশঙ্কাই সত্যি হল! ঘূর্ণিঝড় রেমাল এবং পূর্ণিমার ভরা কোটাল-জোড়া ফলায় প্রবল জলোচ্ছ্বাসে রায়মঙ্গল ও ইছামতি নদী বাধে ফাটল দেখা দিল । এই দুই নদীর বেশ কিছু জায়গায় কাঁচা বাধ ভেঙে হুহু করে নোনাজল ঢুকতে শুরু করেছে কৃষি জমিতে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যে কোনও সময় নদীর আশপাশে থাকা গ্রামগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে । ফলে আতঙ্কিত সুন্দরবন অধ‍্যুষিত হিঙ্গলগঞ্জের আতাপুর, লেবুখালি, তালতলা, দুলদুলি-সহ একাধিক গ্রামের বাসিন্দা । যদিও প্রশাসন সূত্রে খবর, নদী বাঁধ মেরামত করতে সেচ দফতরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷

হিঙ্গলগঞ্জে ভাঙল নদী বাঁধ (ইটিভি ভারত)

ক্রমশ বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং বাংলার সাগরদ্বীপের মাঝামাঝি আছড়ে পড়তে চলেছে রেমাল ৷ ঘূর্ণিঝড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সুন্দরবন, এমনই আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ এদিকে সুন্দরবন ঘেঁষা হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সন্দেশখালি, মিনাখাঁ ব্লকের অধিকাংশ নদী বাঁধের অবস্থা যথেষ্ট সঙ্গীন ৷ কোনও রকমে ঠেকনা দিয়ে রয়েছে নদী বাঁধগুলি। মাটি, বাঁশ, ইট এই সমস্ত উপকরণ দিয়েই নদী বাঁধগুলো তৈরি করা হয়েছে । ফলে নদীর জলস্তর বাড়লে কিংবা দুর্যোগে সেই কাঁচা বাঁধের পক্ষে ভাঙন ঠেকানো কার্যত অসম্ভব । ইতিমধ্যেই তার প্রমাণ মিলছে ৷

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে রেমাল ! জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী; হেল্পলাইন নম্বর খুলল নবান্ন, কেএমসি

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নিজের আগমনবার্তা আরও স্পষ্টভাবে দিতে শুরু করেছে রেমাল ৷ রাজ্যের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি ৷ দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে রায়মঙ্গল, ইছামতি নদী একেবারে ফুলে ফেঁপে উঠেছে । নদীতে জলস্তর বাড়তে থাকায় একসময় প্রবল জলোচ্ছ্বাসে ভঙ্গুর নদী বাঁধে ফাটল দেখা দেয় । পরিস্থিতি বেগতিক বুঝে স্বাভাবিকভাবেই চিন্তিত এলাকাবাসী ৷

আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের প্রভাব, সন্ধ্যায় বেশ কিছুক্ষণ বিঘ্নিত মেট্রো পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.