হায়দরাবাদ, 2 মে: লোকসভা ভোটের আবহে বেনজির ঘটনার সাক্ষী বাংলা ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ ৷ এরপেরই রাজভবনে রাজ্যের আইন এবং অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল রাজভবন এমনকী মন্ত্রীর যাবতীয় অনুষ্ঠানেরও বয়কটের ডাক দিয়েছে রাজভবন ৷ একই সঙ্গে, নির্বাচন চলাকালীন রাজভবনে প্রবেশ করতে পারবে না রাজ্য পুলিশও এমনটাও রাজভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে ৷
সোশাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই ঘটনাটিকে মিথ্যা বলে উদ্বেগ জানানো হয়েছে রাজভবনের তরফে ৷ এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, "রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সম্মানহানি ও অসাংবিধানিক বক্তব্যের জন্য রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে কলকাতা-সহ দার্জিলিং ও ব্যারাকপুরের রাজভবন চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর কোনও অনুষ্ঠানেও থাকবেন না রাজ্যপাল ৷"
সেই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভারতের অ্যার্টনি জেনারেলের সঙ্গে এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হচ্ছে রাজভবনের তরফে ৷ যে অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে এবং তারপরই যেভাবে রাজ্যের মন্ত্রী সরাসরি রাজ্যপালের দিকে আঙুল তুলেছেন সেই বিষয়ে পরবর্তী আইনি পরামর্শও নেওয়া হচ্ছে রাজভবনের তরফে ৷ এরই সঙ্গে, নজির বিহীনভাবে রাজ্যপাল পুলিশকেও রাজভবন চত্বরে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন ৷ কারণ হিসাবে রাজভবনের তরফে জানানো হয়েছে, পুলিশ তাদের রাজনৈতিক প্রভুদের কথায় তাদের স্বার্থ চরিতার্থ করতে 'বেআইনি' কাজ করছে ৷ ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে রাজনৈতিক মহলও।
আরও পড়ুন
1. রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! নিন্দা তৃণমূলের, কুৎসা রটানোর চেষ্টা মত তথাগতর
2. রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! 'সত্যের জয় হবেই', দাবি আনন্দ বোসের