ETV Bharat / state

জুনিয়র ডাক্তারদের সবকটি দাবি যুক্তিসঙ্গত, আন্দোলনকারীদের পক্ষে সওয়াল শুভেন্দুর - Suvendu Adhikari - SUVENDU ADHIKARI

Suvendu Adhikari on Junior Doctors Protest: সরাসরি আন্দোলনে নাক না গলালেও জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছে বিজেপি ৷ বুধবার আরও একবার স্পষ্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর মতে, জুনিয়র ডাক্তারদের সবকটি দাবি যুক্তিসঙ্গত ৷ রাজ্য সরকারের সেগুলি মেনে নেওয়া উচিত ৷

Suvendu Adhikari
জুনিয়র ডাক্তারদের সবকটি দাবি যুক্তিসঙ্গত বললেন শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 1:49 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তারদের সবকটি দাবি রাজ্য সরকারের মেনে নেওয়া উচিত বলে মনে করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "জুনিয়র ডাক্তারদের দাবিগুলি যুক্তিসঙ্গত ৷ আলোচনার মাধ্যমে দাবিগুলি মিটে যাওয়া উচিত । সরকারের উচিত আলোচনা না করে এক লাইনে মুখ্যসচিবকে দিয়ে একটি অর্ডার করে দেওয়া যে, জুনিয়র ডাক্তারদের দাবিগুলি মেনে নিলাম ৷"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পক্ষে সওয়াল শুভেন্দু অধিকারীর (ইটিভি ভারত)

বুধবার কলকাতার আইসিসিআর-এ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের লেখা 'Desires, Dreams and Powers' বইটির প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি এ দিন 198 জন প্রতিবাদীকে কলকাতার আইসিসিআর-এ সংবর্ধনা জানান বিরোধী দলনেতা । গত 27 অগস্ট ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তাঁরা ৷ পরে যদিও মুক্তি পেয়ে যান ওই 198 জন ৷

এ দিন অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারী ৷ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পক্ষে সওয়াল করে তিনি বলেন, "প্রথম থেকে তাঁদের দাবিগুলিকে সমর্থন জানিয়েছে গেরুয়া শিবির । তাঁদের আন্দোলনে রাজনৈতিক দলগুলির কোনও ভূমিকা নেই । তাঁরা সরকারের ডাক্তার ৷ করের টাকায় তাঁদের বেতন দেওয়া হয় ৷ সরকারের বিরুদ্ধে তাঁরা আন্দোলন করছেন ৷ তবে বিজেপি যে দাবি করে আসছে সেটাই মূল ৷ দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ ৷ এই দাবিটা অবশ্য চিকিৎসকেরা করেননি ৷ তাঁরা স্বাস্থ্যসচিব ও নগরপালের অপসারণ চেয়েছেন ৷"

বিরোধী দলনেতার কথায়, "স্বাস্থ্যভবনের দুর্নীতি নিয়ে চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ করছেন । কিন্তু কোথায়ও যেন আমরা 9 অগস্টের ঘটনা থেকে পিছিয়ে যাচ্ছি না তো?" এ দিন এই প্রশ্নই তোলেন তিনি ৷ পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, "স্বাস্থ্য পরিষেবা সচল থাকা উচিত । যদিও তৃণমূল এই নিয়ে রাজনীতি করতে চাইছে । অগ্নিমিত্রা পাল জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে যাননি ৷ বিজেপির সিদ্ধান্ত হয়ে রয়েছে যে, এই অরাজনৈতিক আন্দোলনে আমরা ঢুকব না ৷"

তাঁর বক্তব্য, "আমরা সুপ্রিম কোর্টের শুনানির সরাসরি সম্প্রচারে সবাই দেখেছি ৷ রাজ্য সরকার আইনজীবী কপিল সিব্বলের নেতৃত্বে কীভাবে পুলিশের ভূমিকাকে সমর্থন করার চেষ্টা করেছে ৷ তথ্যপ্রমাণ লোপাট হয়নি বলে সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে ৷"

বিচারপতিদের উপর হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "আদালতের রায় মনঃপুত না হওয়ায় আজ বিচারপতিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন । পশ্চিমবঙ্গে বিচারপতিরাও সুরক্ষিত নন । কোথায় গিয়েছে পশ্চিমবঙ্গ?" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, "আসলে ভাইপো ও মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে নিম্ন আদালতকে তাই মানতে হবে এবং রায় দিতে হবে । বিচারপতিদের উপর হামলার বিষয়ে আমি রাজ্যপালকে চিঠি লিখব ৷ তাঁকে অনুরোধ করব, মুখ্যসচিবকে যাতে নির্দেশ দেন মামলাটি সিবিআইকে হস্তান্তরিত করার জন্য ৷ না হলে সোমবার জনস্বার্থ মামলা করব আমি ।"

