কলকাতা, 21 জুন: স্কুলবাসে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করল রাজ্য পরিবহণ দফতর ৷ খুদেদের কথা মাথায় রেখে স্কুল বাসগুলিকে এবার নীল-হলুদ রং করার পরামর্শ দিয়েছে পরিবহণ দফতর। বৃহস্পতিবার পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী স্কুল বাসে যাতায়াতকারী পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করার স্বার্থে বাস মালিক থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের সচেতন হওয়ার আবেদন জানিয়ে একগুচ্ছ গাইডলাইনও প্রকাশ করেন।
বিভিন্ন সময়ে পুলকার এবং স্কুলবাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, ব্যক্তিগত নম্বর প্লেটেই চলছে পুলকার পরিষেবা ৷ আবার একই গাড়িতে গাদাগাদি করে বাড়তি পড়ুয়া নিয়ে যাচ্ছে পুলকার। তাই সম্প্রতি পরিবহণ দফতর, পুলিশ, শিক্ষা দফতর এবং অভিভাবকদের সঙ্গে বৈঠক করে বেশ কিছু গাইডলাইন প্রস্তুত করেছে রাজ্যে পরিবহণ বিভাগ। এদিন পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী জানান, স্কুল, অভিভাবক ও গাড়ি মালিকদের জন্য এই গাইডলাইন তৈরি করা হয়েছে। যে গাইডলাইনগুলি প্রকাশ করা হয়েছে তার মধ্যে বেশিরভাগ পরামর্শ বা অ্যাডভাইসরি জারি হলেও বেশ কয়েকটি বাধ্যতামূলক নির্দেশ আকারেও রয়েছে।
যেই নিয়মগুলি বাধ্যতামূলক করা হয়েছে তার মধ্যে, গাড়ির বৈধ কাগজপত্র যেমন সার্টিফিকেট অফ ফিটনেস থেকে শুরু করে স্মার্ট কার্ড ও পারমিটের কাগজপত্র চালকের সঙ্গে সর্বদা রাখতে হবে। অতিরিক্ত গতিতে বাস চালানো যাবে না। এছাড়াও ঝুঁকিপূর্ণভাবেও বাস চালানো যাবে না। ধরা পড়লে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। বাসের শারীরিক অবস্থা ঠিক না থাকলে সেই বাস পথে নামানো যাবে না। ধরা পড়লে আইনানুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, বৈধ কাগজপত্র ছাড়া বাস চালালে ধরা পড়লে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বৈধ রেজিস্ট্রেশন ছাড়া বাস চালালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বাসে গাদাগাদি করে বা যাত্রী ক্ষমতার অতিরিক্ত পড়ুয়া বহন করা যাবে না। রাজ্য পরিবহণ দফতরের নতুন নিয়ম অনুযায়ী পড়ুয়ারা বাসের যে সিটে বসবে সেই সিটগুলিতে সিট বেল্ট বাধ্যতামূলক ভাবে থাকতে হবে। বৈধ ইন্স্যুরেন্স ছাড়া বাস চালালেও শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, এইসব নিয়মগুলি যে স্কুলবাস পালন করবে না এবং সেই বিষয়ে যদি পরিবহণ দফতরের কাছে কোনও রকম অভিযোগ জমা পড়ে তাহলে বেশ কড়া হাতেই সেগুলিকে নিষ্পত্তি করা হবে।