ETV Bharat / state

'সঞ্জয় যেন ধনঞ্জয় না হয় !', আরজি কর নিয়ে মন্তব্য কারামন্ত্রী চন্দ্রনাথের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ্যের মন্ত্রীর ৷ আরজি কর-কাণ্ড নিয়ে বিরোধীদের প্রতিবাদকে কটাক্ষ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন চন্দ্রনাথ সিনহা ৷

RG Kar Doctor Rape and Murder
আরজি কর নিয়ে মন্তব্য চন্দ্রনাথের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 8:23 PM IST

বোলপুর, 24 অগস্ট: বিরোধীদের অভিযোগকেই কার্যত মান্যতা দিলেন রাজ্য়ার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ "সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।" সিউড়ি পুরসভার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এখানেই শেষ নয়, মন্ত্রী আরও বলেন, "সঞ্জয়ের আড়ালে অন্য দোষীরা যেন ছাড় না পেয়ে যায় তাও দেখা উচিত সিবিআইয়ের ৷" আরজি কর-কাণ্ড নিয়ে বিরোধীদের প্রতিবাদকে কটাক্ষ করতে গিয়ে তিনি এমনই বিতর্কিত মন্তব্য করেন চন্দ্রনাথ ৷

আরজি কর নিয়ে মন্তব্য চন্দ্রনাথের (ইটিভি ভারত)

এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "সঞ্জয়কে ধনঞ্জয় করার পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছেন ৷ সেই দিকেই হাঁটছেন তাদেরই মন্ত্রী ৷ সন্দীপদেরকে সঞ্জয় করার সুযোগ করে দেওয়া হচ্ছে ৷ সব কিছু ধামাচাপা দেওয়ার দারুণ প্রচেষ্টা।" রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এদিন এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "সঞ্জয় যেন ধনঞ্জয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখা যাক আদৌ একজন দোষী কি না ৷ এর পিছনে আরও কেউ থাকতে পারে ৷ সেই ব্যাপারে ঠিকঠাক তদন্ত হওয়া দরকার।"

পরে মন্ত্রীকে এই বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজেই প্রথম থেকে এই ঘটনায় তদন্ত চেয়েছেন ৷ পুলিশ না পারলে সিবিআইকে কেস দিয়ে দেওয়া হবে বলেছেন ৷ বিরোধীরা যা খুশি বললেই হবে না ৷ আসল দোষীকে তো ধরতে হবে ৷ তাই তদন্ত হোক ৷ সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায় ৷ আমরা তো প্রতিবাদ করছি ঘটনার ৷ আর যে সমস্ত মহিলা, শিক্ষিত সমাজ প্রতিবাদ করছে আমরা তাদের সমর্থন করছি। কারণ তারা ন্যায্য দাবিতে পথে নামছেন। বিরোধীরা এটা নিয়ে নোংরামি করছে।"

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে বলেছিলেন, "ধনঞ্জয়কে বিনা দোষে সাজা দেওয়া হয়েছে। আমরা পরে জানতে পেরেছি ৷" একই কথা কার্যত এদিন শোনা গেল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার গলায়। যা নিয়ে বিজেপির কটাক্ষের পর তীব্র বিতর্ক হয়েছে।

বোলপুর, 24 অগস্ট: বিরোধীদের অভিযোগকেই কার্যত মান্যতা দিলেন রাজ্য়ার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ "সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।" সিউড়ি পুরসভার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এখানেই শেষ নয়, মন্ত্রী আরও বলেন, "সঞ্জয়ের আড়ালে অন্য দোষীরা যেন ছাড় না পেয়ে যায় তাও দেখা উচিত সিবিআইয়ের ৷" আরজি কর-কাণ্ড নিয়ে বিরোধীদের প্রতিবাদকে কটাক্ষ করতে গিয়ে তিনি এমনই বিতর্কিত মন্তব্য করেন চন্দ্রনাথ ৷

আরজি কর নিয়ে মন্তব্য চন্দ্রনাথের (ইটিভি ভারত)

এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "সঞ্জয়কে ধনঞ্জয় করার পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছেন ৷ সেই দিকেই হাঁটছেন তাদেরই মন্ত্রী ৷ সন্দীপদেরকে সঞ্জয় করার সুযোগ করে দেওয়া হচ্ছে ৷ সব কিছু ধামাচাপা দেওয়ার দারুণ প্রচেষ্টা।" রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এদিন এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "সঞ্জয় যেন ধনঞ্জয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখা যাক আদৌ একজন দোষী কি না ৷ এর পিছনে আরও কেউ থাকতে পারে ৷ সেই ব্যাপারে ঠিকঠাক তদন্ত হওয়া দরকার।"

পরে মন্ত্রীকে এই বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজেই প্রথম থেকে এই ঘটনায় তদন্ত চেয়েছেন ৷ পুলিশ না পারলে সিবিআইকে কেস দিয়ে দেওয়া হবে বলেছেন ৷ বিরোধীরা যা খুশি বললেই হবে না ৷ আসল দোষীকে তো ধরতে হবে ৷ তাই তদন্ত হোক ৷ সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায় ৷ আমরা তো প্রতিবাদ করছি ঘটনার ৷ আর যে সমস্ত মহিলা, শিক্ষিত সমাজ প্রতিবাদ করছে আমরা তাদের সমর্থন করছি। কারণ তারা ন্যায্য দাবিতে পথে নামছেন। বিরোধীরা এটা নিয়ে নোংরামি করছে।"

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে বলেছিলেন, "ধনঞ্জয়কে বিনা দোষে সাজা দেওয়া হয়েছে। আমরা পরে জানতে পেরেছি ৷" একই কথা কার্যত এদিন শোনা গেল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার গলায়। যা নিয়ে বিজেপির কটাক্ষের পর তীব্র বিতর্ক হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.