ETV Bharat / state

সেনা ও প্যারামিলিটারির পথে হাঁটছে এসটিএফ, মাওবাদী দমনে বিশেষ প্রযুক্তির ব্যবহার - স্পেশাল টাস্ক ফোর্স

STF to Use Ultramodern 3D Digital Technology: সেনা ও প্যারামিলিটারির পথে হাঁটতে চলেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ মাওবাদী দমনে এবার বিশেষ প্রযুক্তির ব্যবহার করবে এসটিএফ ৷ এই প্রযুক্তির মাধ্যমে দুর্ভেদ্য এলাকায় জঙ্গি থেকে মাওবাদীদের ঘাঁটি সহজেই চিহ্নিত করা যাবে ৷

STF
স্পেশাল টাস্ক ফোর্স
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 9:15 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: এবার মাওবাদী দমনে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । একসময় ভারতীয় সেনাবাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করত ৷ এবার সেই পদ্ধতি ব্যবহার করে মাওবাদী দমনে সক্রিয় ভূমিকা পালন করতে চাইছে এসটিএফ। জানা গিয়েছে, রাজ্যে সন্ত্রাসবাদী সংগঠন ও বিশেষ করে বাঁকুড়া ,পুরুলিয়ায়, জঙ্গলমহলে মাওবাদীদের মোকাবিলায় এসটিএফের গোয়েন্দারা এবার অত্যাধুনিক থ্রি-ডি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করবেন।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এক শীর্ষ আধিকারিক বলেন, "দুর্ভেদ্য পাহাড়-জঙ্গলে ঘেরা কিংবা ঘিঞ্জি শহুরে এলাকায় জঙ্গিদের ঘাঁটি অতি সক্রিয়ভাবে চিহ্নিত করবে এই প্রযুক্তি। পাশাপাশি প্রয়োজনে সেখানে অভিযান চালাতেও পারবেন গোয়েন্দারা।" জানা গিয়েছে, রাজ্যের একাধিক থানা ও সিআইডি এবং এসটিএফের হাতে যে সকল মাওবাদী ও জঙ্গিগোষ্ঠীর ছবি, তাদের ফিঙ্গারপ্রিন্ট ও চোখের ছবি গচ্ছিত রয়েছে, সেই সকল তথ্যগুলি একত্রিত করা হয়েছে । এরপর সেই সমস্ত একত্রিত তথ্যগুলি সিস্টেমে ফেলে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা চালু করবে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ।

জানা গিয়েছে, এই প্রযুক্তি সম্পর্কে জানানোর জন্য প্রত্যেক জেলার একজন করে সিআইকে (সার্কেল ইন্সপেক্টর) বাছাই করা হবে। এই সংক্রান্ত জেলার খুঁটিনাটি সব তথ্য আসবে জেলা পুলিশ সুপার ও এই সকল সিআইদের কাছে । তাঁরা সেই তথ্য তুলে দেবেন ভবানী ভবনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের হাতে । ইতিমধ্যেই রাজ্য পুলিশের সদর দফতর ও সিআইডির সদর দফতর ভবানী ভবনে এই প্রযুক্তির ডেমো দেওয়া হচ্ছে । সূত্রের খবর, এই প্রযুক্তির জন্য মোট খরচ হচ্ছে প্রায় এক কোটি 25 লক্ষ টাকা । এই বিষয়ে আইপিএস মহলের একাংশের দাবি, এই পদ্ধতি অবলম্বন করলে মাওবাদী দমনে উল্লেখযোগ্য সাফল্য মিলতে পারে এসটিএফের ।

আরও পড়ুন:

  1. মাওবাদী প্রমিলা বাহিনী গঠনের নতুন অ্যাসাইনমেন্ট পেয়েছিলেন ধৃত সব্যসাচী, দাবি এসটিএফের
  2. কেএলও জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে গ্রেফতার এক
  3. নেতা সব্যসাচীকে জেরা করে নরেন্দ্রপুর থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার আরও 1

কলকাতা, 19 ফেব্রুয়ারি: এবার মাওবাদী দমনে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । একসময় ভারতীয় সেনাবাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করত ৷ এবার সেই পদ্ধতি ব্যবহার করে মাওবাদী দমনে সক্রিয় ভূমিকা পালন করতে চাইছে এসটিএফ। জানা গিয়েছে, রাজ্যে সন্ত্রাসবাদী সংগঠন ও বিশেষ করে বাঁকুড়া ,পুরুলিয়ায়, জঙ্গলমহলে মাওবাদীদের মোকাবিলায় এসটিএফের গোয়েন্দারা এবার অত্যাধুনিক থ্রি-ডি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করবেন।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এক শীর্ষ আধিকারিক বলেন, "দুর্ভেদ্য পাহাড়-জঙ্গলে ঘেরা কিংবা ঘিঞ্জি শহুরে এলাকায় জঙ্গিদের ঘাঁটি অতি সক্রিয়ভাবে চিহ্নিত করবে এই প্রযুক্তি। পাশাপাশি প্রয়োজনে সেখানে অভিযান চালাতেও পারবেন গোয়েন্দারা।" জানা গিয়েছে, রাজ্যের একাধিক থানা ও সিআইডি এবং এসটিএফের হাতে যে সকল মাওবাদী ও জঙ্গিগোষ্ঠীর ছবি, তাদের ফিঙ্গারপ্রিন্ট ও চোখের ছবি গচ্ছিত রয়েছে, সেই সকল তথ্যগুলি একত্রিত করা হয়েছে । এরপর সেই সমস্ত একত্রিত তথ্যগুলি সিস্টেমে ফেলে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা চালু করবে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ।

জানা গিয়েছে, এই প্রযুক্তি সম্পর্কে জানানোর জন্য প্রত্যেক জেলার একজন করে সিআইকে (সার্কেল ইন্সপেক্টর) বাছাই করা হবে। এই সংক্রান্ত জেলার খুঁটিনাটি সব তথ্য আসবে জেলা পুলিশ সুপার ও এই সকল সিআইদের কাছে । তাঁরা সেই তথ্য তুলে দেবেন ভবানী ভবনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের হাতে । ইতিমধ্যেই রাজ্য পুলিশের সদর দফতর ও সিআইডির সদর দফতর ভবানী ভবনে এই প্রযুক্তির ডেমো দেওয়া হচ্ছে । সূত্রের খবর, এই প্রযুক্তির জন্য মোট খরচ হচ্ছে প্রায় এক কোটি 25 লক্ষ টাকা । এই বিষয়ে আইপিএস মহলের একাংশের দাবি, এই পদ্ধতি অবলম্বন করলে মাওবাদী দমনে উল্লেখযোগ্য সাফল্য মিলতে পারে এসটিএফের ।

আরও পড়ুন:

  1. মাওবাদী প্রমিলা বাহিনী গঠনের নতুন অ্যাসাইনমেন্ট পেয়েছিলেন ধৃত সব্যসাচী, দাবি এসটিএফের
  2. কেএলও জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে গ্রেফতার এক
  3. নেতা সব্যসাচীকে জেরা করে নরেন্দ্রপুর থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার আরও 1
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.