ETV Bharat / state

লোকসভা ভোটে কোথায়, কীভাবে মোতায়ন কেন্দ্রীয় বাহিনী ? বুধে বৈঠক কমিশনের - Central Force

Lok Sabha Elections 2024: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে 28 ফেব্রুয়ারি অর্থাৎ, বুধবার বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ৷ মূলত, প্রাক-নির্বাচন মুহূর্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার ও তাদের মোতায়েন নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 5:08 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: মার্চের প্রথম সপ্তাহে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে ভারতের নির্বাচন কমিশন ৷ তবে, তার আগেই 1 মার্চ পশ্চিমবঙ্গে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ৷ তার আগে 28 ফেব্রুয়ারি অর্থাৎ, আগামিকাল বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ৷ বৈঠকে থাকবেন স্টেট পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং সিআরপিএফের আইজি বি কে শর্মা ৷

জানা গিয়েছে, যে একশো কোম্পানি বাহিনী আসছে রাজ্যে, তাদের কীভাবে কাজে লাগানো হবে প্রাক-নির্বাচনী সময়ে, তা নিয়ে এই বৈঠক হবে ৷ রাজ্যের স্পর্শকাতর, অতি স্পর্শকাতর বুথ কোনগুলি ? কোন অঞ্চলে আইনশৃঙ্খলা কতটা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে ? এমন একাধিক বিষয় নিয়ে আগামিকালের বৈঠকে আলোচনা হবে ৷ এরপর 7 মার্চ আরও 50 কোম্পানি বাহিনী মোতায়েন হবে রাজ্যে ৷ উল্লেখ্য, অন্যান্যবার লোকসভা নির্বাচনে বিএসএফেরক উপর দায়িত্ব থাকত কেন্দ্রীয় বাহিনীর উপর নজরদারির ৷ এবার সেই দায়িত্ব পড়েছে সিআরপিএফের উপর ৷

তাই রাজ্য পুলিশের নোডাল অফিসারের পাশাপাশি, সিআরপিএফের আইজি এই বৈঠকে উপস্থিত থাকবেন ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, এই দেড়শো কোম্পানি বাহিনীকে কোথায়, কত পরিমাণে মোতায়েন করা হবে ? মোতায়েন করা বাহিনীকে কীভাবে ব্যবহার করা হবে ? সে নিয়ে আলোচনা হবে বৈঠকে ৷

কমিশন সূত্রে খবর, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ৷ সেই মতো প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালি-সহ দুই 24 পরগনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হতে পারে ৷ এমনকি কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলায় বাহিনী মোতায়ন করা হবে কি না ? হলে, কত কোম্পানি বাহিনী দেওয়া হবে ? এই সব নিয়ে আলোচনা হবে আগামিকালের বৈঠকে ৷

রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং আগের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার কোনওরকম ঝুঁকি নিতে চায় না কমিশন ৷ তাই শান্তিপূর্ণ আবহে যাতে নাগরিকরা ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন ৷ উল্লেখ্য, নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে 3 মার্চ ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ কলকাতায় আসছে ৷ মনে করা হচ্ছে, এই সফরের পরেই নির্বাচন ঘোষণা হতে পারে ৷ পাশাপাশি, 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশন জানিয়েছে ৷

আরও পড়ুন:

  1. ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশিকা কমিশনের
  2. একই লোকসভার মধ্যে পুলিশের বদলি নয়, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের
  3. 3 মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক

কলকাতা, 27 ফেব্রুয়ারি: মার্চের প্রথম সপ্তাহে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে ভারতের নির্বাচন কমিশন ৷ তবে, তার আগেই 1 মার্চ পশ্চিমবঙ্গে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ৷ তার আগে 28 ফেব্রুয়ারি অর্থাৎ, আগামিকাল বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ৷ বৈঠকে থাকবেন স্টেট পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং সিআরপিএফের আইজি বি কে শর্মা ৷

জানা গিয়েছে, যে একশো কোম্পানি বাহিনী আসছে রাজ্যে, তাদের কীভাবে কাজে লাগানো হবে প্রাক-নির্বাচনী সময়ে, তা নিয়ে এই বৈঠক হবে ৷ রাজ্যের স্পর্শকাতর, অতি স্পর্শকাতর বুথ কোনগুলি ? কোন অঞ্চলে আইনশৃঙ্খলা কতটা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে ? এমন একাধিক বিষয় নিয়ে আগামিকালের বৈঠকে আলোচনা হবে ৷ এরপর 7 মার্চ আরও 50 কোম্পানি বাহিনী মোতায়েন হবে রাজ্যে ৷ উল্লেখ্য, অন্যান্যবার লোকসভা নির্বাচনে বিএসএফেরক উপর দায়িত্ব থাকত কেন্দ্রীয় বাহিনীর উপর নজরদারির ৷ এবার সেই দায়িত্ব পড়েছে সিআরপিএফের উপর ৷

তাই রাজ্য পুলিশের নোডাল অফিসারের পাশাপাশি, সিআরপিএফের আইজি এই বৈঠকে উপস্থিত থাকবেন ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, এই দেড়শো কোম্পানি বাহিনীকে কোথায়, কত পরিমাণে মোতায়েন করা হবে ? মোতায়েন করা বাহিনীকে কীভাবে ব্যবহার করা হবে ? সে নিয়ে আলোচনা হবে বৈঠকে ৷

কমিশন সূত্রে খবর, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ৷ সেই মতো প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালি-সহ দুই 24 পরগনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হতে পারে ৷ এমনকি কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলায় বাহিনী মোতায়ন করা হবে কি না ? হলে, কত কোম্পানি বাহিনী দেওয়া হবে ? এই সব নিয়ে আলোচনা হবে আগামিকালের বৈঠকে ৷

রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং আগের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার কোনওরকম ঝুঁকি নিতে চায় না কমিশন ৷ তাই শান্তিপূর্ণ আবহে যাতে নাগরিকরা ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন ৷ উল্লেখ্য, নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে 3 মার্চ ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ কলকাতায় আসছে ৷ মনে করা হচ্ছে, এই সফরের পরেই নির্বাচন ঘোষণা হতে পারে ৷ পাশাপাশি, 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশন জানিয়েছে ৷

আরও পড়ুন:

  1. ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশিকা কমিশনের
  2. একই লোকসভার মধ্যে পুলিশের বদলি নয়, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের
  3. 3 মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.