ETV Bharat / state

যোগ্য প্রার্থীদের চাকরি যাবে কেন? সুপ্রিম কোর্টে সুবিচার চান কোচবিহারের শিক্ষকরা - SSC Recruitment Scam - SSC RECRUITMENT SCAM

Cooch Behar SSC Teachers: 5 হাজার অযোগ্যর জন্য কেন 19 হাজার যোগ্য শিক্ষকের চাকরি যাবে ? এই দাবি নিয়ে আন্দোলনের পাশাপাশি সুপ্রিম কোর্টে যাচ্ছেন কোচবিহারের 500-রও বেশি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী ৷

Cooch Behar SSC Teachers
কোচবিহারে চাকরিহারা শিক্ষকদের জমায়েত
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 4:55 PM IST

কোচবিহারে চাকরিহারা শিক্ষকদের জমায়েত

কোচবিহার, 23 এপ্রিল: হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় 26 হাজার শিক্ষক ৷ এবার সেই চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা একজোট হয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিলেন । মঙ্গলবার দুপুরে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে 500 জনের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীরা একজোট হয়ে এই সিদ্ধান্ত নেন ৷ পাশাপাশি আইনি পথেও তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন ।

সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের রায়ে এসএসসি নিয়োগ মামলায় বাতিল হয় 25 হাজার 753 জনের চাকরি । 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তাঁরা । পাশাপাশি আগামী চার সপ্তাহের মধ্যে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরিপ্রার্থীদের 12 শতাংশ সুদ বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে । সমস্ত ওএমআর শিটের কপিও আপলোড করতে নির্দেশ দিয়েছে আদালত ।

হাইকোর্টের এই রায় ঘিরে হইচই পড়ে গিয়েছে রাজ্যজুড়ে । ঘুম উড়ে গিয়েছে চাকরিহারাদের । এই পরিস্থিতিতে তাদের কী করণীয়, তা ঠিক করতে মঙ্গলবার কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামের মাঠে জমায়েত হন প্রায় পাঁচশোরও বেশি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা । কোনও রাজনৈতিক দলের সমর্থন ছাড়া নিজেরাই এই রায়ের বিরুদ্ধে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা ।

সোমবার চাকরি হারিয়েছেন কাটামারি হাইস্কুলের সুশান্ত দাস । এদিন তিনি বলেন, "5 হাজার অযোগ্যদের কারণে আমাদের মতো 19 হাজারের চাকরি কেন হাইকোর্ট বাতিল করল, সেই বিষয়ে আমরা রাস্তায় নেমে আন্দোলন করার পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি ।" বীরপাড়া হিন্দি স্কুলের চাকরি হারানো শিক্ষিকা ঈশিকা দাসের কথায়, "পাঁচ হাজার অযোগ্য ব্যক্তিদের জন্য আমাদের মতো 29 হাজার যোগ্যদের চাকরি গিয়েছে । আমরা পথে বসেছি । আগামীতে কী করব, তা ঠিক করতেই আজ আলোচনা করা হচ্ছে ।"

আরও পড়ুন :

  1. ঠিক কেন বাতিল হল নিয়োগ প্রক্রিয়া ? কারণ খুঁজে দেখল ইটিভি ভারত
  2. পর্যাপ্ত কর্মী রয়েছে, চাকরি বাতিলে প্রভাব পড়বে না ভোটে ; জানাল কমিশন
  3. যোগ্য হয়েও চাকরিহারা, মন খারাপ প্রিয়াঙ্কার ; নিজের চাকরি বাঁচলেও সমব্যাথী সোমা

কোচবিহারে চাকরিহারা শিক্ষকদের জমায়েত

কোচবিহার, 23 এপ্রিল: হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় 26 হাজার শিক্ষক ৷ এবার সেই চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা একজোট হয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিলেন । মঙ্গলবার দুপুরে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে 500 জনের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীরা একজোট হয়ে এই সিদ্ধান্ত নেন ৷ পাশাপাশি আইনি পথেও তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন ।

সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের রায়ে এসএসসি নিয়োগ মামলায় বাতিল হয় 25 হাজার 753 জনের চাকরি । 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তাঁরা । পাশাপাশি আগামী চার সপ্তাহের মধ্যে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরিপ্রার্থীদের 12 শতাংশ সুদ বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে । সমস্ত ওএমআর শিটের কপিও আপলোড করতে নির্দেশ দিয়েছে আদালত ।

হাইকোর্টের এই রায় ঘিরে হইচই পড়ে গিয়েছে রাজ্যজুড়ে । ঘুম উড়ে গিয়েছে চাকরিহারাদের । এই পরিস্থিতিতে তাদের কী করণীয়, তা ঠিক করতে মঙ্গলবার কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামের মাঠে জমায়েত হন প্রায় পাঁচশোরও বেশি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা । কোনও রাজনৈতিক দলের সমর্থন ছাড়া নিজেরাই এই রায়ের বিরুদ্ধে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা ।

সোমবার চাকরি হারিয়েছেন কাটামারি হাইস্কুলের সুশান্ত দাস । এদিন তিনি বলেন, "5 হাজার অযোগ্যদের কারণে আমাদের মতো 19 হাজারের চাকরি কেন হাইকোর্ট বাতিল করল, সেই বিষয়ে আমরা রাস্তায় নেমে আন্দোলন করার পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি ।" বীরপাড়া হিন্দি স্কুলের চাকরি হারানো শিক্ষিকা ঈশিকা দাসের কথায়, "পাঁচ হাজার অযোগ্য ব্যক্তিদের জন্য আমাদের মতো 29 হাজার যোগ্যদের চাকরি গিয়েছে । আমরা পথে বসেছি । আগামীতে কী করব, তা ঠিক করতেই আজ আলোচনা করা হচ্ছে ।"

আরও পড়ুন :

  1. ঠিক কেন বাতিল হল নিয়োগ প্রক্রিয়া ? কারণ খুঁজে দেখল ইটিভি ভারত
  2. পর্যাপ্ত কর্মী রয়েছে, চাকরি বাতিলে প্রভাব পড়বে না ভোটে ; জানাল কমিশন
  3. যোগ্য হয়েও চাকরিহারা, মন খারাপ প্রিয়াঙ্কার ; নিজের চাকরি বাঁচলেও সমব্যাথী সোমা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.