কলকাতা, 12 সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তারদের সবকটি দাবি রাজ্য সরকারের মেনে নেওয়া উচিত বলে মনে করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "জুনিয়র ডাক্তারদের দাবিগুলি যুক্তিসঙ্গত ৷ আলোচনার মাধ্যমে দাবিগুলি মিটে যাওয়া উচিত । সরকারের উচিত আলোচনা না করে এক লাইনে মুখ্যসচিবকে দিয়ে একটি অর্ডার করে দেওয়া যে, জুনিয়র ডাক্তারদের দাবিগুলি মেনে নিলাম ৷"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পক্ষে সওয়াল শুভেন্দু অধিকারীর (ইটিভি ভারত)

বুধবার কলকাতার আইসিসিআর-এ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের লেখা 'Desires, Dreams and Powers' বইটির প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি এ দিন 198 জন প্রতিবাদীকে কলকাতার আইসিসিআর-এ সংবর্ধনা জানান বিরোধী দলনেতা । গত 27 অগস্ট ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তাঁরা ৷ পরে যদিও মুক্তি পেয়ে যান ওই 198 জন ৷

এ দিন অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারী ৷ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পক্ষে সওয়াল করে তিনি বলেন, "প্রথম থেকে তাঁদের দাবিগুলিকে সমর্থন জানিয়েছে গেরুয়া শিবির । তাঁদের আন্দোলনে রাজনৈতিক দলগুলির কোনও ভূমিকা নেই । তাঁরা সরকারের ডাক্তার ৷ করের টাকায় তাঁদের বেতন দেওয়া হয় ৷ সরকারের বিরুদ্ধে তাঁরা আন্দোলন করছেন ৷ তবে বিজেপি যে দাবি করে আসছে সেটাই মূল ৷ দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ ৷ এই দাবিটা অবশ্য চিকিৎসকেরা করেননি ৷ তাঁরা স্বাস্থ্যসচিব ও নগরপালের অপসারণ চেয়েছেন ৷"

বিরোধী দলনেতার কথায়, "স্বাস্থ্যভবনের দুর্নীতি নিয়ে চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ করছেন । কিন্তু কোথায়ও যেন আমরা 9 অগস্টের ঘটনা থেকে পিছিয়ে যাচ্ছি না তো?" এ দিন এই প্রশ্নই তোলেন তিনি ৷ পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, "স্বাস্থ্য পরিষেবা সচল থাকা উচিত । যদিও তৃণমূল এই নিয়ে রাজনীতি করতে চাইছে । অগ্নিমিত্রা পাল জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে যাননি ৷ বিজেপির সিদ্ধান্ত হয়ে রয়েছে যে, এই অরাজনৈতিক আন্দোলনে আমরা ঢুকব না ৷"

তাঁর বক্তব্য, "আমরা সুপ্রিম কোর্টের শুনানির সরাসরি সম্প্রচারে সবাই দেখেছি ৷ রাজ্য সরকার আইনজীবী কপিল সিব্বলের নেতৃত্বে কীভাবে পুলিশের ভূমিকাকে সমর্থন করার চেষ্টা করেছে ৷ তথ্যপ্রমাণ লোপাট হয়নি বলে সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে ৷"

বিচারপতিদের উপর হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "আদালতের রায় মনঃপুত না হওয়ায় আজ বিচারপতিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন । পশ্চিমবঙ্গে বিচারপতিরাও সুরক্ষিত নন । কোথায় গিয়েছে পশ্চিমবঙ্গ?" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, "আসলে ভাইপো ও মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে নিম্ন আদালতকে তাই মানতে হবে এবং রায় দিতে হবে । বিচারপতিদের উপর হামলার বিষয়ে আমি রাজ্যপালকে চিঠি লিখব ৷ তাঁকে অনুরোধ করব, মুখ্যসচিবকে যাতে নির্দেশ দেন মামলাটি সিবিআইকে হস্তান্তরিত করার জন্য ৷ না হলে সোমবার জনস্বার্থ মামলা করব আমি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.